অনলাইনে দিনে ১০০ ২০০ টাকা ইনকাম করার ট্রাস্টেড সাইট click worker
অনলাইনে দিনে ১০০ ২০০ টাকা ইনকাম করা এখন খুব সহজ click worker থেকে। আপনার যদি টার্গেট থাকে দিনে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করার তাহলে কাজ করতে পারেন জনপ্রিয় একটি ট্রাস্টেড সাইট বা অ্যাপ ক্লিক ওয়ার্কারে।
বর্তমান ইন্টারনেট উৎকর্ষতার যুগে অনলাইনে দৈনিক ১০০ থেকে ২০০ থেকে টাকা আয় করা এখন কোন ব্যাপার না, যদি আপনার কাজ করার ইচ্ছা এবং আগ্রহ থাকে। কারণ অনলাইন ইনকাম এখন অনেক সহজ হয়ে গিয়েছে। অনলাইনে অনেক অ্যাপ ও সাইট থেকে একটু শ্রম দিলে ডেইলি অন্তত ১০০ থেকে ২০০, ৩০০ এমনকি ৫০০ টাকা অনায়াসে ইনকাম করা যায়।
এজন্য আপনাকে জানতে হবে ট্রাস্টেড সাইট বা অ্যাপ যেখানে কাজ করে রিয়েল টাকা ইনকাম করা যায়। আর এরকম একটি ট্রাস্টের সাইট হলো ক্লিক ওয়ার্কার। আর আজকের আর্টিকেলে আমরা ক্লিক ওয়ার্কার সম্পর্কে বিস্তারিত জানবো। পোস্ট সূচিপত্রঃ
ভূমিকাঃ অনলাইনে দিনে ১০০ ২০০ টাকা ইনকাম
অনলাইনে দিনে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করার বহু উপায় রয়েছে। আপনাকে প্রথমে বিবেচনা করতে হবে আপনি কি ধরনের কাজ করে ইনকাম করতে চান। আপনি যদি অনলাইনে কাজ করতে চান এবং আপনার যদি বিশেষ কোনো কাজে দক্ষতা থাকে তাহলে নানা উপায় পাবেন দিনে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করার।
যেমনঃ ব্লগিং করতে পারেন, কনটেন্ট রাইটিং করতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন। এই উপায় গুলো দিয়ে দিনে ১০০ বা ২০০ টাকা নয় বরং ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায়।
আবার আপনি যদি এমন কোন কাজ খোঁজেন যেখানে কোনো বিশেষ দক্ষতা প্রয়োজন হবে না শুধুমাত্র দিনে ১ থেকে ২ ঘন্টা সময় ব্যয় করলে নূন্যতম ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করা যাবে, তাহলে অনলাইন অ্যাপসগুলো আপনার জন্য উপযুক্ত। অনলাইনে খুঁজলে প্রচুর অ্যাপস পেয়ে যাবেন যেখানে কাজ করে টাকা ইনকাম করা যায়।
আপনাদের সুবিধার জন্য আজকের আর্টিকেলে বিনা দক্ষতায় ও ইনভেস্ট ছাড়া ঘরে বসে দিনে অন্ততপক্ষে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করার বিশ্বস্ত একটি সাইট নিয়ে হাজির হয়েছি। আর সাইটটি হল Click Worker.
চলুন তাহলে নিচের আলোচনা থেকে Click Worker কি, Click Worker থেকে কিভাবে ইনকাম করবেন, একাউন্ট ক্রিয়েট কিভাবে করবেন, পেমেন্ট নিবেন কিভাবে এ সম্পর্কিত যাবতীয় তথ্য জেনে নিন।
Click Worker কী
ক্লিক ওয়ার্কার মূলতঃ এক ধরনের অ্যাপ বা সাইট যেখানে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবেন। এখানে আপনার সাথে আরও অনেক ওয়ার্কার কাজ করবে। এই ইনকাম হতে পারে আপনার অ্যাডিশনাল বা পার্শিয়াল ইনকাম। অর্থাৎ এই অ্যাপ আপনাকে বাড়তি আয়ের সুযোগ করে দিয়ে থাকে।এই অ্যাপে আপনি নানা ধরনের কাজ করে ইনকাম করতে পারবেন, যেমনঃ
- সার্ভে করে
- এ আই ট্রেনিং করে
- রেফার করে
- ট্রান্সলেশন করে
- রিসার্চ করে ইত্যাদি
এখানে যারা কাজ করে তাদেরকে ক্লিক ওয়ার্কার বলা হয়। কাজগুলো শুনতে কঠিন মনে হলেও আসলে খুবই সহজ। কারণ আপনি নিউ বি হিসেবে এখান থেকে ট্রেনিং নিয়ে কাজগুলো শুরু করে দিতে পারবেন। অ্যাপটি দাবি করে, এখান থেকে কাজ করে আয় করা খুবই সহজ।
আরো পড়ুনঃ ফ্রি টাকা ইনকাম করার সেরা ১৫টি অ্যাপস ২০২৫
কারণ ক্লিক ওয়ার্কারের টাস্ক গুলো খুবই ছোট এবং কোন রুটিন ছাড়াই আপনার যখন মন চায় তখন এখানে কাজ করতে পারবেন।
আপনারা চাইলে ক্লিক ওয়ার্কার google apps থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা তাদের সাইটে গিয়ে ইনকাম শুরু করতে পারেন। ক্লিক ওয়ার্কার থেকে ইনকাম করার জন্য একাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে কিভাবে ইনকাম শুরু করবেন এ সম্পর্কিত যাবতীয় তথ্য নিচের আলোচনার অংশ থেকে জানতে পারবেন।
প্রথমে আপনাদের সুবিধার্থে নিচে সাইটের লিংক এবং ডাউনলোড লিংক দুটো দেওয়া হল। চাইলে এখানে ক্লিক করেও সহজে ক্লিক ওয়ার্কার অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন।
ক্লিক ওয়ার্কারের সাইটে যেতে এখানে ক্লিক করুন
ক্লিক ওয়ার্কার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
অনলাইনে দিনে ১০০ ২০০ টাকা ইনকাম সাইট Click Worker
অনলাইনে দিনে ১০০ ২০০ টাকা ইনকাম করার জন্য ক্লিক ওয়ার্কারে আপনাকে কাজ শুরু করতে হবে। এজন্য প্রথমে আপনার মোবাইলে ডাটা সংযোগ চালু করে নিন। এরপর কাজ করার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একাউন্ট তৈরি করার নির্দেশনা বা ধাপ গুলো নিচের হেডিং এ পেয়ে যাবেন। প্রথমে দেখে নিন ক্লিক ওয়ার্কার থেকে কিভাবে ইনকাম করবেন এ বিষয়ে।
আর্টিকেলের শুরুতে আপনারা জেনেছেন ক্লিক ওয়ার্কারে বিভিন্ন ছোট ছোট টাস্ক করে ইনকাম করা যায়। এটি মূলতঃ স্টুডেন্ট থেকে শুরু করে গৃহিণী, বেকার তরুন তরুণীদের জন্য উপযুক্ত একটি ইনকাম সাইট ও অ্যাপ।
আরো পড়ুনঃ টাকা ইনকাম করার অ্যাপ ২০২৫ সেরা ২০টি দেখে নিন
আপনি পার্টটাইম জব হিসেবে এখান থেকে অনায়াসে দিনে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করে নিতে পারবেন। মোটকথা, আপনার দৈনিক হাত খরচের টাকা এখান থেকে আপনি আয় করতে পারবেন।
তাহলে চলুন ক্লিক ওয়ার্কার থেকে ইনকাম করার উপায় গুলো নিচে দেখে নিনঃ
ইউনিভার্সাল হিউম্যান রেলিভেন্স সিস্টেম ( UHRS) অংশগ্রহণ করেঃ ক্লিক ওয়ার্কারের সবচেয়ে বড় ইনকাম করার স্টোর হল ইউনিট হিউম্যান রিসোর্স সিস্টেম বা সংক্ষেপে ইউএইচয়ারএস (UHRS)। অ্যাকাউন্ট তৈরির পর অ্যাসেসমেন্টে চলে যান। লক্ষণীয় যে এসেসমেন্টে যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার মৌখিক ভাষা এবং লিখিত ভাষা ইংরেজি নির্বাচন করবেন।
এখানে বেশ কিছু ছোট ছোট কাজ করে ইনকাম করা যায়। যেমন সার্চ ইঞ্জিনের ফলাফল যাচাই, এআই ট্রেনিং, ওয়েব কন্টেন্ট বিশ্লেষণ ইত্যাদি। ক্লিক ওয়ার্কারে প্রোফাইল তৈরি করার পর আপনি যদি নির্দিষ্ট কিছু টেস্ট পাশ করেন তাহলেই আপনি ইউএইচআরএস-এ অ্যাকসেস পাবেন।
এখানে নানা ধরনের কাজ রয়েছে। যেমনঃ
- সার্চ ইঞ্জিন এভালিউশন- যেখানে গুগল বা বিং এর সার্চ রেজাল্ট কতটা প্রাসঙ্গিক সেটা যাচাই করতে হয়
- ইনটেন্ট জাজিং- এখানে মূলত কেউ কোন জিনিস কেন খুজছে সেটা বুঝতে হয়
- স্প্যাম চেকিং- যেখানে কোন ওয়েব পেজ বা রেজাল্ট স্প্যাম কিনা সেটা যাচাই করতে হয়।
- ইমেজ/টেক্সট ক্যাটাগোরাইজেশন- ছবি বা লেখার প্রাসঙ্গিকতা অনেক সময় যাচাই করতে হয়।
- চ্যাট/ভয়েস এভালিউশন- চ্যাট বা ভয়েসের গুণগত মান যাচাই করা
ওয়েব রিসার্চ করেঃ ওয়েব রিসার্চ বলতে কোন নির্দিষ্ট বিষয়ের উপর অনলাইনে রিসার্চ বোঝায়। এই উপায়ে ইনকাম করার জন্য অনলাইনে ঘেঁটে কোন ওয়েবসাইট খুঁজতে হয়। তারপর কোম্পানির নাম দিয়ে গুগলে কোম্পানির আসল ওয়েবসাইটটি খুঁজে তার লিংক ক্লিক ওয়ার্কার অ্যাপকে দিতে হয়।
এই উপায়ে ইনকাম করার জন্য প্রথমে ক্লিক ওয়ার্কারের ড্যাশবোর্ডের লগইন করুন। এরপর সেখান থেকে ওয়েব রিসার্চ কাজ নির্বাচন করুন। কাজ শুরু করার আগে তারা আপনাকে কিছু নির্দেশনা দিবে। নির্দেশনা গুলো ভালোমতো পড়ে আপনি গুগল, বিং বা চ্যাট জিপিটি দিয়ে খুঁজে আসল লিংকটি কপি করে অ্যাপের নির্ধারিত জায়গায় সাবমিট করে দিন।
প্রতিটি ওয়েব রিসার্চ এর জন্য ০.৫০ থেকে ১ ডলার পেমেন্ট পেতে পারেন। এই পেমেন্ট নির্ভর করবে টাস্কের জটিলতা এবং অন্যান্য বিষয়ের উপর।
সার্ভেতে অংশগ্রহণ করেঃ আমাদের সবার পরিচিত কাজগুলোর মধ্যে একটি হল সার্ভে বা জরিপ। এখানে সাধারণত কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিয়ে আয় করা যায়। প্রতিটি সার্ভে অংশগ্রহণের জন্য তারা আপনাকে ১২ থেকে ৩৬০ টাকা পর্যন্ত পেমেন্ট করে থাকে। সার্ভের জটিলতা, দৈর্ঘ্য এবং ইত্যাদির উপর নির্ভর করে পেমেন্ট পাবেন। তবে এখান থেকে ইনকাম করার বলা যায় এটি একটি সহজ আয়ের মাধ্যম।
ছবি, ভিডিও ও টেক্সট ক্যাটাগোরাইজ ও লেবেলিং করেঃ এখানে মূলতঃ আপনাকে বিভিন্ন ছবি, টেক্সট বা ভিডিও দেওয়া হবে। ছবি ও ভিডিও মূলত ক্যাটাগোরাইজ করার জন্য দেওয়া হয়। যেমনঃ আপনাকে যদি কোন খাবারের ছবি দেখায় তাহলে আপনাকে বলতে হবে "খাবার"। আবার যদি কোন গাড়ির ছবি দেখায় আপনার উত্তর হবে "গাড়ি"। তবে আপনাকে এগুলো ইংলিশে দিতে হবে।
আবার এমনও হতে পারে ছবির বদলে কোন ওয়েবসাইট বা লিংক দিয়ে জিজ্ঞাসা করা হলো সেটি কোন ক্যাটাগরিতে পড়ে। তখন আপনাকে ওয়েবসাইটে বা লিংকে গিয়ে ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এরকম মাঝে মাঝে অডিও ক্লিপও দিয়ে এর ক্যাটাগরি জানতে চাইবে। তখন আপনাকে অডিও শুনে তার ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
টেক্সট লেবেলিং এর ক্ষেত্রে এটি সামান্য ভিন্ন। আপনাকে কোন একটি বাক্য বা অনুচ্ছেদ দেয়া হবে। সেটি পড়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এটি সত্য, মিথ্যা নাকি মাঝামাঝি। ক্লিক ওয়ার্কারের ভাষায়, এটি হলো "পজেটিভ", "নেগেটিভ" এবং "নিউট্রাল"। আপনি এখানে করা প্রতিটি কাজের জন্য ৫ থেকে ১২০ টাকার মত পাবেন। অবশ্যই তা নির্ভর করে কাজের জটিলতার ওপর।
অডিও এবং ভিডিও ট্রান্সক্রিপশনঃ এই কাজ করার জন্য প্রথমে তারা আপনাকে অডিও বা ভিডিও ক্লিপ দিবে। সেই ক্লিপে ব্যবহৃত ভাষা অনুবাদ করে কাস্টমারের চাহিদা পূরণ করে আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন। অন্যান্য কাজের তুলনায় এই ট্রান্সক্রিপশনে অনেক আয় করা যায়। এভাবে আয় করার জন্য আপনাকে একাধিক ভাষা জানতে হবে।
প্রতি ঘন্টায় ৬০০ থেকে ২৪০০ টাকা এবং প্রতি মিনিটে ৬ থেকে ৩৬ টাকা পেমেন্ট পাবেন। অর্থাৎ আপনি যদি ট্রান্সক্রিপশনের কাজ পারেন তাহলে ১০০ বা ২০০ টাকা নয় বরং ৫০০ থেকে ১০০০ টাকা সহজে ইনকাম করতে পারবেন।
Click Worker এ কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়
অনলাইনে দিনে ১০০ ২০০ টাকা ইনকাম করতে ক্লিক ওয়ার্কারে কিভাবে একাউন্ট খুলতে হবে এখন এ বিষয়ে জেনে নিন। ক্লিক ওয়ার্কারের অ্যাকাউন্ট আপনি তাদের সাইটে গিয়ে অথবা অ্যাপটি ডাউনলোড করে খুলতে পারবেন। এখানে সাইটে গিয়ে কিভাবে একাউন্ট খুলতে হয় তা দেখানো হলো। অবশ্য সাইটে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি এবং অ্যাপ এ একাউন্ট খোলার পদ্ধতি একই।
আরো পড়ুন: দিনে ৫০০ টাকা ইনকাম করার সেরা সাইট work up job
প্রথমে ক্লিক ওয়ার্কার সাইটে গিয়ে কর্নারের বাটন ক্লিক 'ওয়ার্কার জব এরিয়া' তে ক্লিক করুন। আপনি চাইলে সবার উপরে দেওয়া রেজিস্টার এ ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সে ক্ষেত্রে আপনাকে দুটি অপশনের মধ্যে একটি বাছাই করতে হবে, আপনি যেহেতু ইনকাম করবেন সেহেতু 'অ্যাস অ্যা ক্লিক ওয়ার্কার' এ ক্লিক করুন।
অথবা নিচের দিকে স্ক্রল করে সাইন আপ করার অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পরে আপনার সামনে নিচের ছবির মত সাইন আপের ফর্ম চলে আসবে।
এখানে আপনার নাম, লিঙ্গ, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি পূরণ করে এগিয়ে যেতে হবে 'কন্টিনিউ' তে ক্লিক করে। তথ্যগুলো অবশ্যই ইংরেজিতে পূরণ করতে হবে। আপনার এন আই ডি যে নাম দিয়ে বানানো আছে সেই নামই এখানে ব্যবহার করতে হবে।
এরপর আপনি 'কন্টিনিউ' দিয়ে এগিয়ে যাবেন তাহলে আপনার সামনে নিচে ইন্টারফেসের মত ভেসে উঠবে
এখানে আপনার এড্রেস দিতে হবে। উল্লেখ্য যে, আপনার বয়স অবশ্যই ১৮ বা ১৮ এর উপরে হতে হবে। এই পর্যায়ে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে বাংলাদেশ সিলেক্ট না করে অন্য দেশ সিলেক্ট করতে হবে। যেহেতু বাংলাদেশ থেকে কাস্টমার কম। তবে আপনি আপনার ফোন নাম্বার বাংলাদেশে দিতে পারেন।
এরপর 'আই এম অফ লিগাল এজ' এবং আরো শর্তসমূহ এ ক্লিক করে রাইট অপশন দিয়ে 'কন্টিনিউ' এ চাপ দিন।
ক্লিক ওয়ার্কার থেকে আপনার ইমেইলে একটি মেইল আসবে। সেই ইমেইলের মাধ্যমেই আপনি আপনার মোবাইল দিয়ে অ্যাকাউন্ট একটিভেট করে নিবেন। সাইন আপ করার পর্ব শেষ হয়ে গেলে এখন আপনাকে একাউন্ট সেটআপ করতে হবে। ক্লিক ওয়ার্কারে মানুষ বেশিরভাগ কাজ করে তাদের ইউএইচআরএস এর জন্য।
তাই আপনাকে অ্যাকাউন্ট সেটআপ করলে ইউএইচআরএস এর জন্য সেটআপ করতে হবে। একাউন্ট একটিভেট করার সাথে সাথেই আপনার একাউন্টের ইনফরমেশন সামনে ভেসে উঠবে। যদি সেখানে তথ্য আগে থেকেই পূরণ থাকে তাহলে আপনি সেভ করে নিবেন, যদি না থাকে তাহলে তথ্য পূরণ করে সেভ করুন।
Click Worker এ কিভাবে কাজ করবেন
ক্লিক ওয়ার্কারে কাজ করার জন্য প্রথমেই আপনাকে আপনার প্রোফাইল সেটআপ করিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি ইউএইচআরএস এ অংশগ্রহণ করে ইনকাম করতে চান তাহলে আপনাকে চারটি অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে। উপরে প্রোফাইল সেটআপ করার কাজ দেখানো হয়েছে। এখন আপনাকে দেখাবো কিভাবে সব কাজে এক্সেস করতে পারবেন।
অ্যাকাউন্ট তৈরি করে এক্টিভেট করা হয়ে গেলে ক্লিক ওয়ার্কারের একাউন্টে লগইন করুন এবং ড্যাশবোর্ডে গিয়ে প্রোফাইল এ ক্লিক করুন। সেখান গিয়ে অ্যাড্রেস, ভাষা, স্কিলস্, ওয়ার্ক একশপেরিএন্স ইত্যাদি পূরণ করুন। ড্যাশবোর্ডে অ্যাসেসমেন্ট নামে একটি ট্যাবে গিয়ে দুইটি অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে।
এই দুইটা অ্যাসেসমেন্টই খুব সাবধানে দিতে হবে। কেননা ভুল করলে পুনরায় দেওয়া লাগবে এতে আরো অনেক সময় ব্যয় হবে। আশা করি বুঝতে পেরেছেন ক্লিক ওয়ার্কারে কিভাবে কাজ করবেন।
Click Worker কিভাবে পেমেন্ট নিবেন
ক্লিক ওয়ার্কার দুইভাবে পেমেন্ট দিয়ে থাকে। একটি হল Paypal এর মাধ্যমে। আরেকটি হলো SEPA Bank Transfer এর মাধ্যমে। তবে এই পদ্ধতিটি শুধু ইউরোপিয়ান দেশগুলোর জন্য। আমাদের মধ্যে বেশিরভাগ যেহেতু বাংলাদেশ বা ভারত থেকে এসেছে তাই আমাদের পেপাল ব্যবহার করেই পেমেন্ট নিতে হবে।
তারপর এখানে পেপাল ইমেইল দিয়ে পেমেন্টের একাউন্ট সেট করে নিন। ক্লিক ওয়ার্কারের ড্যাশ বোর্ডে গিয়ে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট থেকে ডলার উইথড্র করার অপশন দেখতে পারবেন। প্রতি সপ্তাহে একবার উইথ ড্র করা যায়। মিনিমাম ৫ ডলার হলেই আপনি টাকা উইথড্র করতে পারবেন।
Click Worker এর সুবিধাসমূহ
উপরে আলোচনা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন অনলাইনে দিনে ১০০ ২০০ টাকা ইনকাম করার বেস্ট একটি সাইট হল ক্লিক ওয়ার্কার। ক্লিক ওয়ার্কার যেহেতু স্টুডেন্ট এবং গৃহিণীদের বা বেকার তরুণ তরুণীর জন্য বিশেষভাবে বানানো হয়েছে তাই এখানে অনেক সুবিধা রয়েছে।
নিচে এক এক করে সুবিধা গুলো উল্লেখ করা হলো যাতে আপনারা কেন ক্লিক ওয়ার্কার থেকে ইনকাম করবেন সে বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে পারেন।
- এই সাইট বা অ্যাপের ইনকাম সোর্সের সবচেয়ে বড় সুবিধা হল ঘরে বসে কাজ করা যায়।
- কোন স্কিল ছাড়াই বিশেষ কিছু সাধারণ দক্ষতা (যেমনঃ ইংরেজি জানা, সাইট সার্চ করা ইত্যাদি) নিয়েই আপনি এখান থেকে সহজে ইনকাম করতে পারবেন।
- ব্যবহারকারীদের কাছে এটি একটি বিশ্বস্ত সাইট বা অ্যাপ হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে পৃথিবীর জুড়ে বহু মানুষ এই সাইটে কাজ করে ইনকাম করছেন।
- সাইট এবং অ্যাপ দুই ভাবেই ক্লিক ওয়ার্কারে এক্সেস পাওয়া যায়। তাই আপনার সুবিধামতো যে কোন ভাবে এক্সেস নিয়ে এই সাইটে কাজ করতে পারবেন।
- এখানে কাজ করার জন্য আপনার সময় নির্ধারিত থাকে না, অর্থাৎ আপনি যখন ইচ্ছা তখন আপনার সময় ব্যবহার করে এখান থেকে আয় করতে পারবেন।
- সাপ্তাহিক ভিত্তিতে পেমেন্ট নেওয়া যায়। সপ্তাহ না ঘুরতেই পকেটে কিছু টাকা আসে। বেশিরভাগ ইনকাম সাইটে সাপ্তাহিক পেমেন্টের ব্যবস্থা থাকে না।
- এখানে অনেক কাজ করার অপশন রয়েছে। অর্থাৎ আপনি একাধিক ভাবে কাজ করে অনেক ইনকাম করতে পারবেন। বা আপনার পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন।
- ইউএইচআরএস এর মত বেশি ইনকামের সোর্স থাকায় মাসে আপনি ৪০০ থেকে ৫০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন। অর্থাৎ আপনি মাসে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা বা এর উপরে ইনকাম করতে পারবেন। অর্থাৎ লাখ টাকা পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে।
- এই সাইটে আপনাকে ইনভেস্ট করা লাগে না। বিনা ডিপোজিটে ফ্রিতে আপনি টাকা উপার্জন করতে পারবেন।
- আবার রেফার করেও টাকা ইনকামের সুযোগ রয়েছে। অর্থাৎ সহজেই রেফার প্রোগ্রামে অংশ নিয়ে আপনার আয় বৃদ্ধি করতে পারবেন।
অনলাইনে দিনে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম বিকাশ পেমেন্ট
অনলাইনে দিনে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নেয়ার একটি সহজ উপায় হলো কন্টেন্ট রাইটিং। বর্তমানে কন্টেন্ট রাইটিং অনলাইন আয়ের ক্ষেত্রে একটি সম্মানজনক ও জনপ্রিয় পেশা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে।
আপনার যদি কন্টেন্ট রাইটিং এ দক্ষতা এবং SEO ( Search Engine Optimization) সম্পর্কিত ভালো জ্ঞান থাকে তাহলে একজন কনটেন্ট রাইটার হিসেবে দিনে ১০০ থেকে ২০০ টাকা সহজে ইনকাম করতে পারবেন। একজন কনটেন্ট রাইটার হিসেবে নিজের ব্লগিং সাইটে ব্লগ লিখে যেমন ইনকাম করতে পারবেন,
তেমনি ফ্রিল্যান্সিং সাইটগুলো যেমনঃ Fiverr, Upwork, Freelancer.com, Belancer.com, Guru.com এ কনটেন্ট সেল করে আয় করতে পারেন। এই সকল সাইটে একটু খুঁজলেই দেখতে পাবেন কনটেন্ট রাইটিং এর চাহিদা প্রচুর। এবং একজন দক্ষ কন্টেন্ট রাইটারের জন্য প্রচুর কাজ পড়ে আছে করার জন্য।
আরো পড়ুন: ফ্রি টাকা ইনকাম বিকাশে পেমেন্ট সাইট/অ্যাপস
আপনি চাইলে ইংরেজি এবং বাংলা দুটি ভাষাতে কনটেন্ট লিখে আয় করতে পারেন। বাংলা কনটেন্ট লেখার চেয়ে ইংরেজি কনটেন্ট লিখে বেশি আয় করা যায়। তবে ইদানিং বাংলা লেখালেখি করেও ভালো টাকা ইনকাম করার সুযোগ তৈরি হয়েছে।
আমি যেহেতু আর্টিকেলের এই পর্যায়ে অনলাইনে দিনে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করে বিকাশ পেমেন্ট সম্পর্কে আলোচনা করছি, তাই আপনাদের জন্য বাংলাদেশের কয়েকটি বিশ্বস্ত ও সেরা ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেখানে বাংলা কন্টেন্ট রাইটিং করে ডেইলি ন্যূনতম ১০০ থেকে ২০০ বা এর বেশি টাকা ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
- Ordinary It
- Hotovaga.com
- TechTune
- জে আইটি আর্নিং প্রোগ্রাম
- PassionDriveFiona.com
- গেট পেইড বাংলা
- গ্রাথোর
- রোর বাংলা
- Bongo BD
লেখকের মতামত
প্রিয় পাঠক, অনলাইনে দিনে ১০০ ২০০ টাকা ইনকাম করার ট্রাস্টেড সাইট Click Worker সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি দিনে কমপক্ষে ১০০ থেকে ২০০ টাকা ইনকাম করে নিজের হাত খরচের টাকা রোজগার করতে চান তাহলে নিশ্চিন্তে এই সাইট বা অ্যাপে কাজ করতে পারেন।
এটি একটি ইউজারদের দ্বারা পরীক্ষিত ট্রাস্টেড সাইট। সারা বিশ্বের বহু মানুষ এই সাইট থেকে প্রতিনিয়ত টাকা ইনকাম করছেন। চাইলে আপনিও সাইটে একাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে অনলাইনে নিজের ইনকামের যাত্রা শুরু করতে পারেন।
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url