সেরা ২০টি টাকা ইনকাম করার অ্যাপ ২০২৫

টাকা ইনকাম করার অ্যাপ ২০২৫ ব্যবহার করে অনলাইনে আয় করা এখন খুব সহজ। আজকের আর্টিকেলে অনলাইন থেকে টাকা ইনকাম করার সেরা ২০টি অ্যাপস সম্পর্কে আপনাদের জানাবো। আরো জানবেন, টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৫ সম্পর্কে।

টাকা-ইনকাম-করার-অ্যাপ-২০২৫ 

বর্তমান সময়ে অ্যাপস হলো দক্ষতা ছাড়া অনলাইনে টাকা ইনকাম করার উপযুক্ত প্ল্যাটফর্ম। বেশিরভাগ অ্যাপস থেকে ডিপোজিট ছাড়া ফ্রিতে ইনকাম করা যায়। আপনারা হয়তো অনেকেই এই সকল অ্যাপস সম্পর্কে না জানার কারণে অনলাইনে ফ্রি টাকা উপার্জন করতে পারছেন না।

এখন চিন্তার কোন কারণ নেই, আপনাদের অনলাইন আয়ের পথ সহজ করে দিতে টাকা ইনকাম করার অ্যাপ ২০২৫ সেরা ও বিশ্বস্ত ২০টি সম্পর্কে আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন।পোস্ট সূচিপত্রঃ

টাকা ইনকাম করার অ্যাপ ২০২৫

টাকা ইনকাম করার অ্যাপ ২০২৫ সেরা যে সকল অ্যাপস দিয়ে নিশ্চিত টাকা ইনকাম করতে পারবেন এখন আপনাদের সাথে শেয়ার করব। এমনিতে অনলাইনে টাকা ইনকাম করার হাজার হাজার অ্যাপস রয়েছে যা হাতে গুনে শেষ করা যাবে না।

কিন্তু অনলাইনে অ্যাপস থেকে রিয়েল টাকা ইনকাম করতে হলে এরকম কিছু অ্যাপসে কাজ করতে হবে যারা দীর্ঘদিন যাবত বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসছে। কারণ অনেক অ্যাপস রয়েছে যেখানে দীর্ঘ সময় কাজ করে সামান্য পরিমাণ পেমেন্ট পাবেন বা অনেক সময় পেমেন্ট পাবেন না।

এই কারণে অনেক সময় আপনাদের জন্য অনলাইনে হাজার হাজার অ্যাপস থেকে কোন কোন অ্যাপস দিয়ে সত্যিকার টাকা উপার্জন করা যায় তা বুঝা কঠিন হয়ে পরে। এজন্য অনলাইন থেকে টাকা ইনকাম করার সেরা ২০টি অ্যাপ নিয়ে আজকের আর্টিকেলটি আমি সাজিয়েছি।

এই সকল অ্যাপস থেকে দীর্ঘদিন যাবত লোকজন টাকা ইনকাম করে আসছে। তাই এই অ্যাপস গুলোকে ১০০% ট্রাস্টেড অনলাইন আর্নিং অ্যাপ বলা যায়। 

আরো পড়ুনঃ রিয়েল টাকা ইনকাম apps 2025, দিনে ৫০০ টাকা ইনকাম

তাই ২০২৫ সালে আপনার যদি টার্গেট হয় অনলাইন থেকে টাকা ইনকাম করার, তাহলে এই আর্টিকেল থেকে সেরা ২০টি অ্যাপস সম্পর্কে জেনে নিন এখনই। প্রয়োজনে প্রতিটি অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে প্লে স্টোরে অ্যাপ এর নাম লিখে সার্চ দিয়ে পড়ে নিতে পারেন। এতে অ্যাপ সম্পর্কে আপনি সম্যক ধারণা পাবেন।

তাহলে চলুন দেরি না করে নিচের আলোচনা থেকে অ্যাপস গুলো সম্পর্কে জেনে নিন-

Taka Pura app: Taka Pura অনলাইন থেকে টাকা ইনকাম করার জনপ্রিয় একটি অ্যাপ। আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। আপনার মোবাইলে অ্যাপটি ডাউনলোড করার পর আপনি নানা ধরনের সহজ কিছু কাজ করে ফ্রিতে অনলাইনে আয় করতে পারবেন। যেমনঃ

  • কুইজ খেলে
  • গেম খেলে
  •  রেফার করে
  •  আর্টিকেল পড়ে
  • ভিডিও দেখে টাকা ইনকাম করার সুযোগ প্রদান করে।

এই অ্যাপ থেকে অর্জিত টাকা নগদ বা বিকাশের মাধ্যমে উত্তোলন ছাড়াও আপনি মোবাইল রিচার্জ গ্রহণ করতে পারবেন।

Daily Earn app: ডেইলি আর্ন অ্যাপ থেকে আপনি বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করতে পারবেন।বর্তমানে এটিও একটি জনপ্রিয় টাকা ইনকাম করার অ্যাপ। আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপের কাজগুলোর মধ্যে রয়েছে-

  • সার্ভে সম্পন্ন করে
  • সিক্রেট টু উইন
  • গোল্ড রিওয়ার্ড
  •  এভরিডে গিফট
  •  কিংপট
  • ওপেন এ রিওয়ার্ড ইত্যাদি মাধ্যমে টাকা উপার্জন করা যায়।

এই টাকা আপনি বিকাশ, নগদ, রকেট সহ পেপেল এর মাধ্যমে উত্তোলন করার সুযোগ পাবেন।

Coin Taka app: কয়েন টাকা অ্যাপ আপনাকে ফ্রিতে সহজে টাকা ইনকাম করার অভিজ্ঞতা প্রদান করবে। এই অ্যাপে লাকি স্পিন এর মাধ্যমে আপনি সহজে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া রেফার করেও টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। অ্যাপে থাকা বিভিন্ন পেমেন্ট মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

Note Taka app: ২০২৫ সালে আপনি যদি কোন রকম কাজ না করে ইনকাম করতে চান তাহলে এই অ্যাপটিতে জয়েন হতে পারেন। কারণ এই অ্যাপে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন। প্রতিটি রেফার এর জন্য আপনি ২ ডলার পাবেন।

এছাড়া সাইন আপ করার জন্য ১০ ডলার বোনাস দেয়া হবে। এই অ্যাপ থেকে অর্জিত টাকা আপনি নগদ, বিকাশ, পেপেল ইত্যাদি মাধ্যমে রিডিম করতে পারবেন।

Taka Income: টাকা ইনকাম মূলতঃ একটি কয়েন রিওয়ার্ড জেতার অ্যাপ। এই অ্যাপে কুইজ গেম খেলে আপনি টাকার কয়েন অর্জন করতে পারবেন। এজন্য আপনাকে প্রথমে এই অ্যাপে একাউন্ট খোলার পর হোমস্ক্রিনে থাকা কুইজ গেম খেলে পয়েন্ট অর্জন করতে পারবেন।

এখানে আপনাকে নির্দিষ্ট বিষয়ের উপর ১০ টি প্রশ্ন করা হবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি দুইটি কয়েন অর্জন করতে পারবেন। এছাড়া আরো ভিন্ন ভিন্ন গেম খেলে যেমন: কুইজ খেলে, দৈনিক পুরস্কার, নতুন গেম এর অনুরোধ, পিন টু উইন গেম খেলে দৈনিক ৫০ থেকে ৫ হাজার টাকার কয়েন জেতার সুযোগ রয়েছে।

আপনি যদি ৫০০০ পয়েন্ট সম্পন্ন করতে পারেন তাহলে নতুন গেম গুলি আনলক করার মাধ্যমে বেশি কয়েন অর্জন করার সুযোগ পাবেন। যত বেশি কয়েন অর্জন করবেন তত বেশি আপনার ইনকাম হবে। এই অ্যাপ থেকে অর্জিত পয়েন্টস পরবর্তীতে নগদ টাকায় রূপান্তর করে নগদ বা বিকাশে উত্তোলন করতে পারবেন।

Taka Income Pro: এটি একটি ফ্রী গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপ। বর্তমানে এই অ্যাপটিও ফ্রি টাকা ইনকাম করার জন্য ব্যবহারকারীদের নিকট অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। এই অ্যাপে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে টাকার কয়েন অর্জন করার সাথে সাথে, কুইজ খেলে কয়েন অর্জন বৃদ্ধি করতে পারেন।

বাংলাদেশি এই অ্যাপ থেকে আপনার অর্জিত কয়েন বিকাশ নগদ বা রকেট এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Taka ghor: ২০২৫ সালে টাকা ইনকাম করার অ্যাপ গুলোর মধ্যে এটি অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ। ফ্রি এই অ্যাপটিতে বিভিন্ন ধরনের ছোট ছোট টাস্ক গুলো সম্পন্ন করে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়া অ্যাড দেখে, রেফার করে, বাংলা ইংরেজি কুইজ খেলে, অংক কুইজ খেলে ইত্যাদি মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

এখানে আপনি যত বেশি সময় ব্যয় করে টাস্ক সম্পন্ন করবেন তত আপনার ইনকাম বেশি হবে।

Money Earning app: এই অ্যাপটি ব্যবহারকারীদের বিভিন্নভাবে টাকা ইনকাম করার সুযোগ দেয়। এটি একটি বর্তমান সময়ের জনপ্রিয় ফ্রি টাকা ইনকাম অ্যাপ। এই অ্যাপে আপনি রেফার করে, সার্ভে রিওয়ার্ড অর্জন করে, পিন এন্ড উইন, প্লে এন্ড উইন ইত্যাদি উপায়ে টাকা ইনকাম করতে পারবেন।

Win Money: উইন মানি এমন একটি অ্যাপ যেখানে প্রতিদিন ডেইলি রিওয়ার্ড বোনাস দেওয়া সাথে সাথে হুইল অফ লাকি যেতার সুযোগ প্রদান করে। এখানে রয়েছে লাকি স্পিন ও ১০০ প্লাস গিফট বক্স। এছাড়াও বিভিন্ন অপশনের মাধ্যমে যেমনঃ গিফট ফাস্ট প্রাইস, সেকেন্ড প্রাইস, থার্ড প্রাইজ জিতে নেয়ার সুযোগ রয়েছে।

বিকাশ, নগদ, পেপালের মাধ্যমে এই অ্যাপ থেকে অর্জিত টাকা উত্তোলন করতে পারবেন।

Online Earing BD: এই অ্যাপটিতে আপনি কোন কাজ না করে সহজ ভাবে টাকা ইনকাম করতে পারবেন। প্রতিদিন এই অ্যাপটি ভিজিট করলে আপনি পাবেন ডেইলি বোনাস। এছাড়া রেফার করে প্রতি রেফারের জন্য 80 পয়েন্ট বোনাস ইনকাম করতে পারবেন।

Free Cash: Earn Money & Rewards: এই অ্যাপে আপনি সাধারণ কিছু গেম খেলে এবং সার্ভে সম্পন্ন করে অর্থ উপার্জন করতে পারেন। এখানে সহজ গেম খেলে প্রাইজ যেটার সাথে সাথে রিওয়ার্ড অর্জন করতে পারেন যেমন: গিফট কার্ড, ক্রিপ্টো।

আরো পড়ুনঃ ফ্রি টাকা ইনকাম করার সেরা ১৫টি apps (নতুন) 2025

অ্যাপটি ডাউনলোড করার পর অ্যাপে ঢুকে আপনার পছন্দমত গেম বা সার্ভে সম্পূর্ণ করে রিওয়ার্ড অর্জন করুন। সবগুলো টাস্ক সম্পূর্ণ করার পর পেপেল, বিটকয়েন গিফট কার্ডস মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।

Love Taka: Love Taka অ্যাপটিকে ফুল টাইম বা অতিরিক্ত অতিরিক্ত টাকা উপার্জন করার সুযোগ প্রদান করে। আপনি যেখানেই থাকেন না কেন আপনার ডিভাইসে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি সেখান থেকেই এই অ্যাপ থেকে টাকা আয় করতে পারবেন।

Spin To Win- Cash & Recharge: অনলাইনে গেম খেলে আপনি যদি টাকা উপার্জন করার সাথে সাথে ফ্রি রিচার্জ, মোবাইল ও ল্যাপটপ পুরস্কার পেতে চান তাহলে এই অ্যাপটি আপনার মোবাইলে এখনই ইন্সটল করুন। আপনার অবসর সময়ে অনলাইনে গেম খেলে ব্যাংক অ্যাকাউন্টে নগদ উপার্জনের একটি সহজ উপায় হলো এই অ্যাপ।

গেম খেলা ছাড়াও আপনি দৈনিক নতুন নতুন কাজ সম্পন্ন করে ক্যাশ ব্যাক সহ পিন করে নগদ অর্থ উপার্জন করতে পারবেন।

এই অ্যাপ আপনাকে ২৪ ঘণ্টার মধ্যে নগদ টাকা উপার্জনে নিশ্চয়তা প্রদান করে। এছাড়া এই অ্যাপের সার্ভে বা সমীক্ষা পূরণ করার মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি এবং নগদ অর্থ উপার্জন করতে পারবেন।

Qureka: Qureka আপনাকে বিভিন্ন ধরনের কুইজ গেম খেলে কয়েন অর্জন করার সুযোগ প্রদান করে। যেমন: ইউরেকা ডেইলি লাইফ কুইজ অন্তত ১৫ প্লাস, আওয়ারলি কুইজেস যেমন: GK, Math Quiz,Sports Quiz, Film Quiz ইত্যাদি। এছাড়াও ক্রিকেট কুইজ এবং এক্সামস প্রেপ কুইজ খেলে কয়েন অর্জন করতে পারবেন।

Quiz Khelo - টাকা পুরস্কার নাওঃ এই অ্যাপে সহজ কিছু কুইজের উত্তর দিয়ে টাকা পুরস্কার জিততে পারবেন। এখানে সাধারণত বাংলাদেশ বিষয়ে বলি নিয়ে সহজ কুইজ এর উত্তর দেয়ার মাধ্যমে টাকা উপার্জন করা যায়।

Money app- Cash Rewards App: এই অ্যাপ সহজ কিছু টাস্ক সম্পন্ন করার জন্য রিয়াল টাকা প্রদান করে। যেমন: ভিডিও দেখে, সার্ভে করে, মতামত দিয়ে সার্ভিসগুলো ট্রাই করে, ফ্রি ট্রায়াল করে আসল টাকা উপার্জন করতে পারবেন।

ফ্রি টাকা ও রিওয়ার্ড অর্জনের জন্য এটি একটি সেরা অ্যাপ।

Make Money Online- Play & Earn Cash: এই অ্যাপে আপনি গেম খেলে, গান শুনে, ছোট ভিডিও দেখে, নিউজ পড়ে রিওয়ার্ড অর্জন করতে পারবেন। এই রিওয়ার্ড আপনি ক্যাশ টাকা বা গিফট কার্ডে রিডিং করতে পারবেন।

Task Taka: Earn Money in Bangladesh Bkash: এই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেখে এবং একাউন্ট রেজিস্টার্ড করার মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ ফ্রি অ্যান্ড্রয়েড টাকা ইনকাম অ্যাপ।

Big Money Tally app: ২০২৫ সালে কম সময় কাজ করে বেশি টাকা ইনকাম করার সেরা ফ্রি ইনকাম apps হলো এটি। এখানে আপনি বিভিন্ন ধরনের ছোট ছোট গেম খেলে, অ্যাপ এ থাকা বিভিন্ন ধরনের গেম আনলক করে চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে, জ্যাকপট এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

Repocket- Make Money App: এই অ্যাপটি মূলতঃ আপনাকে প্যাসিভ ইনকামের সুযোগ প্রদান করে। এই অ্যাপ এ আপনি আপনার আনইউজড ইন্টারনেট শেয়ার করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

টাকা-ইনকাম-করার-অ্যাপ-২০২৫

টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৫

অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলো থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। ঘরে বসে টাকা উপার্জন করার সুযোগ তৈরি করে দিয়েছে এই সকল ওয়েবসাইট। অনলাইনে এই সকল ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা বর্তমান তরুণ প্রজন্মের কাছে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

কিন্তু অনলাইনে থাকা হাজার হাজার সাইটের মধ্যে রিয়েল টাকা ইনকাম সাইট খুঁজে পাওয়া নতুনদের জন্য একটু কঠিনই বটে। অনেক নতুন ইউজাররা বুঝতে পারেন না কোন সাইটটি বিশ্বস্ত হবে এবং সত্যিই পেমেন্ট করে থাকে। তাদের জন্য আর্টিকেলের এই অংশে ১৫টি বিশ্বস্ত ও সেরা সাইট সম্পর্কে পরিচয় করে দিব।

কিছু সাইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনাদের কাজ করার দক্ষতার প্রয়োজন হবে। তবে আপনার যদি অনলাইন থেকে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল টাকা ইনকামের পরিকল্পনা থাকে তাহলে এই সকল সাইটগুলো আপনার জন্য উপযুক্ত। আপনি চাইলে এই সকল সাইটে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন। যেমনঃ ফ্রিল্যান্সিং সাইট গুলো।

তাহলে চলুন কথা না বাড়িয়ে টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৫ এর সেরা ১৫টি তালিকা দেখে নিনঃ

টাকা ইনকাম করার ওয়েবসাইট (সেরা ১৫ টি) কাজের ধরন বা বৈশিষ্ট্য পেমেন্ট মেথড
Upwork সেরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজ ব্যাংক ট্রান্সফার
Freelancer.com জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজ ব্যাংক ট্রান্সফার
Freecash.com বিভিন্ন ধরনের মাইক্রো জব পেপেল, গিফট কার্ড, ক্রিপ্টো কারেন্সি
Shutterstock.com ছবি বিক্রি করে ইনকাম করার সেরা ওয়েবসাইট পেপেল, ব্যাঙ্ক ট্রান্সফার
Ysense ছোট ছোট টাস্ক সম্পন্ন করে সেরা ইনকাম সাইট পেপেল, পাইওনির ও অন্যান্য মাধ্যম
Swagbucks সার্ভে ও ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করে ইনকাম করার জনপ্রিয় সাইট পেপেল, অ্যামাজন, ওয়ালমার্ট এর গিফট কার্ড
Ezoic সাইটে ইজোয়িক এর বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা পেপেল, পাইওনির ও অন্যান্য মাধ্যম
Adobe stock ছবি বিক্রি করে ইনকাম করার জনপ্রিয় সাইট পেপেল, পাইওনির ও অন্যান্য মাধ্যম
YouTube ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করে ইনকাম ব্যাংক ট্রান্সফার ও অন্যান্য মাধ্যম
Blogger.com কনটেন্ট পাবলিশ করে ইনকাম ব্যাংক ট্রান্সফার
2Captcha.com ক্যাপচা টাইপ জব করে ইনকাম পেপেল, পাইওনির ও অন্যান্য মাধ্যম
Medium.com কনটেন্ট পাবলিশ করে ইনকাম পেপেল, পাইওনির ও অন্যান্য মাধ্যম
Facebook ভিডিও আপলোড করে এফিলেটিং মার্কেটিং করে ইনকাম ব্যাংক ট্রান্সফার ও অন্যান্য মাধ্যম
Spocket ড্রপ শিপিং ও অ্যাফিলিয়েটিং মার্কেটিং করে ইনকাম পেপেল, পাইওনির ও অন্যান্য মাধ্যম
Ordinary it ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম ব্যাংক ট্রান্সফার ও বিকাশ, নগদ

সেরা ফ্রি টাকা ইনকাম apps 2025

আপনি কি অনলাইন ইনকামের সেরা ফ্রি টাকা ইনকাম apps 2025 খুঁজছেন, তাহলে আর্টিকেলের এই অংশটি আপনার জন্য। অনলাইনে বিনা বিনিয়োগে সহজ কিছু কাজ করে টাকা আয় করার জন্য এই ফ্রি ইনকাম apps গুলো হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। 

এই অ্যাপসগুলোতে দিনের কিছুটা সময় ব্যয় করে আপনি অনলাইন ইনকাম শুরু করে পারেন। সবচেয়ে সুবিধার কথা হলো, এই কাজ গুলো করার জন্য আপনার ল্যাপটপ বা ডেস্কটপ এর প্রয়োজন হবে না, একটি স্মার্ট ফোন এবং ইন্টারনেট সংযোগ থাকলেই যথেষ্ঠ।

নিচে আপনাদের জন্য সেরা ১২টি ফ্রি টাকা ইনকাম apps ২০২৫ সম্পর্কে আলোচনা করা হলো-

Swagbucks: ২০২৫ সালের সেরা ফ্রি টাকা ইনকাম অ্যাপস গুলোর তালিকার মধ্যে Swagbucks অন্যতম। আপনি যদি কম সময়ে করা যায় এরকম সহজ কিছু কাজ করে বেশি টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপসটি আপনার জন্য।

আরো পড়ুনঃ ঘরে বসে অনলাইনে ইনকাম করার সহজ ১৫ টি উপায়

সার্ভে করে, গেম খেলে ভিডিও দেখে রেফার করে কেনাকাটা করে, অফার গুলো পূরণ করে, ওয়েবসাইট ভিজিট করে, আরো ছোট ছোট টাস্ক সম্পূর্ণ করার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারবেন। এই পয়েন্ট আপনি পরবর্তীতে যে কোন সুবিধা মূলক মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Ysense: ফ্রি টাকা ইনকাম অ্যাপস ২০২৫ এর আরেকটি সেরা ও জনপ্রিয় অ্যাপস হলো Ysense. এই অ্যাপস টি বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন যাবত ব্যবহারকারীদের পেমেন্ট দিয়ে আসছে। আপনি নিশ্চিন্তে এই অ্যাপসে থাকা বিভিন্ন ছোট ছোট কাজ যেমন: সার্ভে করে, গেম খেলে, অ্যাপস থেকে দেওয়া বিজ্ঞাপন গুলোতে ক্লিক করে,

নতুন অ্যাপ ডাউনলোড করে, সাইনআপ করে ডাটা এন্ট্রি করে ইমেজ রিটাচিং করে ডলার ইনকাম করতে পারবেন। এই ডলার আপনি পরবর্তীতে বিকাশ, নগদ সহ যে কোন মাধ্যমে টাকায় রূপান্তর করে উত্তোলন করতে পারবেন।

Inboxdollar: সহজ টাস্ক, সার্ভে ও বিভিন্ন অফারস গুলো সম্পন্ন করে অনলাইন থেকে সহজে ইনকাম করা যায়। কিন্তু কোন অ্যাপ দিয়ে ইকাম করা যাবে সেটা জানে না অনেকেই। ইনবক্স ডলার এমনই একটি অ্যাপ। এই অ্যাপে আপনি রেফারেল প্রোগ্রাম সহ মাইক্রো টাস্ক, সার্ভে ও বিভিন্ন অফার পূরণ করার জন্য ইনকাম করতে পারবেন।

Fiverr: বিশ্বস্ত ফ্রি টাকা ইনকাম অ্যাপস খুঁজছেন, তাহলে ফাইবার অ্যাপটি ডাউনলোড করে এখনই কাজ শুরু করুন। এখানে আপনি আপনার দক্ষতা অনুযায়ী কাজ করে টাকা ইনকাম করতে পারবেন।ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন ৫ যেমন: ব্যানার তৈরি, লোগো তৈরি ভিজিটিং কার্ড ডিজাইন করে,

সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে, অ্যাপস ডেভেলপমেন্ট, কোডিং, কনটেন্ট রাইটিং ব্লগিং ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং, এসইও এক্সপার্ট হয়ে, ভয়েস ওভার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ট্রান্সলেটটিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি হাজারো কাজ আপনার জন্য এই অ্যাপে অপেক্ষা করছে।

এতসব কাজের মধ্যে আপনার যদি কোন একটি কাজে দক্ষতা থাকে তাহলে সহজে এই অ্যাপে সাইন আপ করার মাধ্যমে কাজ করে টাকা ইনকাম শুরু করতে পারবেন।

Taskbucks: আপনি যদি নতুন নতুন প্রোডাক্ট ব্যবহার করতে ভালোবেসে থাকেন তাহলে আপনি টাস্ক বক্সে নিজের জায়গা করে নিতে পারেন। শুধুমাত্র প্রোডাক্ট ব্যবহার করে টেস্ট করার জন্য আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে। এই রিওয়ার্ড যেমন ফ্রি রিচার্জ হতে পারে তেমনি ক্যাশও হতে পারে আবার গিফট কার্ডও হতে পারে।

Facebook: ফেসবুক অ্যাপ এর মাধ্যমে ফেসবুক বা ফেসবুক পেজে ভিডিওর মধ্যে instream অ্যাড দেখিয়ে, রিলস ভিডিও, এফিলিয়েটিং মার্কেটিং করে, পণ্যের প্রচার করে বিক্রি করে দেয়ার মাধ্যমে, স্পন্সরের মাধ্যমে, ভিডিও মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। সেরা ফ্রী টাকা ইনকাম অ্যাপস এর মধ্যে ফেসবুক প্ল্যাটফর্ম অন্যতম।

Youtube: ইউটিউব চ্যানেলে অ্যাডদেখিয়ে, স্পনসরশীপ এর মাধ্যমে, এফিলিয়েটিং মার্কেটিং করে, প্রোডাক্ট বিক্রি করে, ভিডিও মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। বর্তমানে জনপ্রিয় ফ্রি টাকা ইনকাম অ্যাপস গুলোর মধ্যে ইউটিউব অন্যতম।

TikTok: tiktok এ কনটেন্ট বানিয়ে (ভিডিও আকারে বা লেখা আকারে) তা পাবলিশ করে ইনকাম করার একটি বড় ধরনের সুযোগ রয়েছে। টিকটক এ রিলস বানিয়ে ইনকাম করা এখন একটি জনপ্রিয় ইনকাম সোর্স হয়ে উঠেছে। বিশেষ করে বর্তমানে তরুণ প্রজন্ম এর কাছে tiktok করে টাকা ইনকাম অন্যতম আকর্ষণ, যেটি চাইলে আপনিও ব্যবহার করতে পারেন।

Prizerebel: ২০০৭ সালে প্রথম চালু হয়ে বর্তমানে 2025 সালে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে প্রাইসরেবল। দীর্ঘদিন যাবত এই অ্যাপস টি বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসছে। মূলতঃ বিভিন্ন সুবিধামূলক ইনকাম উপায় এর জন্য এটি বিখ্যাত।

এখানে আপনি আসল টাকা উপার্জন করতে পারবেন সার্ভে করে। আর এখান থেকে পাওয়া প্রাইজ আপনি পেপাল ক্যাশ, অ্যামাজন গিফট কার্ড এবং বিটকয়েন হিসেবে পেয়ে যাবেন।

Survey junkie: আপনি যদি সহজ কোনো কাজ করে অনলাইন থেকে টাকা ইনকাম করার চিন্তা করে থাকেন, তাহলে এই অ্যাপ টি আপনার জন্য। এখানে প্রতিদিন তিনটা করে সার্ভে পূরণ করার জন্য মাসে ৪০ ডলারের মত পেয়ে যাবেন। তাহলে আর একটু বেশি এফোর্ট দিয়ে কাজ করলে মাসে আরো বেশি ইনকাম করতে পারবেন নিশ্চিত ভাবে।

তবে শুধু সার্ভে করে ইনকাম করার অপশন আছে তা নয়। রয়েছে রেফারেল প্রোগ্রাম। এভাবেও আপনি ইনকাম করতে পারবেন।

Adwallet: অ্যাড দেখে যদি আপনার ওয়ালেট ভারী করতে চান তাহলে এই অ্যাপটি আপনার জন্যই। আপনাকে বিশেষভাবে স্বাগতম জানাবে এখানে ইনকাম করার জন্য। এখানে মূলত এড দেখে ইনকাম করা যায়। তবে আপনি চাইলে এখানকার বিভিন্ন বিকল্প ইনকাম উৎস থেকেও আয় করতে পারবেন।

Givvy videos: অবসর সময়ে কোন বিশ্বাসযোগ্য অ্যাপ ব্যবহার করে যদি আপনার হাত খরচ বানাতে চান তাহলে এখনই আপনার হাতে থাকা মোবাইলে প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড করে ভিডিও দেখা শুরু করে দিন। হ্যাঁ এখানে ভিডিও দেখার মত সহজ কাজ করে ইনকাম করার সুযোগ রয়েছে। আপনি যত ভিডিও দেখবেন আপনার আয় তত বেশি হবে।

শুধু ভিডিও দেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, সার্ভে এবং অন্যান্য সহজ কিছু টাস্ক করেও আপনি ইনকাম করতে পারবেন। যার জন্য অনেকেই হাত খরচ বা অতিরিক্ত ইনকামের জন্য এই অ্যাপটি বেছে নেয় নিজের ইনকাম সোর্স হিসেবে।

টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে

টাকা ইনকাম করার অ্যাপ বিকাশে জানার জন্য আর্টিকেলের এই অংশটি পড়তে থাকুন। আপনারা অনেকেই আছেন যারা অনলাইনে এমন এপ্স গুলোতে কাজ করতে চান যারা স্থানীয় পেমেন্ট মেথড বিকাশ সাপোর্ট করে। 

অনলাইনে খুঁজলে প্রচুর অ্যাপ রয়েছে যেখানে কাজ করে বিকাশে পেমেন্ট নেওয়া যায়। আপনি হয়তো সেই অ্যাপস গুলো সম্পর্কে জানেন না। তাহলে নিচের তালিকাটি দেখে নিন।

নিচে আপনাদের জন্য টাকা ইনকাম করার বেশ কয়েকটি অ্যাপ এর নাম দেয়া হলো যেখানে কাজ করে আপনারা বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এর মধ্য থেকে যে অ্যাপে আপনারা কাজ করতে চান সেই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ডাউনলোড করে ইন্সটল করে নিন। 

তারপর আপনার ইমেইল এড্রেস, পাসওয়ার্ড ও সাধারণ কিছু তথ্য দিয়ে একাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে রেজিস্ট্রেশন এর কাজ শেষ করুন। রেজিস্ট্রেশন করা শেষ হলে অ্যাপে ঢুকে কাজের তালিকা দেখে নির্দিষ্ট নিয়মে কাজগুলো সম্পন্ন করুন। আপনি যত বেশি সময় ধরে যত বেশি কাজ করতে পারবেন তত বেশি আপনি ইনকাম করতে পারবেন।

  • Daily Taka
  • Bkash app
  • Shikho app
  • AdCash BD
  • Earn BD app
  • Work up job
  • Gigclickers
  • Taka Income
  • Taka Income Pro
  • WorkedBD app
  • Smallworker app

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশ

টাকা ইনকাম করার সহজ উপায় বাংলাদেশ সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে আর্টিকেলের এই অংশটি আপনার জন্য। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে টাকা ইনকাম করার সহজ উপায় গুলি সম্পর্কে জানতে চান।

অনলাইনে অনেক কার্যকরী উপায় রয়েছে যে উপায় গুলি কাজে লাগিয়ে আপনারা বাংলাদেশ থেকে টাকা উপার্জন করতে পারেন। অনেকেই এই সকল উপায়ে মাস শেষে প্রচুর টাকা ইনকাম করছেন। চাইলে আপনিও শুরু করতে পারেন।

নিচে আপনাদের জন্য বাংলাদেশ থেকে টাকা ইনকাম করার সেরা ও কার্যকরী কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করা হলোঃ

সার্ভে করে ইনকাম অ্যাপঃ বাংলাদেশ থেকে টাকা ইনকাম করার অন্যতম একটি সহজ উপায় হল সার্ভে বা মতামত দিয়ে ইনকাম। বাংলাদেশী এমন কিছু অ্যাপ রয়েছে যেখানে সার্ভে করে বা মতামত শেয়ার করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। সাধারণত এই অ্যাপ গুলোতে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্য ও সেবা সম্পর্কে মতামত দেওয়ার জন্য সার্ভে তে অংশগ্রহণ করতে বলা হয়।

আপনি চাইলে এই ধরনের সার্ভে অ্যাপ গুলোতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন। যেমনঃ Swagbucks, Toluna, Google opinion Rewards.

ফ্রিল্যান্সিং করে ইনকাম অ্যাপঃ ফ্রিল্যান্সিং বিভিন্ন প্লাটফর্ম রয়েছে যেখানে আপনার দক্ষতা অনুযায়ী ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় উপায় হল ফ্রিল্যান্সিং। বিভিন্ন ধরনের  ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলো বিশ্বস্ত ও অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য সেরা। যেমনঃ Fiverr, Upwork.

ভিডিও বানিয়ে ইনকাম করার অ্যাপঃ বর্তমান সময়ে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় উপায় হল ভিডিও বানিয়ে ইনকাম। ভিডিও বানিয়ে ইনকাম করার জনপ্রিয় ও সেরা অ্যাপগুলো থেকে টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের অ্যাপে আপনার নির্দিষ্ট নিস বাছাই করে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায়।

এই ধরনের অ্যাপ গুলোতে কাজ করে টাকা ইনকাম করা একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও, কোনরকম বিনিয়োগ ছাড়া অনলাইনে টাকা ইনকাম করার সেরা ও জনপ্রিয় উপায়ে এটি। যেমন: YouTube, FaceBook, TikTok.
.
ভিডিও দেখে টাকা ইনকাম অ্যাপঃ ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ গুলো সময় দিয়ে টাকা ইনকাম করতে পারেন। এই ধরনের অ্যাপ গুলোতে সাধারণত ভিডিও দেখার জন্য পয়েন্ট অর্জন করতে পারবেন। পরবর্তীতে এই পয়েন্টে আপনি নগদ টাকায় রূপান্তর করে বিভিন্ন মাধ্যমে উত্তোলন করতে পারবেন। যেমনঃ Swagbucks, Taka Income BD. অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায় গুলোর মধ্যে এটি একটি।

কুইজ খেলে ইনকাম অ্যাপঃ আপনি যদি কুইজ খেলতে ভালবাসেন তাহলে এই উপায়ও আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন। কুইজ খেলে ইনকাম অ্যাপ গুলোতে বিভিন্ন ধরনের কুইজে অংশ নিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের অ্যাপের মধ্যে রয়েছে Quizkhelo

অ্যাড দেখে টাকা ইনকাম অ্যাপঃ দেখে টাকা ইনকাম করার অ্যাপ গুলো বিজ্ঞাপনে ক্লিক করে টাকা ইনকাম করার সুযোগ প্রদান করে। আপনি চাইলে এই ধরনের সহজ কাজ এড দেখে টাকা ইনকাম করার অ্যাপ গুলোতে কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। যেমনঃ Adwallet

গেম খেলে টাকা ইনকাম অ্যাপঃ বর্তমানে অনেকেই অনলাইনে গেম খেলে সময় পার করেন। আপনি চাইলে এই উপায়েও অনলাইন থেকে টাকা ইনকাম শুরু করতে পারেন। গেম খেলে টাকা ইনকাম অ্যাপগুলোতে গেম খেলে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে পারবেন। পরবর্তীতে এই পয়েন্ট আপনি নগদ টাকায় রূপান্তর করে উত্তোলনের সুযোগ পাবেন। যেমনঃ Mistplay

রেফার করে টাকা ইনকাম অ্যাপঃ বাংলাদেশি অনেক অ্যাপ রয়েছে যেখানে রেফারেল প্রোগ্রাম এর আওতায় টাকা ইনকাম করা যায়। অর্থাৎ অ্যাপে আপনার বন্ধু বা পরিচিত দের ব্যবহার করার আমন্ত্রণ জানিয়ে রেফার করলে, যদি আপনার রেফার করা লোকজন অ্যাপটি ব্যবহার করে তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন। যেমনঃ Taskbucks

মাইক্রো টাস্ক করে ইনকাম অ্যাপঃ বাংলাদেশী মাইক্রো টাস্ক অ্যাপ গুলোতে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ যেমনঃ অ্যাপ ডাউনলোড, সার্ভে করা, ভিডিও দেখা ইত্যাদি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। যেমনঃ Small Worker. মাইক্রো টাস্ক ইনকাম অ্যাপ গুলো বর্তমানে ব্যবহারকারীদের নিকট অত্যন্ত জনপ্রিয় অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায়।
টাকা-ইনকাম-করার-অ্যাপ-২০২৫

ভিডিও দেখে টাকা ইনকাম app

ভিডিও দেখে টাকা ইনকাম app অ্যাপ সম্পর্কে এখন জেনে নিন। অনলাইনে এমন কিছু অ্যাপ রয়েছে যেখানে শুধুমাত্র ভিডিও দেখে টাকা ইনকাম করার সুযোগ প্রদান করে। এই ধরনের অ্যাপ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। মূলতঃ কোন কাজ না করে শুধুমাত্র ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় বলে এই ধরনের অ্যাপ গুলোর জনপ্রিয়তা ব্যবহারকারীদের কাছে অনেক।

কিন্তু অনলাইনে প্রচুর অ্যাপ রয়েছে যেখানে ভিডিও দেখে টাকা ইনকাম করার কথা বলা হয়ে থাকে। কিন্তু বেশিরভাগ অ্যাপ এ আপনি সময় ব্যয় করে ভিডিও দেখলেও কিন্তু পেমেন্ট পাবেন না। তাই আপনাকে রিয়েল অ্যাপ সম্পর্কে জানতে হবে।

নিচে আপনাদের সাথে কয়েকটি সেরা ও জনপ্রিয় ভিডিও দেখে টাকা ইনকাম অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিব।
  • Swagbucks
  • Inboxdollar
  • My Points
  • Givvyvideos
  •  irazoo
  • Vidcash
  • Clipclash
  • Rozdhan
  • Pocket Money app
  • Taskbucks

সাবধানতা

প্রিয় পাঠক, টাকা ইনকাম করার অ্যাপ ২০২৫ আজকের আর্টিকেলে আপনাদের জানিয়েছি। আজকের আর্টিকেলে উল্লেখিত ২০ টি অ্যাপ ব্যবহারকারীদের কাছে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য বিশ্বস্ত ও সেরা। তবে অনলাইনে যে কোন মাধ্যমে টাকা ইনকাম করার জন্য কিছু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা উচিত।

কারণ হরহামেশাই প্রচুর মানুষ অনলাইনে কাজ করতে গিয়ে প্রতারণার শিকার হন। নিচে আপনাদের জন্য অনলাইনে কাজ করার আগে কিছু সতর্কতা বা সাবধানতা সম্পর্কে জানানো হলো।

  • অনলাইনে যে কোন অ্যাপ থেকে টাকা ইনকাম করার পূর্বে পূর্বের ব্যবহারকারীদের রিভিউ পড়ে নিতে পারেন।
  • অনলাইনে অনেক অ্যাপ রয়েছে যেখানে কাজ করার আগে ডিপোজিট বা বিনিয়োগ করার কথা বলে। এই ধরনের অ্যাপ বা সাইট থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। অনলাইনে কোন অ্যাপে ডিপোজিট দিয়ে কাজ না করা বুদ্ধিমানের কাজ।
  • আপনি যে অ্যাপ এ কাজ করে টাকা ইনকাম করতে চাচ্ছেন, সেই অ্যাপ ব্যবহারকারীদের কতদিন যাবত পেমেন্ট করে আসছে তা ভালোভাবে চেক করে নিন।
  • কোন অ্যাপ যদি খুব বেশি টাকার অফার প্রদান করে বা অ্যাপে কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, এরকম প্রচারণা এবং কথা বলে থাকে তাহলে সেই অ্যাপ সম্পর্কে সতর্ক হন।
  • যেকোনো অ্যাপে কাজ করার আগে তাদের শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।
  • কোন অ্যাপ এ কাজ করার আগে আপনার ব্যক্তিগত তথ্য দেওয়া কতটা নিরাপদ হবে তা ভালোভাবে জেনে এবং বুঝে কাজ শুরু করুন।

টাকা ইনকাম করার অ্যাপ ২০২৫ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ অনলাইনে কিভাবে ফ্রি ইনকাম করা যায়?

উত্তরঃ অনলাইনে বিভিন্ন উপায় ব্যবহার করে আপনি ফ্রি ইনকাম করতে পারবেন। যেমনঃ
  • ফ্রিল্যান্সিং করে ইনকাম
  • ব্লগিং করে ইনকাম
  • গুগল এডসেন্স থেকে ইনকাম
  • কন্টেন্ট রাইটিং করে ইনকাম
  • ইউটিউব থেকে ইনকাম
  • ফেসবুক পেজ থেকে ইনকাম
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ইনকাম
  • এফিলিয়েটিং মার্কেটিং করে ইনকাম
  • ডাটা এন্ট্রি করে ইনকাম
  • মোবাইল অ্যাপস গুলো ব্যবহার করে ইনকাম
প্রশ্নঃ কিভাবে বিনিয়োগ ছাড়া অনলাইনে অর্থ উপার্জন করা যায়?

উত্তরঃ বিনিয়োগ ছাড়া অনলাইনে অর্থ উপার্জন করার বিভিন্ন সহজ ও বৈধ রয়েছে। যেমনঃ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করে ইনকাম, ডিপোজিট ছাড়া অ্যাপসগুলোতে কাজ করে ইনকাম, লেখালেখি করে ইনকা্ম, ব্লগিং করে ইনকাম, ইউটিউব চ্যানেল খুলে ইনকা্ম, এফিলিয়েটিং মার্কেটিং করে ইনকাম, অনুবাদ করে ইনকা্ম, ডাটা এন্ট্রি করে ইনকা্ম, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ইনকাম ইত্যাদি।

প্রশ্নঃ কি কি গেম খেলে টাকা ইনকাম করা যায়?

উত্তরঃ বর্তমানে অনলাইনে বিভিন্ন রকম গেম খেলে টাকা ইনকাম করা যায়। যেমনঃ
  • Ludo King
  • Winzo app
  • MPL
  • Hago
  • Yatzy Dice
  • Spin To Win
  • Taka Income Pro
  • Money Bingo Cash

লেখকের কথা

প্রিয় পাঠক, টাকা ইনকাম করার অ্যাপ ২০২৫ এর সেরা ২০টি সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য বিশ্বস্ত ও রিয়েল অ্যাপ খুঁজে থাকেন, আজকের আর্টিকেলে পেয়ে যাবেন। এই অ্যাপ গুলো দীর্ঘদিন যাবত ব্যবহারকারীদের পেমেন্ট করে আসছে, তাই নিশ্চিন্তে আপনারা অ্যাপগুলোতে কাজ করতে পারেন।

এছাড়া টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৫ সম্পর্কেও আজকে আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করেছি। এই ওয়েবসাইট গুলো অনলাইনে থাকা টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলোর মধ্যে অন্যতম সেরা ও জনপ্রিয় ওয়েবসাইট। আপনারা এই ওয়েবসাইট গুলোতে কাজ করে অনলাইনে টাকা ইনকাম করা শুরু করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url