সেরা সিপিএ মার্কেটিং সাইটগুলো দেখে নিন - CPA মার্কেটিং কি
সেরা সিপিএ মার্কেটিং সাইট এবং CPA মার্কেটিং কি, কিভাবে সিপিএ মার্কেটিং করে টাকা আয় করা যায়, সিপিএ মার্কেটিং এর চাহিদা কেমন সে সম্পর্কে বিস্তারিত জানতে হলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পযন্ত মনযোগ সহকারে পড়তে থাকুন।
বর্তমান সময়ে সিপিএ মার্কেটিং এর অনেক জনপ্রিয়তা রয়েছে। আবার অনেকে আছে যারা মোবাইল ফোনের মাধ্যমে সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে। তাই আপনি কিভাবে সিপিএ মার্কেটিং করে সহজে টাকা ইনকাম করতে পারবেন সেই বিষয় গুলো নিয়ে আজকে আলোচনা করবো। পোস্ট সূচিপত্র:
সেরা সিপিএ মার্কেটিং সাইট
সেরা সিপিএ মার্কেটিং সাইট। CPA (Cost Per Action) মার্কেটিং এর অনেক সাইট রয়েছে। কিছু সাইট আছে যেগুলোতে কাজ করলে ভালো ইনকাম হয়। আবার কিছু সাইট রয়েছে যেগুলোতে কাজ করলে ইনকাম কম হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো একটি সাইট ফলো করে কাজ করা।
আরো পড়ুন: অনলাইনে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি
অনেকে আছে সিপিএ মার্কেটিং এর কাজে পারদর্শী কিন্তু ভালোমতো ইনকাম করতে পারেনা। এজন্য আপনাদের মাঝে আজকে এমন কিছু সিপিএ মার্কেটিং সাইট নিয়ে আলোচনা করবো যেগুলোতে কাজ করে খুব সহজে বেশি টাকা ইনকাম করতে পারবেন।
ক্লিক ডিলার: এটি একটি পারফরম্যান্স মার্কেটিং এজেন্সি। যেখানে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন পণ্যের সেবা পরিচালনা করা হয়। এতে করে বেশি বেশি মানুষের কাছে কোম্পানির পূর্ণ সেবার পরিচিত বাড়তে থাকে এবং সেখান থেকে কমিশন পাওয়া যায়।
MaxBounty: এটি একটি নেটওয়ার্ক বিজ্ঞাপনদাতা যা এফিলিয়েট মার্কেটের দের সংযোগ স্থাপন তৈরি করে। এই সাইটের মাধ্যমে এফিলিয়েট কারিরা ভিজিটর যুক্ত করে তাদের দ্বারা নিদিষ্ট কাজ করানো যেমন সাইনআপ, ডাউনলোড,এবং বিক্রি এর কাজ গুলো করানো থাকে।
Adsterra: এটি একটি বিজ্ঞাপন নেটওয়ার্ক। যখন আপনি কোনো পণ্য প্রচার করবেন ভিজিটররা আপনার প্রচার করা লিখকে ক্লিক করে সেবা নিলে আপনি সেখান থেকে কমিশন পাবেন।
AdCombo: যেখানো আপনি বিভিন্ন ধরনের লোভনীয় অফার দেখিয়ে ব্যবহারকারীদের সাইনআপ অথবা ডাউনলোড এর কাজ করাতে পারেন। যার ফলে আপনার কমিশন অতিরিক্ত বেড়ে যাবে।
Premium Networks: এখানে রিভিউ থেকে ইনকাম হয়। আপনি এমন কিছু পণ্য পরিচালনা করবেন যেখান থেকে রিভিউ করলে ব্যবহারকারীরাও কমিশন পেতে পারে। আপনি যত ভালো পণ্য পরিচালনা করতে পারবেন তত বেশি রিভিউ আনতে পারবেন।
CPA মার্কেটিং কি
CPA (Cost Per Action)) মার্কেটিং কি? নতুনরা এরকম প্রশ্ন অনেক সময় করে থাকেন। সিপিএ মার্কেটিং হল ডিজিটাল মার্কেটিং এর একটি পদ্ধতি। যার মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা কিংবা পণ্য পরিচালনা করতে পারবেন। অর্থাৎ কোন ব্যক্তির নির্দিষ্ট কাজের জন্য ডাউনলোড লিংক অথবা ফর্ম পূরণ লিংক সরবরাহ করতে পারবেন।
যেটা ওপেন করে সাইআপ করার পরে কোন কিছুর ডাউনলোড করলে অথবা অ্যাড দেখলে আপনার একাউন্টে টাকা দেওয়া হবে।
আরো পড়ুন: বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ৮টি ফ্রিল্যান্সিং কাজ
ব্যবসা-বাণিজ্য কিংবা পন্যপ্রচার করার জন্য অন্যতম জায়গা হলো সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং এর জনপ্রিয় জায়গা হলো cost per action এটি এমন একটি জায়গা যেখানে আপনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন কিংবা পণ্য রেফারেন্স এর মাধ্যমে শেয়ার করে কমিশন লাভ করতে পারবেন।
যেটা এফিলিয়েট রূপে ধারণ করে। অন্যদিকে এফিলিয়েট মার্কেটিং এর গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিপিএ মার্কেটিং। এখানে আপনি পণ্য না কিনেও বিক্রি করে কমিশন লাভ করার সুযোগ পাবেন। এই সাইটে আপনি চাইলে কোনো টাকা বিনিয়োগ না করে কাজের উপর ভিওি করে টাকা ইনকাম করতে পারবেন।
এর পাশাপাশি আরেকভাবে ইনকাম করতে পারবেন তা হলো সিপিএ মার্কেটিং সাইটে একাউন্ট করার পর অন্যান্য কোম্পানির জন্য শেয়ার করে রেফারেন্স এর মাধ্যমে ভিজিটরদের কে করিয়ে অথবা ভিজিটরদের ডকুমেন্ট সাবমিট করে নিয়ে কমিশন লাভ করতে পারবেন। এটাকেই বলা হয় সিপিএ মার্কেটিং।
সিপিএ মার্কেটিং কিভাবে করে
সিপিএ মার্কেটিং কিভাবে করে এবং কোন কোন ধাপ মানতে হবে সেই সম্পর্কে বিস্তারিত নিয়ে আজকের আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। বর্তমান সময়ে আয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে সিপিএ মার্কেটিং। ঘরে বসে সিপিএম মার্কেটিং করে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব। অনেকের কাছে স্বপ্ন সিপিএ মার্কেটিং করে ইনকাম করা।
কিন্তু কিভাবে করতে হয়, কি কি নিয়ম মেনে কাজ করতে হয় সেই সম্পর্কে অনেকেরই জানা নাই। সিপিএ মার্কেটিং শুরু করার আগে যেকোনো একটি সিপিএ নেটওয়ার্ক বেছে নিন। যেমন clikbank অথবা Adstra। যেখানো এমন কিছু পণ্য পরিচালনা করুন যেগুলো দেখে দর্শকদের আকর্ষণ বেড়ে যায়। এরপর আপনার ব্লগ বা নিজের যেকোনো ওয়েবসাইট পরিচালোনা করুন।
যাতে করে আপনার প্রচার করা পণ্য ক্লিক করে সাইনআপ করে। এছারাও ভিজিটরদের নিদিষ্ট কাজ ডাউনলোড করা, সাইনআপ করা কিংবা ভিডিও দেখা লোভনীয় অফার দিয়ে এই কাজ গুলো করাবেন তাহলে সেখান থেকে আপনি কমিশন পাবেন। আশা করছি খুব সহজেই বুঝতে পারছেন।
সিপিএ মার্কেটিং শিখতে কতদিন লাগবে
CPA মার্কেটিং শিখতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন নাই। আপনি যদি একটু গুরুত্ব সহকারে চেষ্টা করেন, তাহলে দুই থেকে তিন সপ্তাহের ভিতর সিপিএমার্কেটিং শুরু করতে পারবেন। সিপিএ মার্কেটিং তেমন একটা কঠিন কোন কাজ নয়। এটা শিখতে আপনার অনেক দিনের প্রয়োজন পড়বে না।
আপনি কিছু জনপ্রিয় সিপিএ নেটওয়ার্ক থেকে একাউন্ট ক্রিয়েট করার পর সেটার শুধু মার্কেটিং করা এটাই কাজ। তবে ভালো করে শিখে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে আপনার হয়তোবা দুই থেকে চার মাস সময় লাগতে পারে।
তবে আরেকটা গুরুত্বপণ্য কথা হল আপনি যদি এখান থেকে টাকা ইনকাম করতে চান সে হ্মেএে শিখার জন্য বেশি বেশি সময় দিবেন। তাহলে আপনি খুব তারাতারি শিখে ভালো পরিমান ইনকাম শুরু করতে পারবেন এই সেক্টর থেকে।
সিপিএ মার্কেটিং মোবাইল দিয়ে কিভাবে শুরু করবেন
আপনি অনেক সহজেই আপনার হাতের মোবাইল দিয়ে জিপি মার্কেটিং শুরু করতে পারবেন এবং এখান থেকে ভালো পজিশনে যেতে পারবেন। এখানে আপনার প্রয়োজন পড়বে একটা মোবাইল ফোন স্মার্টফোন লাগবে। এই ফোন থেকে আপনার একটা জিমেইল ক্রিয়েট করতে হবে।
তারপরে ওই জিমেইলটা দিয়ে আপনার সিপিএ নেটওয়ার্ক এর মধ্যে জনপ্রিয় দুই থেকে তিনটা সাইটে একাউন্ট তৈরি করতে হবে। এবং সাইটগুলো থেকে অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে আপনার মার্কেটিং এর লিংকগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে আপনি ইনকাম করতে পারবেন। যেমন ধরুনঃCpa lead, OGAds, CPA grip ইত্যাদি।
সিপিএ মার্কেটিং করে কত টাকা আয় করা যায়
সেরা সিপিএ মার্কেটিং সাইটগুলো সম্পর্কে উপরে আপনারা জেনেছেন। এখন জেনে নিন, জিপিএ মার্কেটিং করে কত টাকা আয় করা যায় এ বিষয়ে। সিপিএ মার্কেটিং করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। তবে প্রথম অবস্থায় আপনার আই টা খুব একটা বেশি হবে না পাঁচ থেকে দশ হাজার প্রথম দু এক মাস এরকম হবে।
তারপর আপনি যদি ভালভাবে মার্কেটিং করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সিপিএম মার্কেটিং এর জন্য অনেক ধরনের নেটওয়ার্ক রয়েছে,
যেগুলোতে আপনি যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন এবং আপনি যদি সিপিএ মার্কেটিং এ কাজটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। এজন্য আপনার ধৈর্য ধরে এই মার্কেটিং পন্থাটা বুঝতে হবে এবং পাশাপাশি সঠিকভাবে মার্কেটিং কাজটা সম্পন্ন করে লাগাতার চেষ্টা করলে ভালো টাকা আয় করতে পারবেন।
সিপিএ মার্কেটিং ফ্রি ট্রাফিক
সিপিএম মার্কেটিং যেহেতু অনলাইনে মার্কেটিং এর মাধ্যমে আপনার ট্রাফিক নিয়ে আসতে হবে। সেহেতু সিপিএ মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রাফিক মেথড বা কিভাবে বেশি বেশি ট্রাফিক হান্টিং করবেন। এটার জন্য অনেকে অনেক ভাবে ট্রাফিক নিয়ে আসে। কেউ পেট অ্যাডের মাধ্যমেও সিপিএ মার্কেটিং করে থাকে।
তবে আপনি যদি নতুন হন আপনার জন্য এটা প্রয়োজন হবে না। আপনি এখানে টাকা দিয়ে যদি বিজ্ঞাপন দেন তাহলে অনেক লসের শিকার হবেন যেহেতু আপনি ভালোভাবেই মার্কেটিং টা জানেন না। এজন্য আপনাকে ফ্রি উপায়ে ট্রাফিক নিয়ে আসতে হবে।
তাহলে ফ্রী উপায় ট্রাফিক নিয়ে আসার সাইটগুলো হলঃ Facebook, TikTok, YouTube, Tumblr, Pinterest, Instagram, Reddit, x, Quora, medium.com, blogger এ ধরনের অনলাইন বেস মিডিয়াগুলোতে একাউন্ট ক্রিয়েট করে এখানে পোস্ট করুন এবং আপনার সিপিএম মার্কেটিং এর কাজের লিংক টা দিন এভাবেই আপনার ট্রাফিক আসবে। এই সাইড গুলোতে নিয়মিত পোস্টের পাশাপাশি আপনার লিংক দিয়ে রাখলে অবশ্যই আপনি ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন।
সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে
সেরা সিপিএ মার্কেটিং সাইটগুলোতে সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে সে সম্পর্কে সকল বিস্তারিত জেনে নিন। তোমাদের ভিতর অনেকেই আছে সিপিএম মার্কেটিং করে টাকা আয় করছে তাই কিন্তু সিপিএম মার্কেটিং করার জন্য কি কি প্রয়োজন হয় সে সম্পর্কে অনেকের ধারণা।
কারণ আপনি যদি অনলাইনে টাকা ইনকাম অর্থাৎ আপনি যে কাজ করে টাকা ইনকাম করবেন সেই কাজ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে ধারণার না থাকলে আপনি সেই কাজ করে টাকা আয় করতে পারে না। তাহলে চলুন শুরু করা যাক মার্কেটিং কাজ করার জন্য যে প্রয়োজন হয় তা হল।
ভালো ইন্টারনেট সমস্যা: সিপিএম মার্কেটিং এর কাজ করার জন্য প্রচুর পরিমাণে ইন্টারনেটের প্রয়োজন হয়। তাই যদি ভালো ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কাজ করতে পারবেন না।
কম্পিউটার অথবা ল্যাপটপ: কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে আপনি সিপিএম মার্কেটিং এর কাজ খুব সহজে করতে পারবেন অনেকেই আছেন মোবাইল ফোন দিয়েছি পিএম মার্কেটিং এর কাজ করেন তবে মোবাইল ফোন দিয়ে করতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়।
ইমেইল একাউন্ট: আমরা যারা মোবাইল কিনতে ব্যবহার করে থাকি তাদের প্রত্যেকের মোবাইলে একটি করে ইমেইল থাকে। আপনি চাইলে সেটা দিয়েও কাজ করতে পারেন।
ব্লগ ওয়েবসাইট : নিজের একটি ওয়েবসাইট থাকতে হবে যেখান থেকে নতুন নতুন পূর্ণ পরিচালনা করে সাইন আপ কিংবা ডাউনলোড এর মাধ্যমে ইনকাম করা সম্ভব।
ভিজিটর: ওয়েব সাইটে ভিজিটর বৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রকার মিডিয়ার সাইটে কন্টেন্ট মার্কেটিং করতে হবে তাহলে সিপিএ মার্কেটিং করে টাকা আয় করা সম্ভব হবে।
সিপিএ নেটওয়ার্ক: প্রিয় পাঠক উপরে ইতিমধ্যে কয়েকটি নেটওয়ার্ক সাইটের নাম দেওয়া হয়েছে এই সাইট গুলোর মধ্যে আপনি যেকোনো একটি সাইট বেছে নিয়ে করতে পারেন। আপনি যে সাইটে কাজ করেন না কেন মার্কেটিং করা ভালো হলে কমিশন বেশি লাভ করতে পারবেন।
সেরা সিপিএ মার্কেটিং সাইট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: সিপিএ মার্কেটিং শিখতে কতদিন লাগতে পারে?
উত্তর: সিপিএ মার্কেটিং শিখতে কতদিন সময় লাগতে পারে তা নির্ভর করবে আপনার শেখার ইচ্ছা ধৈর্য আপনি দিনে কত ঘন্টা এর পিছনে ব্যয় করছেন তার উপর। যদিও সিপিএ মার্কেটিং এর মূল আলোচনা গুলো শেখার জন্য আপনি যদি দ্রুত শেখার আগ্রহ নিয়ে দিনে তিন থেকে চার ঘন্টা ব্যয় করেন তাহলে এক মাস সময় লাগতে পারে। আর হাতে কলমে এটি প্রয়োগ করার পর যথাযথ বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরো কিছুদিন সময় লাগতে পারে।
প্রশ্নঃ কোন সিপিএ নেটওয়ার্ক দৈনিক অর্থ প্রদান করে?
উত্তরঃ আপনি যদি জানতে চান কোন সিপিএ নেটওয়ার্ক দৈনিক ভিত্তিতে অর্থ প্রদান করে তাহলে এক্ষেত্রে প্রথম যে নেটওয়ার্কটি নাম আসবে তা হল CPALead. আপনি চাইলে প্রতিদিন ইনকাম করার জন্য এই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারেন।
প্রশ্নঃ সিপিএ মার্কেটিং ও এফিলিয়েট মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ আপনারা অনেকেই সিপিএ মার্কেটিং ও এফিলিয়েট মার্কেটিং এক মনে করেন। তবে এই দুটির মধ্যে দৃশ্যমান কিছুটা পার্থক্য রয়েছে। সিপিএ মার্কেটিং এর মাধ্যমে কোন ব্যক্তি একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য উপার্জন করে থাকেন। অন্যদিকে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কোন ব্যক্তি বিক্রয়ের জন্য অর্থ উপার্জন করে থাকেন।
প্রশ্নঃ সিপিএ মার্কেটিং পদ্ধতি কি?
উত্তরঃ সিপিএ বা কস্ট পার অ্যাকশন কে এফিলিয়েট মডেল বলা হয়ে থাকে যেখানে কোন ব্যক্তি বা ব্যবহারকারী নির্দিষ্ট কোন কাজ সম্পূর্ণ করেন তখন তাকে কমিশন প্রদান করা হয়। এই ধরনের কাজের মধ্যে রয়েছে, কোন কিছু কেনাকাটা করা, ফরম ফিলাপ করা, দেখার জন্য সাইন আপ করা ইত্যাদি।
লেখকের শেষ মতামত
প্রিয় পাঠক ইতিমধ্যে আপনি জানতে পারছেন সেরা সিপিএ মার্কেটিং সাইট গুলো কি কি এবং সিপিএ মার্কেটিং করে কিভাবে আয় করা যায় সে সকল বিষয় বিস্তারিত। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো। সিপিএ মার্কেটিং এর কাজ শিখার সময় ভালো পণ্য সিলেক্ট করে নিবেন যাতে ব্যবহারকারীরা সেটা দেখে খুব সহজে ডাউনলোড অথবা সাইনআপ করে। তবে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর জন্য আপনার যে নেটওয়ার্ক গুলোতে কাজ করতে হয় সেই বিষয়ে ভালো করে শিখতে হবে।
কারন আপনি যদি ব্যবহারকারীদের কাছে পণ্য পরিচালনা করতে না পারেন, আপনার পণ্য যত ভালো হোক না কেনো কোনো ব্যবহারকারীরা সেখানে ক্লিক অথবা সাইনআপ করতে পারবে না। সিপিএ মার্কেটিং এমন একটি কাজ আপনি যত মার্কেটিং করতে পারবেন তত ইনকাম করার সুযোগ পাবেন এখান থেকে। আজকের মতো আর্টিকেল টি এখানেই শেষ করছি।
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url