ফ্রি টাকা ইনকাম apps গুলোর তালিকা ২০২৫

ফ্রি টাকা ইনকাম apps সম্পর্কে জানা থাকলে অনলাইনে টাকা ইনকাম করা খুব সহজ। আজকের পোস্টে ফ্রিতে টাকা ইনকামের সেরা ৮টি অ্যাপস বিষয়ে জেনে টাকা ইনকাম শুরু করুন। এই ব্লগে আরো জানুন, ফ্রি টাকা ইনকাম অ্যাপস/সাইট বিকাশ,নগদ পেমেন্ট সম্পর্কে।

ফ্রি-টাকা-ইনকাম-apps

ফ্রি টাকা ইনকাম করার apps অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করার জন্য দারুন কার্যকরী। অনলাইন থেকে টাকা ইনকাম করার হাজারো উপায় রয়েছে তবে ফ্রি অ্যাপস গুলো ব্যবহারকারীদের কাছে বেশি জনপ্রিয়। কোন রকম বিনিয়োগ ও দক্ষতার প্রয়োজন হয় না, হাতে থাকা মোবাইলে এই ফ্রি অ্যাপস গুলোতে কাজ করে টাকা আয় করা যায়। পোস্ট সূচিপত্রঃ

ফ্রি টাকা ইনকাম apps ২০২৫

ফ্রি টাকা ইনকাম  করার apps ২০২৫ ব্যবহার করে প্রচুর মানুষ এখন অনলাইন থেকে টাকা ইনকাম করছেন। নিজেদের খালি সময় এখন শুধু অযথা কাজে ব্যয় না করে টাকা ইনকামের পথ খুঁজছেন। আর অনলাইনে থাকা অ্যাপস গুলোতে সহজ কিছু কাজ করার বিনিময়ে টাকা ইনকাম করা যায় বিধায় অ্যাপস গুলো মানুষজন বেশি পছন্দ করছেন।

আরো পড়ুনঃ বিশ্বস্ত ৭টি টাকা ইনকাম করার ওয়েবসাইট ২০২৫

বিশেষ করে যারা অনলাইন আয়ের প্রথম দিকে সহজ কিছু কাজ করে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য অ্যাপস গুলো সেরা। বেশিরভাগ অ্যাপস থেকে ফ্রিতে টাকা ইনকাম করা যায়।

প্রতিটি অ্যাপস বিশ্বস্ত তাই স্ক্যাম হওয়ার কোনো ভয় নেই। কিছু অ্যাপস থেকে বিকাশ বা নগদে টাকা উত্তোলন করতে পারবেন।

আপনি যদি না জেনে থাকেন নিচের আলোচনা থেকে জেনে নিন অনলাইনে ফ্রি টাকা ইনকাম apps 2025 সেরা ৮টি সম্পর্কে।

pawns.app: Survey for money

pawns এমন একটি অ্যাপ যেখান থেকে রিয়েল টাকা ইনকাম করা যায়। আপনার  মোবাইলের গুগল প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন। বর্তমানে অ্যাপটির ১০ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে। এতে বোঝা যায় অ্যাপটি টাকা আয় করার জন্য বিশ্বস্ত একটি অ্যাপ।

pawns অ্যাপ টাকা আয় করার জন্য বিভিন্ন কাজ গুলো অফার করে। যেমনঃ

  • সার্ভের মাধ্যমে আপনার মতামত প্রদান করে
  • গেম খেলে
  • ডেইলি রিওয়ার্ড আনলক করে
  • ডাটা শেয়ার করে

এই অ্যাপে সহজ ও দ্রুত কিছু সার্ভে করে ক্যাশ টাকা অথবা গিফট কার্ডস অর্জন করতে পারবেন। এই অ্যাপে সার্ভে করার জন্য টাকা ইনকাম করা গেলেও এখানে আপনি গেম খেলে এক্সট্রা প্রাইজ টাকা অথবা রিওয়ার্ড জিততে পারেন। এছাড়া ডেইলি কিছু টাস্ক সম্পন্ন করেও আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন।

অ্যাপটি আপনার অব্যবহৃত ডাটা বা ইন্টারনেট সংযোগ শেয়ার করার জন্য প্যাসিভ ইনকামের সুযোগ প্রদান করে।

আপনার একাউন্টে ৫ ডলার জমা হলে পেপাল, ভিসা সহ আরো কিছু মাধ্যমে রিডিম করতে পারবেন। চাইলে আপনি গিফট কার্ড নিতে পারবেন।

Branded survey: Get Paid Cash

Branded survey একটি সার্ভে করে ফ্রি ইনকাম করার অ্যাপস। আপনি যদি শুধুমাত্র সার্ভে করার মত সহজ কাজ করে ইনকাম করতে চান তাহলে অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে ফ্রিতে সাইন আপ করে ইনকাম শুরু করুন।  আপনার মোবাইলে প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন।

প্রতিদিন নতুন নতুন সার্ভে আপনি করার সুযোগ পাবেন। সার্ভে করে আপনি পয়েন্টস অর্জন করতে পারবেন। এবং এই পয়েন্টস আপনি পরবর্তীতে নগদ টাকায় রূপান্তর করে উত্তোলন করতে পারবেন।

অ্যাপে জয়েন হওয়ার জন্য আপনি পাবেন ১০০ পয়েন্টস জয়েনিং বোনাস। আপনার একাউন্টে ৫০০ পয়েন্টস জমা হলে পেপেল, গিফট কার্ডে রিডিম করতে পারবেন। এখানে ১০০ পয়েন্টস হলে আপনি ১ ডলার পাবেন।

যেহেতু এখানে আপনি বিভিন্ন ধরনের সার্ভে করার সুযোগ পাবেন তাই বেশি বেশি পয়েন্টস অর্জন করা আপনার জন্য খুবই সহজ। আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন সার্ভেতে আপনি অংশগ্রহণ করতে পারবেন। তাই এই অ্যাপে সার্ভে করা আপনার জন্য খুব সহজ।

Featurepoints: Earn Free Cash

Featurepoints অনলাইন থেকে ফ্রি টাকা ইনকাম করার দারুন একটি অ্যাপ। অ্যাপটির বর্তমান ১০ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে। এবং ২০১২ থেকে এ পর্যন্ত ৬ মিলিয়নের বেশি ইউএস ডলার এর পুরস্কার পেইড আউট করেছে।

অ্যাপটি এন্ড্রয়েড মোবাইল সহ আইওএস (ios) ও আপনার ডেক্সটপে সাইট হিসেবে পেয়ে যাবেন। এই অ্যাপে আপনি নানা ধরনের কাজ করে ইনকাম করার সুযোগ পাবেন যা সত্যিই কার্যকর।

  • গুগল প্লে স্টোর থেকে গেম খেলে
  • সার্ভে করে সম্পন্ন করে, প্রতিটি সার্ভে করার জন্য আপনি সর্বোচ্চ ৫ ডলার আয় করতে পারেন।
  • স্ক্র্যাচ গেম খেলে ইনস্ট্যান্ট পয়েন্ট অর্জন করতে পারবেন।

এই অ্যাপ থেকে অর্জিত টাকা পেপেল, ভিসা প্রি পেইড ক্যাশ, এমাজন, স্টার বাক্স গিফট কার্ডে রিডিম করতে পারবেন।

just- Cash For Lose Weight

just এন্ড্রয়েড অ্যাপ আপনাকে ওজন কমানোর জন্য টাকা প্রদান করবে। অ্যাপটি ওজন কমানোর জন্য ক্যালোরি বার্ন করার উদ্দেশ্যে হাঁটা, দৌড়ানো, জগিং, সাইক্লিং কিংবা টাকা আয় করার জন্য কাজ করার মতো শারীরিক কসরত করার জন্য ব্যবহারকারীদের রিওয়ার্ড প্রদান করে থাকে।

আপনাকে শুধু মোবাইলে অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর আপনি যেখানেই থাকেন না কেন বাড়িতে, জিমে বা কাজের জায়গায় অ্যাপটি চালু রাখতে হবে। এটির অ্যালগরিদম পদ্ধতি আপনার শারীরিক কার্যকলাপকে ডিজিটাল পয়েন্টে রূপান্তর করবে। ব্যাপারটি দারুন তাই না। আপনি শারীরিকভাবে ফিট হবেন সাথে টাকা ইনকাম করবেন।

আর এই সুযোগটি দিচ্ছে ব্যতিক্রমী এই অ্যাপটি। আপনার অর্জিত পয়েন্টস অটোমেটিক আপনার অ্যাপের ওয়ালেটে যোগ হবে। এই অ্যাপকে প্যাসিভ ইনকামের একটি দারুণ সুযোগ বলা যায়।

tap tap cash: Play & Earn Money

tap tap cash অ্যাপ অনলাইন থেকে টাকা আয় করার একটি সেরা অ্যাপ। গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। এটি একটি ফ্রি ইনকাম অ্যাপস। অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করার পর একাউন্ট খুলে বিভিন্ন ধরনের কাজ করে টাকা আয় করা শুরু করতে পারবেন। যেমনঃ

  • গেম খেলে
  • অ্যাপে থাকা টাস্ক গুলো সম্পন্ন করে
  • রেফার করে

মূলতঃ এটি একটি গেম খেলে টাকা আয় করার অ্যাপ। এখানে আপনি ভ্যারাইটিজ গেম খেলে ক্যাশ রিওয়ার্ড অর্জন করতে পারবেন। যেমনঃ

  • ট্যাপ ট্যাপ গেম
  • লাকি স্পিন
  • লাকি হুইল
এই অ্যাপটি আপনার বন্ধুদের রেফার করার পর তারা যদি গেম খেলে কয়েন আয় করে তাহলে আপনি ১৫% কমিশন পাবেন। অ্যাপটি আপনাকে প্যাসিভ ইনকামের সুযোগ প্রদান করে, যা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন।

এই অ্যাপ থেকে অর্জিত টাকা আপনি বিকাশ, নগদ, পেপেলের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Make Money Real Cash by Givvy

এই ফ্রি অ্যাপ গেম খেলে টাকা ইনকাম করার দারুন সুযোগ প্রদান করে। আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে অ্যাপটি পেয়ে যাবেন। আপনার মোবাইলে অ্যাপটি ডাউনলোড করার পর দারুণ কিছু গেম খেলে আসল টাকার রিওয়ার্ড অর্জন করতে পারবেন। এই অ্যাপটির সুবিধা হল, এখান থেকে প্রতিদিনই পেমেন্ট পাওয়া যায়।

আরো পড়ুনঃ গেম খেলে টাকা আয় বিকাশে ২০২৫

এখানে আপনি গণিত বিষয়ক গেম ও মেমোরি বিষয়্ক গেম খেলে কয়েন অর্জন করতে পারবেন। এছাড়া বন্ধুদের রেফার করেও আপনার টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। রয়েছে প্রতিদিন রিয়াল ক্যাশ অর্জন করার সুযোগ।

যে কোন জায়গা থেকে সহজ কিছু গেম খেলে টাকা ইনকাম করার আসল ক্যাশ অ্যাপ হল এটি। এই অ্যাপ থেকে অর্জিত টাকা পেপাল থেকে রিডিম করতে পারবেন। আপনার পেপাল একাউন্টে মিনিমাম টাকা হলেই দিনের যেকোনো সময় আপনি পে-আউট করতে পারবেন। এছাড়া অ্যামাজন, বিনানাসে সহ অন্যান্য ভার্চুয়াল ওয়ালেট থেকে রিডিম করার সুযোগ পাবেন।

Scratch app- Money Rewards

Scratch app এমন একটি অ্যাপ যেখানে কার্ডস স্ক্র্যাচ করে টাকা ইনকাম করা যায়। আপনার স্মার্টফোনের গুগল প্লে স্টোরে অ্যাপটি সার্চ দিলে পেয়ে যাবেন। অ্যাপে চার ধরনের কার্ড স্ক্র্যাচ করে রিয়েল টাকা ইনকাম করা যায়।

এখানে আপনি ৪ ধরনের কার্ড স্ক্র্যাচ করার সুযোগ পাবেন। যেমনঃ

  • ক্রাশ অ্যান্ড উইন
  • লাকি স্টার্স
  • গোল্ড বিলিয়ন
  • ট্রিপল লাকি 7
এই চার ধরনের কার্ড স্ক্র্যাচ করে আপনি যত বেশি খুশি ইনকাম করতে পারবেন। এছাড়া এই অ্যাপের প্রিমিয়াম কার্ড স্ক্র্যাচ করে হাই পেইং রিওয়ার্ড জিততে পারেন। এই অ্যাপ থেকে অর্জিত টাকা আপনি দ্রুত এবং সহজে, প্রয়োজনে প্রতিদিন পেপেল সহ এমাজন, পেয়ার এবং অন্যান্য ভার্চুয়াল ওয়ালেটে উত্তোলন করতে পারবেন।

Walk Earn: Make Money

আপনি যদি শুধুমাত্র সাধারণ কিছু ব্যায়াম যেমনঃ হাটা ও দৌড়ানোর জন্য টাকা ইনকাম করতে পারেন তাহলে ব্যাপারটা দারুন হয়। আর এই এক্সাইটিং সুযোগটি দিচ্ছে Walk Earn অ্যাপ। আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। বর্তমানে অ্যাপটি ৫ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে।

এটি এমন একটি অ্যাপ যেখানে আপনার ব্যায়ামের জন্য নেওয়া প্রতিটি ধাপকে উপার্জনে পরিবর্তন করে টাকা ইনকামের সুযোগ প্রদান করে। এই অ্যাপে আপনি হাঁটার জন্য টাকা ও দৌড়ানোর জন্য রিওয়ার্ড অর্জন করতে পারবেন।

এখানে আপনি ব্যায়াম করে টাকা ইনকাম করা ছাড়াও অ্যাপে থাকা আরও কিছু সহজ ও মজার টাস্ক সম্পন্ন করেও টাকা আয় করতে পারবেন। এই অ্যাপ থেকে অর্জিত টাকা কোনরকম ঝামেলা ছাড়াই আপনি সহজ উপায়ে রিডিম করতে পারবেন।
ফ্রি-টাকা-ইনকাম-apps

ফ্রি টাকা ইনকাম অ্যাপস/সাইট বিকাশ,নগদ পেমেন্ট

ফ্রি টাকা ইনকাম করে বিকাশ বা নগদে পেমেন্ট নেওয়ার অ্যাপস ও সাইট সম্পর্কে অনেকে জানতে চান। অনলাইনে প্রচুর অ্যাপস ও সাইট রয়েছে যেখানে কাজ করে বিকাশ ও নগদে টাকা উত্তোলন করা যায়।

বাংলাদেশী সাইট ছাড়াও বিদেশি অনেক ওয়েবসাইট এখন বিকাশ বা নগদে টাকা প্রদান করে। কিছু সাইট সরাসরি বিকাশ ও নগদে পেমেন্ট না করলেও, সাইটে থাকা পেমেন্ট মেথডে পেমেন্ট গ্রহণ করে তারপর বিকাশ বা নগদে নিতে পারবেন।

কিন্তু আপনি হয়তো জানেন না সেই সকল অ্যাপস ও সাইট সম্পর্কে। নিচের আলোচনা থেকে জেনে নিন ৬টি অ্যাপস ও সাইট সম্পর্কে যেখানে কাজ করে আপনারা বিকাশ অথবা নগদে পেমেন্ট নিতে পারবেন।

onesteptask.com

অনলাইনে ফ্রি টাকা ইনকাম করে বিকাশ বা নগদে পেমেন্ট নেওয়া যায় এরকম একটি বিশ্বস্ত বাংলাদেশী সাইট onesteptask.com. এটি একটি মাইক্রো জব ও ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। সাইটটি সারা বিশ্বের ব্যবসায়ী ও ফ্রিল্যান্সার দের মধ্যে কানেক্ট করে থাকে। অর্থাৎ ক্লায়েন্টরা এখানে কাজ পোস্ট করেন এবং ফ্রিল্যান্সাররা তা সম্পূর্ণ করে ইনকাম করেন।

এখানে প্রায় দেড় লাখের বেশি লাইভ জব রয়েছে। এই সাইট থেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে ইনকামের জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। যা একদম ফ্রিতে আপনি করতে পারবেন। রেজিস্ট্রেশন করার পর ফাইন্ড জব অপশনে আপনি কাজগুলো খুঁজে পাবেন।

এই সাইটের একটি বড় সুবিধা হল আপনি আপনার দক্ষতা অনুসারে ছোট ছোট ফ্রিল্যান্সিং কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। এই সাইটে কি কি কাজ খুজে পাবেন এক নজরে দেখে নিনঃ

  • ইউটিউব ভিডিও দেখা
  • ফেসবুক ফলোয়ার
  • পাঁচ মিনিট ভিডিও দেখা, লাইক কমেন্ট করা
  • টেলিগ্রাম গ্রুপে জয়েন
  • সাইন আপ করা
  • এড এ ক্লিক করা
  • জিমেইল একাউন্ট তৈরি করা
  • ছোট ছোট সহজ কিছু কাজ করা ইত্যাদি

এখানে প্রতিটি কাজের সাথে বিস্তারিত বর্ণনা দেখতে পাবেন। তাই কাজের ফিচারগুলো পড়ে পুরোপুরি ধারণা নিয়ে আপনি সঠিকভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন। তাই ঘরে বসে আপনার সুবিধা অনুযায়ী যে কোন কাজ করে ইনকাম করতে এই সাইটটি এখনই সাইন আপ করুন। এই সাইট থেকে অর্জিত টাকা আপনি বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

Appstation- Game & Reward

অনলাইনে অ্যাপসগুলোতে গেম খেলে এখন টাকা আয় করা যায়। গেম খেলে টাকা ইনকাম কখনোই সহজ ছিল না। যে অ্যাপে গেম খেলে টাকা ইনকাম করার সুযোগ আছে সেই অ্যাপে অ্যাড আছে না হয় ইন অ্যাপ পারচেজ করতে হয়। তবে Appstation অ্যাপে এই দুই অসুবিধা আপনি পাবেন না। শুধু গেম খেলা এবং টাকা পাওয়ার অপশন পাবেন।

এই অ্যাপে আপনাকে তাদের দেওয়া লিস্টেড গেম থেকে বাছাই করে নিতে হবে। এবং পরবর্তীতে সাইন ইন করার পর সেই গেম গুলো খেলে রিওয়ার্ডস অর্জন করতে পারবে। রিওয়ার্ডসগুলো কয়েন হিসেবে আপনার একাউন্টে জমা হবে। পরবর্তীতে এই রিওয়ার্ডস আপনি গিফট কার্ড বা টাকা হিসেবে পেয়ে যাবেন।

আরো পড়ুনঃ ডিপোজিট ছাড়া ইনকাম করার জনপ্রিয় ২০টি সাইট

অ্যাপের মধ্যেই আপনি দেখতে পারবেন গিফট কার্ড বা পে আউট করার জন্য আপনার কত কয়েন আছে এবং কত কয়েন অর্জন করতে হবে। গুগল প্লে গিফট কার্ডস, অ্যামাজন কার্ডস, স্ট্রিম কুপন এবং নাইকি গিফট কার্ডস পেতে পারেন এই অ্যাপ থেকে গেম খেলার মাধ্যমে।

প্রথম দিনেই ঢোকার সাথে সাথে আপনি 4444 কয়েন পেয়ে যাবেন ওয়েলকাম বোনাস হিসেবে যা আপনাকে কয়েক মিনিটের মধ্যে পে আউট করার জন্য সঠিক পরিমাণের কয়েন পেতে সাহায্য করবে।

You Cubez

You Cubez একটি পিটিসি প্লাটফর্ম। অন্য অ্যাপসের মতো এখান থেকেও ইনকাম করা খুবই সহজ। মূলতঃ অ্যাড দেখার মাধ্যমে এই সাইটটিতে ইনকাম করা যায়। অ্যাড গুলো সাধারণত ১০-৩০ সেকেন্ডের হয়। প্রতি অ্যাড এর জন্য আপনি পেমেন্ট পাবেন। যত বেশি সময়ের অ্যাড দেখা যাবে তত বেশি আয়।

অ্যাড দেখা ছাড়াও টাস্ক কমপ্লিট করে ইনকাম করার সুযোগ রয়েছে। যেমন, অ্যাপ ডাউনলোড করা, সার্ভে পূরণ করা বা সাইন আপ করা ইত্যাদি। প্রতি অফারের জন্য বিভিন্ন রিউয়ার্ডস পাওয়া যাবে। এগুলো ছাড়াও এক্সট্রা ইনকাম হিসেবে আপনার বন্ধুদের রেফার করতে পারেন।

এখানে আরেকভাবেও আপনি ইনকাম করতে পারেন। সেটি হলো ইনভেস্ট করে। নিজের অ্যাড দেখিয়ে ইনভেস্ট করে আপনি ইনকাম করতে পারেন।

মিনিমাম ১২০০ টাকা হলে আপনি উইথ ড্র করতে পারবেন। পেপাল, স্ক্রিল বা ওয়ালেট থেকে উইথ ড্র করা যাবে। পেমেন্ট পেতে ১-২ সপ্তাহ লাগতে পারে।

Ordinary it

ফ্রি টাকা ইনকাম করে বিকাশ বা নগদে পেমেন্ট নেওয়ার বাংলাদেশী বিশ্বস্ত সাইট Ordinary it. এখানে আপনি আর্টিকেল লিখে মাসে ১৫০০০ টাকা ইনকাম করতে পারবেন। অর্থাৎ এখানে আপনাকে একজন আর্টিকেল রাইটার হিসেবে কাজ করতে হবে।

আপনি যদি লেখালেখিতে দক্ষ হয়ে থাকেন তাহলে অর্ডিনারি আইটি তে একজন আর্টিকেল রাইটার হিসেবে এখনই জয়েন হয়ে মাসে ১৫০০০ টাকা ইনকাম শুরু করুন। অর্ডিনারি আইটি থেকে ইনকাম কৃত টাকা আপনি সরাসরি নগদ বা বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

clixsense

clixsense একটি GPT সাইট যেখানে বিভিন্ন টাস্ক ও সার্ভে কমপ্লিট করে টাকা ইনকাম করা যায়। বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে আপনি এই সার্ভে গুলো মুহূর্তের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এছাড়া বিভিন্ন টাস্ক গুলো হালকা এবং সহজ। কিছুক্ষণের মধ্যেই আপনি এই কাজ গুলো শেষ করতে পারবেন।

এগুলো ছাড়াও রয়েছে অ্যাপ ডাউনলোড করে ইনকাম করার অসাধারণ সুযোগ। বিভিন্ন জায়গায় সাইন আপ করেও আপনি ইনকাম করতে পারবেন এই সাইট থেকে। আবার এক্সট্রা ইনকামের জন্য আপনি রেফারও করতে পারেন।

পেপালের মাধ্যমে এখান থেকে অর্জিত রিউয়ার্ড আপনি ক্যাশ আউট করতে পারবেন। মিনিমাম অর্জিত পয়েন্টস হচ্ছে ১০। পরবর্তীতে এই টাকা সেল করে আপনি বিকাশ বা নগদে মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

scarlet clicks

ফ্রি টাকা ইনকাম করে বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারেন scarlet clicks সাইটে।। গুগল ক্রোম ব্রাউজারে সাইটটি পেয়ে যাবেন। এখান থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে রেজিস্টার করার প্রয়োজন হবে। যা আপনি ফ্রিতে করতে পারবেন।

এই সাইটে আপনি ৩ ভাবে এখানে ইনকাম করতে পারবেন। অ্যাড দেখে, অফার পূরণ করে এবং রেফার করে। প্রতিটি ক্লিক করার জন্য আপনি ১ সেন্ট করে পাবেন ফ্রেন্ড পাবেন।

রেফারেল প্রোগ্রামে অংশ নিয়ে আপনি ১০০% পেমেন্ট পাবেন। এই সাইটে কাজ করে মিনিমাম ২ ডলার হলে  পে আউট করা যায়। তবে এখান থেকে আপনারা সরাসরি বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারবেন না। প্রথমে পেয়ার বা সাইটে থাকা পেমেন্ট মেথডে টাকা নেওয়ার পর তা সেল করে বিকাশে বা নগদে উত্তোলন করতে পারবেন।

ফ্রি টাকা ইনকাম apps বিকাশ/নগদ পেমেন্ট

ফ্রি টাকা ইনকাম করে বিকাশ ও নগদে পেমেন্ট পাওয়ার apps সম্পর্কে অনেকে জানতে চান।অনলাইনে বাংলাদেশী অনেক অ্যাপস রয়েছে যেখানে আপনারা কাজ করে ঝামেলাহীন ভাবে বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারবেন।

আপনি যদি না জেনে থাকেন তাহলে নিচের অংশটি ধৈর্য সহকারে পড়ে জেনে নিন ফ্রি টাকা ইনকাম করে বিকাশ বা নগদে পেমেন্ট নেওয়ার সেরা কয়েকটি অ্যাপস সম্পর্কে।
  • Taka income- টাকা ইনকাম
  • Spin To Win- Cash & Recharge
  • Daily Taka-ডেইলি টাকা
  • Taka Income Pro- টাকা ইনকাম প্রো
  • khelaghor app-খেলাঘর অ্যাপ
  • bkash app-বিকাশ অ্যাপ
  • Grabpoints-গ্র্যাব পয়েন্টস
  • Paidwork-পেইড ওয়ার্ক
  • Pineapple app-পাইনঅ্যাপল অ্যাপ
  • Gifthunterclub- গিফট হান্টার ক্লাব
  • Nobab- টাকা কামাই অ্যাপ
  • Quizdom: Trivia Adventure
  • Vidmate cash: Money Earning App
ফ্রি-টাকা-ইনকাম-apps

মোবাইলে ফ্রি টাকা ইনকাম apps

মোবাইলে ফ্রিতে টাকা ইনকাম apps সম্পর্কে বেশিরভাগ মানুষের জানার আগ্রহ রয়েছে। মানুষের হাতে হাতে এখন স্মার্টফোন এবং এই স্মার্টফোন ব্যবহার করে কিভাবে সহজে অনলাইন থেকে টাকা আয় করা যায় তা এখন অনেকেই জানতে চান। কারন আপনি যদি না জানেন মোবাইল দিয়ে টাকা ইনকাম করার অ্যাপস সম্পর্কে তাহলে আপনি চাইলেও ইনকাম করতে পারবেন না।

তাই আপনার প্রথমে জানা দরকার এন্ড্রয়েড মোবাইল ফ্রি টাকা ইনকাম অ্যাপস সম্পর্কে। মোবাইলে ফ্রি ইনকাম অ্যাপস গুলোর সুবিধা হল, যে কোন জায়গায় যে কোন সময় অ্যাপসগুলোতে সময় দিয়ে টাকা আয় করা যায়। শুধুমাত্র মোবাইলে ডাটা সংযোগ থাকা প্রয়োজন। তবে মোবাইল দিয়ে অনলাইনে ফ্রিতে টাকা আয় করার জন্য আপনার প্রচন্ড আগ্রহ ও যথেষ্ট সময় থাকতে হবে।

নিচে মোবাইলে ফ্রি টাকা ইনকাম করার কয়েকটি বিশ্বস্ত অ্যাপসের তালিকা দেয়া হলো। আপনারা চাইলে যে কেউ এই অ্যাপস গুলো থেকে সহজ কিছু কাজ করে টাকা আয় করা শুরু করতে পারেন।

  • Cashpirate
  • Cashkarma
  • Swagbucks
  • lucktastic
  • Nagad app
  • Frizza
  • Earn Quick
  • Survey Heart: Form,Poll & Quiz
  • Win Walk
  • Tap Blast- Win Prizes

রেফার করে ফ্রি টাকা ইনকাম অ্যাপস

ফ্রি টাকা ইনকাম অ্যাপস গুলো থেকে এখন রেফার করে টাকা ইনকাম করা যায়। অনলাইনে থাকা অ্যাপসগুলো বিভিন্ন ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার পাশাপাশি এপস এর লিংক লোকেদের পাঠানোর বিনিময়ে ইনকাম করার সুযোগ প্রদান করে।

এর ফলে ব্যবহারকারীরা বাড়তি টাকা ইনকাম করতে পারে। যা ওই অ্যাপ ব্যবহারের জন্য ইউজারদের বেশি আকৃষ্ট করে। আবার এমন কিছু অ্যাপ রয়েছে যেখানে শুধুমাত্র রেফার করে টাকা ইনকাম করা যায়।

সহজ একটি উপায় কোনরকম কাজ করতে হবে না শুধু ওই অ্যাপের লিংক পরিচিতজনদের পাঠানোর পর যদি তারা অ্যাপটি ব্যবহার করে তাহলে আপনি টাকা আয় করতে পারবেন। আপনি যত বেশি রেফার করবেন তত বেশি আপনার ইনকাম হবে।

নিচে রেফার করে টাকা ইনকাম করার জনপ্রিয় ১২টি ফ্রি অ্যাপসের নাম দেখে নিনঃ
  • Refer Earn
  • Swagbucks
  • Taskbucks
  • Bkash app
  • Kashkick
  • nogod app
  • Qlink
  • Kucoin app
  • Cash app
  • Rewardflix
  • paypal
  • Payoneer

ফ্রি টাকা ইনকাম অ্যাপস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ প্রতিদিন ১০০ টাকা দেওয়ার অ্যাপস?
উত্তরঃ Swagbucks হলো সহজ কিছু টাকা ইনকাম করার অ্যাপ। যেখানে আপনারা সার্ভে করে, গেম খেলে, কেনাকাটা সহ ছোট ছোট কাজ করে প্রতিদিন ১০০ টাকা আয় করতে পারেন।

প্রশ্ন: মোবাইল দিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায়?
উত্তরঃ মোবাইলে বিভিন্ন উপায়ে আপনি টাকা ইনকাম করতে পারেন। বর্তমান সময়ের বেশিরভাগ যেহেতু মোবাইল ফ্রেন্ডলি এই সকল অ্যাপ এ কাজ করে টাকা আয় করতে পারেন। এছাড়া ব্লগিং করে, ভ্লগিং করে, ফেসবুক পেজের মাধ্যমে, ই-কমার্স সাইট গুলোতে এফিলিয়েট মার্কেটিং করে মোবাইলে টাকা আয় করতে পারেন।

প্রশ্নঃ অনলাইন থেকে ফ্রি আয় করার উপায় কি কি?
উত্তরঃ অনলাইনে বিভিন্ন কাজ করে আপনারা আয় করতে পারেন। বর্তমান সময়ের অনলাইনে জনপ্রিয় কিছু কাজ করে অনেকেই প্রচুর টাকা ইনকাম করছেন। যেমনঃ
  • কন্টেন্ট পাবলিশ করে
  • ফেসবুক পেজ খুলে
  • ইউটিউব চ্যানেল খুলে
  • এফিলিয়েট নেটওয়ার্কিং এর মাধ্যমে
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ করে
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে
  • অনলাইনে টিউটরিং করে
  • অনলাইনে কোর্সসমূহ বিক্রি করে
  • অনলাইনে বিভিন্ন সেবা প্রদান করে যেমনঃ প্রযুক্তিগত বা জমি জমা বিষয়ক ইত্যাদি।
  • ড্রপ শিপিং এর কাজ করে
  • ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ফ্রিল্যান্সার হিসেবে যোগ দিয়ে
  • ফি টাকা ইনকাম করার উপায় অনলাইনে পডকাস্ট তৈরি করে

লেখকের মতামত

ফ্রি টাকা ইনকাম apps সম্পর্কে আজকে ব্লগ পোস্টে আলোচনা করার চেষ্টা করেছি। বর্তমান সময়ের অনলাইনে টাকা ইনকাম করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো অ্যাপস গুলো। অনলাইনে হাজার হাজার অ্যাপস এর মধ্যে বিশ্বস্ত ও সেরা কয়েকটি অ্যাপস সম্পর্কে আপনারা আজকের ব্লগে জানতে পেরেছেন।

এই অ্যাপসগুলো নিয়মিত টাকা ইনকাম করার উপায় হিসেবে ইউজারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া জেনেছেন ফ্রি টাকা ইনকাম করে বিকাশ, নগদ পেমেন্ট সম্পর্কে। খুব সহজে আপনারা ফ্রি ইনকাম করার অ্যাপস ও সাইট গুলোতে কাজ করে বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারবেন। এই ধরনের সমসাময়িক অনলাইন ইনকাম বিষয়ক তথ্য জানতে passiodrivefiona.com সাইট নিয়মিত ভিজিট করুন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url