ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস/ওয়েবসাইট সেরা ১৫টি

ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস/ওয়েবসাইট সম্পর্কে আপনি যদি জানতে চান, তাহলে আজকের আর্টিকেলে সেরা ১৫টি সম্পর্কে জানতে পারবেন। আরো জানবেন, ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে।

ফেসবুক-ভিডিও-ডাউনলোড-অ্যাপস-ওয়েবসাইট
ফেসবুক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করার কাজটি এখন সহজ করে দিয়েছে অনলাইনে থাকা নানা ধরনের ভিডিও ডাউনলোড করার অ্যাপস ও ওয়েবসাইট। এখন শুধুমাত্র কাঙ্খিত ভিডিওর লিংক কপি পেস্ট করে এক সেকেন্ডে ডাউনলোড করে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন কোনরকম ঝামেলা ছাড়া। পোস্ট সূচিপত্রঃ

ভূমিকাঃ ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস/ওয়েবসাইট

বর্তমান সোশ্যাল মিডিয়ার বিস্তৃতির যুগে বিনোদন, তথ্য আদান-প্রদান ও যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম। ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময়ই বিভিন্ন ধরনের ভিডিও ও রিল ফেসবুক স্ক্রল করার সময় দেখতে পান।

এই ভিডিওগুলো দেখার সাথে সাথে অনেকেই তাদের মোবাইলের গ্যালারিতে সংরক্ষণ করতে চান পরবর্তীতে অফলাইনে দেখার জন্য বা উক্ত ভিডিওটি তাদের পরিচিতজনদের মধ্যে শেয়ার করতে। কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারেন না কিভাবে এই কাজটি সহজে করতে পারবেন।

ফেসবুক থেকে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করা এখন পানির মত সহজ করে দিয়েছে অনলাইন ভিত্তিক সহজে ব্যবহারযোগ্য জনপ্রিয় কিছু অ্যাপস ও ওয়েবসাইট। কিন্তু কোন অ্যাপসটি ব্যবহার করবেন আপনি হয়তো বুঝতে পারছেন না।

আপনাদের এই কাজকে সহজ করে দিতে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সেরা ১৫টি অ্যাপস ও ওয়েবসাইট নিয়ে আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে।

তাহলে চলুন কথা না বাড়িয়ে আর্টিকেলটি শুরু করা যায়

ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস/ওয়েবসাইট

ফেসবুক ভিডিও ডাউনলোড করার অ্যাপস/ওয়েবসাইট সম্পর্কে জানতে আপনারা অনেকেই অনলাইনে সার্চ দিয়ে থাকেন। আমাদের অনেকের কাছে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা অনেক ঝামেলার মনে হয়।

এখন চিন্তার কোন কারণ নেই, অনলাইনে এখন প্রচুর ভিডিও ডাউনলোড অ্যাপস, ওয়েবসাইট ও সফটওয়্যার রয়েছে যেগুলো দিয়ে ফেসবুক সহ যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিও সহজ প্রক্রিয়ায় দ্রুত ডাউনলোড করতে পারবেন।


আপনি শুধু যে কোন একটি অ্যাপ আপনার সুবিধা মত আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিবেন। ওই অ্যাপ দিয়ে আপনি ফেসবুক থেকে যে কোন ভিডিও ও রিল ভিডিও কোনরকম ক্ষতি ছাড়াই ডাউনলোড করতে পারবেন।

নিচের আলোচনা থেকে জেনে নিন ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস/ওয়েবসাইট সেরা ১৫টি সম্পর্কে বিস্তারিতঃ

Facebook Video Downloader

এটি একটি সাইট, যেখান থেকে ল্যাপটপ এবং মোবাইল ব্যাবহারকারীদের খুব সহজে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সুযোগ করে দেয়। আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান শুধু সেই ভিডিওটির লিঙ্ক এই সাইটে পেস্ট করে দিন, এর পরের কাজটা তাদের, তারা নিজেরাই আপনাকে ভিডিও ডাউনলোড করে দিবে।

ডাউনলোড করা ভিডিও "ডাউনলোডস" এ সেভ হবে। আপনি উইন্ডোজ বা ম্যাক যাই ব্যবহার করেন না কেন দুটোতেই ডাউনলোডসে গিয়ে, ডাউনলোড করার ভিডিও পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে লাইভ ভিডিও ডাউনলোড করতে পারবেন

আবার যদি কোন ভিডিওর মিউজিক কপিরাইটের আওতায় থাকে তাহলে আপনি "ভিডিও উইথ নো অডিও" অপশনে ক্লিক করেই ডাউনলোড করতে পারেন

Video Downloader For Facebook

এই অ্যাপের মাধ্যমে আপনি facebook থেকে ভিডিও একেবারে সহজে ডাউনলোড করতে পারবেন।ভিডিও ডাউনলোড করার পর আলাদা আলাদা মেথড ব্যবহার করে ওই ভিডিও আপনার ডিভাইসের গ্যালারিতেমসংরক্ষণ করতে পারবেন।

এই অ্যাপ দিয়ে আপনারা  কিভাবে ভিডিও ডাউনলোড করে সেভ করবেন দেখে নিনঃ

এক, কোন রকম লগইন করা ছাড়াই ফেসবুক থেকে আপনি ভিডিও ডাউনলোড করবেন এবং ওই ভিডিওর লিংক বা ইউআরএল ব্যবহার করে তা সেভ করবেন। অর্থাৎ ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করার জন্য ওই ভিডিওর লিংক বা ইউআরএল কপি করে নিতে হবে।

তারপর ওই লিংকটি অ্যাপে পেস্ট করে দিতে হবে। এরপর ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে কোনরকম লগইন করা ছাড়াই।

এছাড়া এই অ্যাপের বিল্ড ইন ব্রাউজার মেথড ব্যবহার করেও আপনারা ফেসবুক থেকে সহজে ভিডিও ডাউনলোড করে সেভ করে নিতে পারবেন।

  • এজন্য প্রথমে আপনার ফেসবুক ব্রাউজ করার অপশনে ক্লিক করুন।
  • এরপর লগইন করুন এবং আপনার ফেসবুক ওয়াল স্ক্রল করুন।
  • যে ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেখানে ক্লিক করুন।
  • সবশেষে ডাউনলোডে ক্লিক করে ভিডিওটি আপনার মোবাইলে সেভ করুন

Savefrom.net

এটি এমন একটি সাইট, যেখান থেকে আপনি শুধু ফেসবুকেরই নয় বরং ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারের মতো প্লাটফর্মের ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি ল্যাপটপ ব্যবহারকারী হন, তাহলে চাইলেই আপনি এটি আপনার ক্রোম এক্সটেনসনে যুক্ত করতে পারবেন। তখন আপনাকে আর বারবার সাইটে ঢুকা লাগবে না। ওখান থেকেই সহজে যেতে পারবেন।

এই সাইটে গিয়ে প্রথমেই আপনি আয়তাকার একটি সার্চ বারের মত বাক্স দেখতে পারবেন। সেখানে আপনার ভিডিওর লিংক পেস্ট করে তারপর ডাউনলোড অপশন এ ক্লিক করে ভিডিওটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সাইটটি ব্যবহার করা খুবই সহজ। কোন লগইন, সাইন ইন ছাড়াই এই সাইডে ঢুকে ভিডিও ডাউনলোড করা যায়। তাই আপনি এটি ব্যবহার করতে পারেন।

আবার আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে গুগল প্লে স্টোরে আপনি এটি অ্যাপ আকারে পেয়ে যাবেন। অ্যাপে আপনি আবার বিভিন্ন ভিডিও সার্চও করতে পারবেন এটি আপনার কাজকে আরও সহজতর করে।

Snapsave

বলা হয়ে থাকে যে, ফেসবুকের ভিডিও ডাউনলোড করার সবচেয়ে ভালো সাইট হল স্ন্যাপ সেভ। ফেসবুকের বিভিন্ন ভিডিও হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে আপনার পাশে থাকবে এই সাইট। HD, 1080p, 2K ও 4K কোয়ালিটি ভিডিও সহজেই ডাউনলোড করে দিবে এই সাইট। আপনি শুধু এটি পিসি বা ল্যাপটপেই ব্যবহার করতে পারবেন তেমন নয় বরং মোবাইলেও চাইলে ব্যবহার করতে পারবেন।

সহজেই আপনার ব্রাউজার থেকে এখানে গিয়ে আপনি ফেসবুকের যে কোন ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। কষ্ট করে অ্যাপটি আর ডাউনলোড করতে হবে না। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইটিই সাপোর্ট করে এই সাইট।

এটিও অন্যান্য সাইটের মত। সার্চবারের মতো একটি আয়তাকার অপশন থাকবে। সেখানে আপনাকে আপনার ফেসবুকের ভিডিওর লিংক কপি করে পেস্ট করে দিতে হবে। তারপর পাশে থাকা ডাউনলোড অপশন এ ক্লিক করতে হবে। তারপরেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে।

আপনি যদি আপনার সুবিধার জন্য এই সাইটের অ্যাপের ভার্শন পেতে চান তাহলে স্ন্যাপ এক্স ডাউনলোড করতে পারেন।

Snaptube.media

এই সাইটটিতেও অন্যান্য সাইটের মতো সার্চ বার আকারের একটি অপশনে ফেসবুকের ভিডিওর লিঙ্ক পেস্ট করে ডাউনলোড করতে পারবেন। তবে এর জন্য আপনাকে প্রথমে snaptube ডাউনলোড করে নিতে হবে। snaptube অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য। তবে এখানে আরো অন্যান্য কিছু সুবিধা আছে যার জন্য আপনি এটিকের ডাউনলোড করতে চাইবেন।

এই সাইটটি ১০০ টিরও বেশি প্ল্যাটফর্ম সাপোর্ট করে। খুবই তাড়াতাড়ি আপনাকে Mp3, Mp4, M4a এবং 4k কোয়ালিটি সম্পন্ন ভিডিও ডাউনলোড করে দিতে পারবে। ফ্রিতেই আপনি এখানে ডাউনলোড করার কাজ সম্পন্ন করতে পারবেন। এছাড়া অন্যান্য অ্যাপে ফ্রিতে ডাউনলোড করার অপশন থাকলে অনেক বেশি অ্যাড দেখায়। এই অ্যাপে এই ঝামেলা হয় না। তারা খুব কম পরিমাণে অ্যাড দেখায়।

এছাড়াও আপনি এখানে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সেভ করতে পারবেন এবং নিজের ফোন ক্লিন করতে পারবেন। তাছাড়া এখান থেকে ডাউনলোড করা খুবই সহজ, কেননা এর ইন্টারফেস পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ইউজার ফ্রেন্ডলি।

Getindevice

এই সাইটটি দাবি করে এটি সবচেয়ে তাড়াতাড়ি ভিডিও ডাউনলোডার সাইট। তাই আপনি চাইলে কোন ভিডিও তাড়াতাড়ি ডাউনলোড করতে এই সাইট ব্যবহার করতে পারেন। ইন্টারফেস খুবই সহজ এবং সিম্পল। শুধু যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটির লিঙ্ক এখানে পেস্ট করে দিবেন। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন।

সব ডিভাইসেই এই সাইটটি কাজ করে। ডেইলি কোনো লিমিট নেই, যত খুশি তত ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে। আবার, আপনি চাইলেই আপনার ভাষা এখানে পরিবর্তন করে নিতে পারেন বাংলায়। আবার, অন্য ভাষায়ও করতে পারেন।

FDOWN.net

এটি একটি জনপ্রিয় ফেসবুক ভিডিও ডাউনলোড করার সাইট। এই ওয়েবসাইট পিসি, অ্যান্ড্রয়েড ও ios ভার্সনে ব্যবহার উপযোগী।

শুধু তাই নয় এই সফটওয়্যারটি সাহায্যে লাইভ ফেসবুক ভিডিওস ডাউনলোড করতে পারবেন। এই সফটওয়্যারটি খুব সহজভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সুবিধা প্রদান করে। শুধুমাত্র আপনার পছন্দের ভিডিও লিংক বা ইউআরএল কপি করে এনে এই সফটওয়্যারে পেস্ট করে দিলে ভিডিও ডাউনলোড হয়ে যাবে।

ডাউনলোড শুরু করার আগে আপনি ভিডিওটির এইচডি ফরমেটে চান অথবা নরমাল ফরমেটে চান তা পছন্দ করে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এছাড়া 720p, 1080p, 2k এবং 4k কোয়ালিটি সম্পন্ন ভিডিও ডাউনলোড করতে খুব বেশি সময় নেয় না এই সাইট। শুধু তাই নয় আপনার পছন্দের ভিডিওটি আপনার মোবাইলের গ্যালারিতে দ্রুতই সেভ হয়ে যাবে।

কোনো সাইন আপ, লগ ইন এর ঝামেলা ছাড়াই তারা আপনাকে ফ্রিতে আনলিমিটেড ভিডিও ডাউনলোড করার সুযোগ দেয়।

Snapdownloader.com

এটিও এমন একটি সাইট যেখান থেকে আপনি ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। এর ইন্টারফেসে প্রাথমিকভাবে তিনটি অপশন রয়েছে, সার্চ, ডাউনলোড এবং সেটিংস। মূলত সার্চে গিয়েই আপনার কপি করা লিঙ্ক পেস্ট করে অথবা ওখানে সার্চ করেই ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও।

ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে তারা আপনাকে MP3, MP4, AAC, M4A, WAV ইত্যাদি আকারের ভিডিওর সাথে  অফার করছে 1080p, 720p, 480p, 360p, 240p, 144p ইত্যাদি কোয়ালিটি সম্পন্ন ভিডিও। খুব দ্রুত, মাত্র দুই-এক মিনিটের মধ্যেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। সাইটটি ব্যবহার করতে গেলে প্রথমে এটি আপনার ল্যাপটপ বা মোবাইলে ডাউনলোড করে নিতে হবে।

Getfvid- Video Downloader For Facebook

যদি আপনি একটা বা দুইটা না বরং দশ বারোটা সোশাল মেডিয়া প্লাটফর্মের লাইভ ভিডিও একসাথে কোনো সাইন ইন এর ঝামেলা ছাড়া ডাউনলোড করতে চান তাহলে এই অ্যাপটি ব্যবহার করুন। এটি একটি সম্পূর্ণ ফ্রি সাইট যেখানে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে কোন রকম রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না।

এটি এমন একটি অ্যাপ যা সকল সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করার সাপোর্ট করে।

আপনি যে কোন সোশ্যাল মিডিয়ার ভিডিও সম্পূর্ণ ফ্রিতে এই অ্যাপের মাধ্যমে এমপি ফোর ও এমপি থ্রি ফাইলে কনভার্ট করে আপনার মোবাইল, ডেস্কটপ বা ট্যাবলেটে ডাউনলোড করতে পারবেন।

এজন্য আপনাকে শুধুমাত্র একটি কাজই করতে হবে। যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিংক বা ইউআরএল এই সাইটে থাকা টেক্সট বক্সে পেস্ট করতে হবে। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ডিভাইসে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

এই অ্যাপ দিয়ে আপনি যেকোন ভিডিওর mp4 ও mp3 ফাইলে ডাউনলোড করতে পারবেন। আপনি কিভাবে ডাউনলোড করতে চান তা বেছে নেওয়ার সুযোগ পাবেন এই অ্যাপে।

FDownloader

Full HD, 1080p, 2K, 4K, MP3, 320kpbs কোয়ালিটি সম্পন্ন ভিডিও ডাউনলোড করতে আপনি এই সাইটে আপনার কপি করা ফেসবুক ভিডিওর লিংক পেস্ট করে দিতে পারেন। এই সাইটের সবচেয়ে বড় সুবিধা হল এটি ফ্রিতে অ্যাড ও সাইন আপ ছাড়াই খুব দ্রুত ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন। ইনস্টলও করা লাগবে না।

সহজভাবেই প্রথমে আপনার কাঙ্খিত ভিডিও এর লিংক পেস্ট করে দিতে হবে ওখানে। তারপর ফাইল ফরম্যাট সিলেক্ট করে নিতে হবে আপনাকে। কিছু সেকেন্ডের মধ্যেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

fbdownloader

ফেসবুকের যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চান, সেই ভিডিওটার লিঙ্ক প্রথমে কপি করে নিতে হবে। এরপর এই ওয়েবসাইটে এসে ফেসবুকের ভিডিওটির লিঙ্ক পেস্ট করে নিবেন। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন ভিডিওটি।

সবচেয়ে ভালো সুবিধা হলো এই ওয়েবসাইটে লগ ইন বা সাইন আপ না করেই আপনি ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। চাইলে লাইভ ভিডিও ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তবে এখানে শুধু ফেসবুকের ভিডিও ডাউনলোড করা যায়, অন্য কথাও থেকে পাওয়া ভিডিও ডাউনলোড করা যায় না।

saveAs

অ্যান্ড্রয়েড, কম্পিউটার এবং আইফোন সব জায়গাতেই এই ওয়েবসাইট আপনাকে ফেসবুক ভিডিও বা রিল ডাউনলোড করার সুযোগ দিয়ে দিচ্ছে। তবে এখানে একটি ব্যাপার আছে, সেটি হলো এই ওয়েবসাইটটি প্রথমে আপনার দেওয়া ভিডিও MP4 ফরম্যাটে করে নেবে তারপর ভিডিও ডিভাইসে সেভ হবে।

এখানে ডাউনলোড একই ভাবে করতে হয়। প্রথমে ভিডিও এর লিঙ্ক কপি করতে হয় তারপর সেই লিঙ্ক এখানে পেস্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে হয় ভিডিওটি।

Keepvid

এখানে শুধু ফেসবুকের ভিডিওই না বরং আপনি চাইলে ইউটিউবের ভিডিও MP4 আকারে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া এখানে ইন্সটাগ্রা,এর ভিডিও MP3 আকারে ডাউনলোড করা যায়। শুধু এর ওয়েবসাইটে গিয়ে আপনার কপি করা ভিডিও লিঙ্ক পেস্ট করে দিবেন। এরপরে ডাউনলোডের অপশনে ক্লিক করলে বাকি কাজ তারাই করে দিবে আপনাকে।

vidload

এই অ্যাপটি অন্যান্য অ্যাপের থেকে একটু ভিন্ন। এখানে আপনাকে ভিডিওর লিংক কপি পেস্ট করতে হয় না। বরং আপনার যদি কোন ভিডিও পছন্দ হয় তাহলে আপনি সেই ভিডিও এই অ্যাপে শেয়ার করে ডাউনলোড করে নিতে পারবেন।

কাজটা খুবই সহজ। এখানে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিক টক এর ভিডিও শেয়ার করার সুযোগ পাবেন।

vidpaw

অন্যান্য সব ওয়েবসাইটের ইন্টারফেস থেকে এই ওয়েবসাইটের ইন্টারফেস অনেকটা ভিন্ন। এখানে প্রথমে আপনি যে ভিডিও ডাউনলোড করবেন, সে ভিডিওর লিঙ্ক কপি করে পেস্ট করে নিবেন। এরপর নিচে গিয়ে আপনি কোন কুয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে নিবেন।

এখানে MP4, MP3, 3GP, Audio, Subtitle ইত্যাদি আকারের বিভিন্ন কুয়ালিটির ভিডিও ডাউনলোড করার সুযোগ পেয়ে যাবেন এখান থেকে। এর পর পাশে থাকা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিবেন আপনার দেওয়া ভিডিওটি।

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে এই অংশটি আপনার জন্য। ফেসবুক থেকে যেকোন ভিডিও সহজ ও দ্রুত গতিতে কোনরকম বাধা ছাড়া ডাউনলোড করার জন্য আপনারা অনেকেই ভিডিও ডাউনলোড সফটওয়্যার ব্যবহার করতে চান।

আমরা জানি, সফটওয়্যার ডিজিটাল বা ইলেকট্রনিক ডিভাইসের যেকোন নির্দিষ্ট একটি কাজ নিখুঁতভাবে সম্পাদন করতে ব্যবহৃত হয়। মোবাইল ও ট্যাবলেট এর ব্যবহার উপযোগী সফটওয়্যার গুলো হল মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ, যা সাধারণত নির্দিষ্ট একটি কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।

বর্তমান সময়ে ব্যবসা, চাকুরি সহ দৈনন্দিন বিভিন্ন কাজে নানা ধরনের মোবাইল সফটওয়্যার এর ব্যবহার কাজ সম্পাদন করাকে সহজ ও দ্রুত করে দিয়েছে।

এরই ধারাবাহিকতায়, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন সফটওয়্যার এর জনপ্রিয়তা বর্তমানে শীর্ষে রয়েছে। বিশেষ করে যারা কোন রকম বাধা বিঘ্ন ছাড়া ন্যূনতম সময়ে ভিডিওর র গুণমান একই রকম রেখে নিজের মোবাইলে ভিডিও ডাউনলোড করতে চান তাদের জন্য মোবাইল এপ্লিকেশন বা সফটওয়্যার গুলো আশীর্বাদস্বরূপ।

আরো পড়ুনঃ ফেসবুক কত ভাবে কত টাকা দেয় জেনে নিন

অনলাই্নে খুঁজলে আপনি ভিডিও ডাউনলোড করার অনেক সফটওয়্যার পাবেন, তবে সব সফটওয়্যার ফ্রিতে ব্যবহার করা যায় না আবার অনেক সময় ব্যবহার করা অনেক ঝামেলার। তাই আপনারা সহজ ও ফ্রিতে ইন্সটল করে ব্যবহার করা যাবে এরকম সফটওয়্যার এর খোঁজ করেন।

নিচের আলোচনা থেকে জেনে নিন ৮টি জনপ্রিয় ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কেঃ

4kdownload

ফেসবুক ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এটি একটি জনপ্রিয় সফটওয়্যার। যদিও এই সফটওয়্যারটি আপনার পিসি, macOS বা linux এর মত ডিভাইসে ব্যবহার করতে পারবেন। এই সফটওয়্যারটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

শুধু ফেসবুক বা ইউটিউব নয় এই সফটওয়্যার ব্যবহার করে আপনারা টিকটক ও ইনস্টাগ্রাম এর মত সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এই সফটওয়্যার বড় সুবিধা হল এখানে 4k image compressor ব্যবহার করে আপনি ভিডিও ছাড়াও ছবি বা ইমেজ রিসাইজ করার সুযোগ পাবেন। ছবি jpeg, png, webp তে কনভার্ট করতে পারবেন।

তবে সফটওয়্যারটি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করার জন্য আপনাদের পেমেন্ট করতে হবে।

JDownloader2

ভিডিও ডাউনলোড করার আরেকটি জনপ্রিয় সফটওয়্যার JDownloader2। এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য প্রথমেই আপনাকে ডাউনলোড করার পর আপনার পিসিতে ইন্সটল করে নিতে হবে।

এটি আপনি সম্পূর্ণ ফ্রিতে বা বিনামূল্যে করতে পারবেন।

সফটওয়্যারটি আপনার পিসিতে ডাউনলোড করে ইন্সটল করার পর যেকোন ভিডিও সহজে এবং দ্রুত ডাউনলোড করার সক্ষমতা প্রদান করে। 

এই সফটওয়্যার টি যে কোন ভিডিও ডাউনলোড শুরু করা, বন্ধ করা, পজ করা, অটো এক্সট্রাক্ট আর্কাইভ সহ আরো কিছু সুবিধা দ্রুত ও কার্যকর ভাবে ভিডিও ডাউনলোড করার সুবিধা প্রদান করে। আপনার মূল্যবান সময় বাঁচাতে দ্রুত ভিডিও ডাউনলোড করতে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

 Internet Download Manager (IDM)

Internet Download Manager (IDM) একটি জনপ্রিয় ভিডিও ডাউনলোড সফটওয়্যার, যে সফটওয়্যারটি দাবি করে যে কোন ডাউনলোড ৮ গুণ দ্রুত গতিতে করা সম্ভব। আপনি যদি যে কোন ভিডিও ডাউনলোড কোনরকম অপেক্ষা করা ছাড়া ত্বরান্বিত করতে চান, তাহলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন।

এই সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনি ৩০ দিনের ফ্রী টায়াল উপভোগ করতে পারবেন। এই সফটওয়্যারটি এমন ভাবে তৈরি করা হয়েছে যা যেকোন ভিডিও সংঘটিত ও সিডিউলড ভিত্তিক ডাউনলোড করা যায়।

ভিডিও ডাউনলোড করার সময় বৈদ্যুতিক কানেকশন চলে গেলে, কম্পিউটার শাটডাউন হওয়ার ফলে, নেটওয়ার্ক প্রবলেম সহ অন্যান্য অনাকাঙ্ক্ষিত কারণে যে কোনো ধরনের ভিডিও ব্রকেন রিপেয়ার করে ডাউনলোড করার সুবিধা প্রদান করে।

তাই ভিডিও ডাউনলোড করতে আপনি যদি ঝামেলা হীন ভাবে দ্রুতগতির কোন সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এই সফটওয়্যারটি ফ্রী টায়াল ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারেন।

Freemake Video Downloader

Freemake মূলতঃ একটি ইউটিউব ভিডিও ডাউনলোডার সফটওয়্যার। তবে আপনি চাইলে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিডিও এবং ফিল্ম, মুভি, কার্টুন, যে কোন ভিডিও ক্লিপস সহজে এই সফটওয়্যার এর সাহায্যে ডাউনলোড করতে পারবেন।

এই সফটওয়্যারটি windows PC ও macOS ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে. সম্পূর্ণ ফ্রিতে সফটওয়্যার টি সাহায্যে  4k ও ফুল HD কোয়ালিটিটি ভিডিও দ্রুত ও সহজে ডাউনলোড করা যায়। এছাড়া অন্যান্য ফরম্যাটেও আপনারা ভিডিও এই সফটওয়্যারটির সাহায্যে ডাউনলোড করতে পারবেন।

এখানে আপনি ভিডিও কোয়ালিটি চুজ করার সাথে সাথে পুরো একটি চ্যানেল ডাউনলোড করে নিতে পারবেন আপনার অবসর সময়ে অফলাইনে দেখার জন্য। শুধুমাত্র আপনার পছন্দের ভিডিওর লিংক বা url কপি করে এই সফটওয়্যার পেস্ট করে দিলে ডাউনলোড হতে থাকবে। কোন ধরনের বিজ্ঞাপন এবং ওয়াটার মার্ক ছাড়া সফটওয়্যার টি ফুল ভার্সন ফ্রিতে পেয়ে যাবেন।

ETM Video Downloader

ETM Video Downloader একটি অ্যান্ড্রয়েড মোবাইল ভিডিও ডাউনলোড করার অ্যাপস। গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন।

এই অ্যাপটির সাহায্যে যে কোন ভিডিও ওয়াটার মার্ক ছাড়াই ফেসবুক টিক টক থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

ভিডিও ডাউনলোড করার অ্যাপস হিসেবে এই সফটওয়্যারটি এতটাই জনপ্রিয় যে google রেংকিং এ বর্তমানে ১০টি দেশের ব্যবহারকারীদের তালিকায় ১০০ এর মধ্যে রয়েছে। বর্তমানে একটি ১০ মিলিয়নের বেশি ইনস্টলমেন্ট রয়েছে।

তাই ঝামেলা হীন ভাবে ভিডিও ডাউনলোড করতে জনপ্রিয় এই অ্যাপটি ব্যবহার করতে পারেন আপনিও।

Just Download it

Just Download it একটি জনপ্রিয় ভিডিও ডাউনলোডার অ্যাপ। এটি এমন একটি অ্যাপ যার সাহায্যে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন সহজ এবং দ্রুতগতিতে এইচডি কোয়ালিটিতে।

এই একটি মাত্র অ্যাপ ইন্সটল করে করে আপনি শুধু মাত্র ভিডিও ডাউনলোড করতে পারবেন এমন নয়, বরং QR কোড স্ক্যান করতে পারবেন, যেকোনো ভয়েস টেক্সট আকারে রূপান্তর করতে পারবে্ন, ফটো ট্রান্সলেট করতে পারবেন, যেকোনো ভাষার ভয়েস অনুবাদ করতে পারবেন।

তাই আপনি যদি একটি মাল্টি টাস্কিং অ্যাপ খোজেন যে অ্যাপের সাহায্যে শুধু ভিডিও ডাউনলোড নয় আরো বহুমুখী কাজ করতে পারবে তাহলে এই অ্যাপটি এখনই আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

Fast video Downloader

ভিডিও ডাউনলোড করার এটি এমন একটি সফটওয়্যার যেটি দিয়ে আপনি বিভিন্ন ফরমেটে এবং রেজুলেশনে আপনার পছন্দের ভিডিওটি ডাউনলোড করে আপনার ডিভাইসে সংরক্ষণ করে নিতে পারবেন।

এই সফটওয়্যারটি আপনার সব রকম গোপনীয়তা রক্ষা করবে, আপনি যে কোন স্টোর থেকে ভিডিও ডাউনলোড করেন না কেন।

তাই আপনি যদি ঝামেলা হীন ভাবে অনলাইনে যে কোন ভিডিও এক্সেস করে ডাউনলোড করতে চান তাহলে এই সফটওয়্যারটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যারটি আপনাকে কোন রকম থার্ড পার্টি সহায়তা ছাড়াই যেকোন ভিডিও ডাউনলোড করে দ্রুততম সময় সেভ করতে নিশ্চয়তা প্রদান করে।

ভিডিও ডাউনলোড করা ছাড়াও এই অ্যাপটি একটি মাল্টি ফাংশনাল অ্যাপ যার সাহায্যে আপনি আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেমনঃ

  • প্রাইভেট মুড চালু করতে পারবেন
  • ফ্রিতে অ্যাড ব্লক করতে পারবেন
  • সহজে অ্যাপ সার্চ করতে পারবেন
  • ইজি নেভিগেশন করতে পারবেন
  • প্রক্সি সার্ভার এর কাজ করবে

All Video Downloader - V

All Video Downloader একটি সহজ ব্যবহার উপযোগী ভিডিও ডাউনলোড করার অ্যাপ। এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। সম্পূর্ণ ফ্রিতে আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপটি দিয়ে সোশ্যাল মিডিয়ার ভিডিও যেমনঃ ফেসবুক সহ অন্যান্য জনপ্রিয় সাইটের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

সকল ফরমেটে ডাউনলোড করার সুবিধা সহ আপনার সোশ্যাল মিডিয়ার যেকোন ফুল HD ভিডিও এমনকি আপনার বন্ধুর শেয়ার করা ভিডিও সহজ ও দ্রুত গতিতে ডাউনলোড করার সুবিধা প্রদান করে।

এই অ্যাপ দিয়ে আপনারা দুভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেনঃ

অন্তনির্মিত ব্রাউজার দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ার বা অন্যান্য ভিডিও সাইট ব্রাউজ করে যে ভিডিওটি ডাউনলোড করতে চান তার প্লে বাটনে ক্লিক করার পর ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে।

এছাড়া আপনার সোশ্যাল নেটওয়ার্ক বা ভিডিও সাইটের যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির লিংক কপি করে এই অ্যাপে পেস্ট করে দিলে ডাউনলোড হয়ে যাবে। এবং পরবর্তীতে এই ভিডিও আপনি অফলাইন থাকা অবস্থায়ও দেখতে পাবেন।

সফটওয়্যার ছাড়া ফেসবুক ভিডিও ডাউনলোড

ফেসবুক ভিডিও ডাউনলোড করতে আমরা সাধারণত বিভিন্ন সফটওয়্যার বা টুলস ব্যবহার করে থাকি। অনলাইন ঘাটাঘাটি করলে প্রচুর অ্যাপস ও সফটওয়্যার পাওয়া যায় যেগুলো দিয়ে সহজে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা যায়।

কিন্তু আমরা অনেকেই আছি যারা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করতে খুব একটা স্বাচ্ছন্দ বোধ করি না। বিশেষ করে নির্দিষ্ট অ্যাপসটি প্রথমে নিজের মোবাইলে ইন্সটল করার ঝামেলা অনেকেই করতে চায়না, এছাড়া বিরক্তিকর বিজ্ঞাপন তো রয়েছেই।

এখন আমরা যারা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে কোন টুলস ব্যবহার করতে চাই না, তাদের জন্য কি কোন সহজ উপায় রয়েছে? অর্থাৎ যে পদ্ধতিতে ঝামেলা হীন ভাবে ফেসবুক থেকে যেকোন ভিডিও ডাউনলোড করে মোবাইলের গ্যালারিতে সেভ করা যাবে কিনা এ বিষয়ে অনেকেই জানতে চান।

সাধারণত ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে দুটি পদ্ধতি ব্যবহার করা হয়ঃ

  • বিভিন্ন সফটওয়্যার বা টুলস ব্যবহার করে
  • ম্যানুয়াল অপশন ব্যবহার করে

সফটওয়্যার ছাড়া facebook থেকে ভিডিও ডাউনলোড করতে আমাদের তাহলে ম্যানুয়াল অপশন ব্যবহার করতে হবে। ম্যানুয়াল ভাবে ভিডিও ডাউনলোড করা খুবই সহজ, শুধু আপনাকে এই প্রক্রিয়াটি বুঝতে হবে।

নিচের আলোচনা থেকে ধাপে ধাপে জেনে নিনঃ

  • সফটওয়্যার ছাড়া মানুয়ালি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে প্রথমে আপনার পছন্দের ভিডিওতে ক্লিক করে ভিডিওর মাঝখানে কার্সার রেখে ডান বাটনে ক্লিক করলে যে অপশন গুলো দেখা যাবে সেখানে copy link address নামে একটি অপশন দেখতে পাবেন। copy link address এ ক্লিক করে ভিডিওটি লিংক কপি করে নিন।
  • এই লিংকটি এখন আপনি আপনার ব্রাউজারের এড্রেস বারে পেস্ট করুন। আমরা জানি যে কোন এড্রেস খুঁজতে সাধারণত https://www দিয়ে লিংকটি শুরু হয়। এখানে একটি উদাহরণের সাহায্যে দেখানো হলোঃ  https://www.facebook.com/reel/2016792528732075/?s=single_unit&__cft__[0]=AZVNj7lqBYE5LOgCjRgH0p18Jcfw8GNmNG9KFgBCFEA89J5zrKF2NrRmhgHqnrofZw7Omd7w6vdtlNVv9Wcqmo5XlV2cbZh8eKPor9ylwKQOjBQKn6UPF3DsUlzhWB0mnNj7ke482qvTaSO37buE0A0qaE5LmRJb9ACQLYvc_-pPbidmBTKI7RWPiMtT5h6YOcfwu7kkjv11pORzpxP1aIm8UN1XMGj_SWf8iT3v0hPZtJquKxtSOWdCqcj9LmP7fhE&__tn__=H-R
এটি একটি ফেসবুক ভিডিওর লিংক। এই লিংকটি কম্পিউটার বা পিসিতে ব্যবহার করার লিংক। এজন্য আপনি যদি আপনার মোবাইলে ভিডিওটি ডাউনলোড করে সেভ করে নিতে চান তাহলে এখানে সামান্য একটু পরিবর্তন করতে হবে।

এখানে www এর পরিবর্তে শুধু m ব্যবহার করতে হবে, বাকি সব একই রকম থাকবে। m ব্যবহার করার পর লিংকটির শুরু এরকম হবে:

 https://m.facebook.com/reel/2016792528732075/?s=single_unit&__cft__[0]=AZVNj7lqBYE5LOgCjRgH0p18Jcfw8GNmNG9KFgBCFEA89J5zrKF2NrRmhgHqnrofZw7Omd7w6vdtlNVv9Wcqmo5XlV2cbZh8eKPor9ylwKQOjBQKn6UPF3DsUlzhWB0mnNj7ke482qvTaSO37buE0A0qaE5LmRJb9ACQLYvc_-pPbidmBTKI7RWPiMtT5h6YOcfwu7kkjv11pORzpxP1aIm8UN1XMGj_SWf8iT3v0hPZtJquKxtSOWdCqcj9LmP7fhE&__tn__=H-R
  • m দিয়ে লিংকটি পরিবর্তন করার পর, এই পর্যায়ে আপনি লিংকটিতে ক্লিক করে প্রবেশ করুন। এখন ভিডিওটির মোবাইল ভার্সন দেখতে পাবেন।
  • এবারও ভিডিওর মাঝখানে কার্সার রেখে ডান বাটনে ক্লিক করলে save video as অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে ভিডিওটি নিয়মমাফিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।
  • এভাবে আপনি ম্যানুয়ালি এই ট্রিকস ফলো করে সফটওয়্যার ছাড়া ফেসবুক থেকে যেকোন ভিডিও আপনার মোবাইলের গ্যালারিতে সহজেই ডাউনলোড করার পর সেভ করে নিতে পারবেন।

লিংক থেকে ভিডিও ডাউনলোড

যেকোনো লিংক থেকে ভিডিও ডাউনলোড কিভাবে করা যায় এ সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান। লিংক থেকে ভিডিও ডাউনলোড করার প্রক্রিয়াটি খুবই সহজ। কিছু সহজ স্টেপ অনুসরণ করে সহজেই আপনি যে কোন লিংক ব্যবহার করে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

সেটা হোক যে কোন মুভি ভিডিও লিংক বা যেকোনো ওয়েবসাইট ভিডিও লিংক।

সিনেমা বা মুভি লিংক ব্যবহার করে ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা সহজ ৩টি অ্যাপস (মোবাইল ব্যবহারকারীরা google play store থেকে) পিসি ব্যবহারকারীরা সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারেন। যেমনঃ BitTorrent, u Torrent, BitLord.

এই অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করে লিংক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য নির্দিষ্ট ভিডিওর লিংক কপি করে অ্যাপে পেস্ট করে দিলে ডাউনলোড শুরু হবে।

অনেক সময় প্রায় মুভির ডাইরেক্ট লিঙ্ক থাকে। ডাইরেক্ট লিংক থাকলে সাধারণভাবে ডাউনলোড দিলে ভিডিও ডাউনলোড হয়ে যাবে।

আর যে কোন ওয়েবসাইট যেমনঃ ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিক টক, ইউটিউব এর লিংক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য RetaTube এর মত সফটওয়্যার ব্যবহার করতে পারেন।

আপনি যেকোন ডিভাইস যেমনঃ এন্ড্রয়েড, ios,, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহার করে এই সফটওয়্যার এর সাহায্যে ইজিলি এবং দ্রুত লিংক থেকে উচ্চমানের ভিডিও ডাউনলোড করতে পারবেন।

এই সফটওয়্যারটি কোনরকম ওয়াটার মার্ক ছাড়া যে কোন সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করা যায়, এ কারণে ব্যবহারকারীদের কাছে এই সফটওয়্যারটি জনপ্রিয়তা অনেক বেশি।

ফেসবুক-ভিডিও-ডাউনলোড-অ্যাপস-ওয়েবসাইট

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম খুবই সহজ। আপনাদের হয়তো অনেকের ধারণা না থাকার কারণে ফেসবুক থেকে ভিডিও সহজে ডাউনলোড করতে পারেন না। কিছু সহজ ধাপ অনুসরণ করে আপনি সহজে ফেসবুক থেকে ভিডিও আপনার যে কোন ডিভাইসে ডাউনলোড করে নিতে পারবেন।

নিচে আপনাদের সুবিধার্থে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম বা প্রক্রিয়াগুলো সহজে ভাষায় দেখানো হলোঃ

ভিডিও লিংক বা URL ( uniform Resource locator) কপি করুন

ফেসবুক থেকে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করার পর ভিডিওটির লিঙ্ক বা url কপি করুন। আপনার ফেসবুকের সিলেক্টেড ভিডিওর উপরে ডান পাশে যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করে শেয়ার অপশন বা কপি লিংক ক্লিক করলে ভিডিওটির url অনুলিপি হয়ে যাবে।

লিংক বা ইউআরএল পেস্ট করুন

আপনি ভিডিওটির যে লিঙ্ক বা ইউআরএল কপি করলেন তা যে ফেসবুক ডাউনলোডার অ্যাপ/ওয়েবসাইট টুল ব্যবহার করে ডাউনলোড করতে চান তার নির্ধারিত স্থানে কপিটি পেস্ট করুন।

ভিডিও ডাউনলোডের গুণমান নিশ্চিত করুন

আপনি যে ডিভাইসটি ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন, বা ট্যাবলেট, ডিভাইস অনুযায়ী আপনার ডাউনলোড করার ভিডিওটি গুণমান নিশ্চিত করুন। এক্ষেত্রে আপনার ডিভাইসের ধারণ ক্ষমতা এবং আপনার পছন্দের উপর ভিত্তি করে অ্যাপ বা টুলটির বিকল্প গুলির মধ্য থেকে সেরাটি নির্বাচন করুন। যা আপনাকে আপনি ভিডিওটির সর্বোত্তম ভার্সন পেতে সহায়তা করবে।

ডাউনলোড করতে ডাউনলোড বোতামে ক্লিক করুন

এই পর্যায়ে আপনার গুণবান বাছাই পর্ব নিশ্চিত হওয়ার পর ভিডিও ডাউনলোড করতে নির্ধারিত ডাউনলোডার বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর ভিডিওটি ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে এবং যত দ্রুত সম্ভব আপনার ডিভাইসে সংরক্ষিত হবে যা আপনি শীঘ্রই দেখতে পাবেন।

সংরক্ষিত ভিডিও দেখুন বা শেয়ার করুন

ভিডিওটি ডাউনলোড প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার ডিভাইসের নির্দিষ্ট ফোল্ডার বা গ্যালারিতে ভিডিওটি দেখতে পাবেন বা এক্সেস করতে পারবেন। এখন এই ভিডিও আপনি অনলাইনে না থাকা অবস্থায় দেখতে পাবেন এবং প্রয়োজনে আপনার পরিচিতজনদের মধ্যে শেয়ার করতে পারবেন।

এভাবে উপরে উল্লেখিত প্রক্রিয়াটি অনুসরণ করে নির্ধারিত অ্যাপ বা টূল ব্যবহার করে সহজে আপনি ফেসবুক থেকে যেকোন ভিডিও আপনার ডিভাইসে। ডাউনলোড করে সংরক্ষণ বা সেভ করতে পারবেন।

একই প্রক্রিয়া অনুসরণ করে আপনারা ফেসবুক রিল ভিডিও ডাউনলোড করে আপনার মোবাইলের গ্যালারিতে সংরক্ষণ বা সেভ করে নিতে পারবেন।

ইউটিউব ও ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড

প্রিয় বন্ধুরা, ফেসবুক ও ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার প্রচুর অ্যাপস অনলাইনে রয়েছে। তবে আপনাদের জন্য আর্টিকেলের এই অংশে, ভিডিও ডাউনলোড করার জনপ্রিয় একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব। অ্যাপসটির নাম- Max Video Downloader.

এই অ্যাপস ব্যবহার করে আপনারা ফেসবুক ও ইউটিউব থেকে যে কোন ভিডিও সহজে ও দ্রুততম সময়ে কোনরকম ওয়াটার মার্ক ছাড়া ডাউনলোড করে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন।

শুধু ফেসবুক ও ইউটিউব নয় এই অ্যাপটি ব্যবহার করে আপনারা যে কোন সোশ্যাল মিডিয়ার ভিডিও যেমনঃ  ইনস্টাগ্রাম, টিক টক, লাইকি, টুইটার এর যে কোন ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

তাহলে চলুন ধাপে ধাপে দেখে নিন ডাউনলোড প্রক্রিয়াঃ

উল্লেখিত অ্যাপটি ডাউনলোড করুনঃ Max Video Downloader অ্যাপটি গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন। প্রথমে অ্যাপের নাম লিখে প্রথমে যে অ্যাপটি দেখতে পাবেন সেখানে ক্লিক করে অ্যাপের ভিতরে প্রবেশ করুন। তারপর অ্যাপটি ডাউনলোড করে আপনার মোবাইলে ইন্সটল করে নিন।

নির্ধারিত ভিডিওর লিংক বা ইউআরএল কপি করুনঃ এই পর্যায়ে আপনি যে ভিডিওটি ফেসবুক থেকে ডাউনলোড করতে চান সেই ভিডিওর সেই ভিডিওর লিংক বা url কপি কপি করুন ।আপনি যে ভিডিওটি ডাউনলোড করতে চান, ওই ভিডিওর নিচে ডানপাশে শেয়ার অপশনে ক্লিক করুন।

কপি লিংক অপশনটি বেছে নিনঃ শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি কপি লিংক অপশন লেখাটি দেখতে পাবেন। এই লেখাটির উপরে ক্লিক করে ভিডিওর লিংক বা url কপি করে নিন।

অ্যাপে পেস্ট করুনঃ ভিডিও এর লিঙ্ক বা ইউআরএল কপি করার পর আপনি যে অ্যাপটি আপনার মোবাইলে কিছুক্ষণ আগে ইন্সটল করেছেন সরাসরি সেই অ্যাপে প্রবেশ করে ইউআরএলটি পেস্ট করে দিন।

সার্চ অপশন এ ক্লিক করুনঃ ভিডিও লিংক বা ইউআরএল পেস্ট করার পর নিচের সার্চ অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর অ্যাপটি আপনার ভিডিওটি খুঁজে পেতে নিচে দেখতে পাবেন।

ভিডিওর গুণমান নিশ্চিত করুনঃ এই পর্যায়ে আপনি ভিডিওটির সংস্করণ বাছাই করতে পারবেন। অর্থাৎ আপনি কোন কোয়ালিটিতে ভিডিও টি ডাউনলোড করতে চান তা এখান থেকে আপনি চুজ করতে পারবেন। ভিডিও নরমাল কোয়ালিটি অর ভিডিও হাই কোয়ালিটি যেকোনো একটি বেছে নিন। বাছাই করার পর অপশনে ক্লিক করুন।

গ্যালারিতে সেভঃ এই পর্যায়ে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে আপনার মোবাইলের গ্যালারিতে অটো সেভ হয়ে যাবে।

উপরে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে মাত্র কয়েক সেকেন্ডে আপনি এই ভিডিও র ডাউনলোড অ্যাপ দিয়ে ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন তাও আবার কোন রকম ওয়াটার মার্ক ছাড়া।

ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস/ওয়েবসাইট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ ফেসবুক থেকে কিভাবে ভিডিও নামানো যায়?

উত্তরঃ ফেসবুক থেকে খুব সহজ কিছু প্রক্রিয়া অনুসরণ করে যে কোন ভিডিও আপনার মোবাইলে ডাউনলোড বা নামিয়ে নিতে পারবেন। যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির লিংক বা ইউআরএল কপি করে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস বা ওয়েবসাইটে লিংকটি পেস্ট করে দিলে ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এভাবে আপনি সহজে ফেসবুক থেকে ভিডিও নামাতে পারেন।

প্রশ্নঃ ফেসবুক থেকে অন্যের লাইভ ভিডিও কিভাবে ডাউনলোড করব?

উত্তরঃ আপনার ফেসবুক একাউন্ট থেকে অন্যের লাইভ ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওর উপরে তিনটি অনুভূমিক বিন্দুতে আলতোভাবে প্রেস করুন এবং ভিডিওর লিংক বা ইউআরএল টি কপি করে নিন। আপনার মোবাইলে ডাউনলোড ও ইনস্টল করা ভিডিও ডাউনলোড অ্যাপে ফিরে গিয়ে কপি করা লিংকটি পেস্ট করে দিন। পেস্ট করে দিয়ে ডাউনলোডে প্রেস করলেই ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে।

প্রশ্নঃ ফোনের গ্যালারিতে ফেসবুক ভিডিও ডাউনলোড করব কিভাবে?

উত্তরঃ আপনার ফোনের গ্যালারিতে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে ভিডিওটির উপরে ডান দিকে তিন বিন্দুতে আলতো চাপ দিন। এখানে আপনি ভিডিওটি ডাউনলোড করা যাবে কিনা এটি দেখতে পাবেন। যদি ভিডিওটি ডাউনলোডযোগ্য হয় তাহলে ফোনের গ্যালারিতে সংরক্ষণ করুন বা ডাউনলোড করুন দেখতে পাবেন। এখানে চাপ দিলে আপনার পছন্দ করা ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ হবে।

প্রশ্নঃ ফেসবুক ভিডিওর সাইজ কত?

উত্তরঃ ফেসবুক লং ফ্রম ভিডিও সাইজ কত নিচে দেখে নিন।

ভিডিও রেশিওঃ Landscape - 16:9 ( size 1920 X 1080 pixel)

                          Vertical-9:16 ( size 1080 X1920 pixel)

লেখকের মতামত

প্রিয় পাঠক, ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস/ওয়েবসাইট সম্পর্কে আজকে আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি। বর্তমান প্রযুক্তির উৎকর্ষতায় মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়ে গিয়েছে। এরই ধারাবাহিকতায় সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় প্লাটফর্ম ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে নিজের মোবাইলের গ্যালারিতে সেভ করা এখন আরো সহজ ও দ্রুততর হয়েছে।

আর এই কাজটি অনলাইনে থাকা বিভিন্ন ধরনের ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস ও ওয়েবসাইট দ্বারা সম্ভব, যা আজকের আর্টিকেলে আপনারা সেরা ১৫টি সম্পর্কে জানতে পেরেছেন। এছাড়া ফেসবুক ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সহ আরো অন্যান্য বিষয়ে আপনারা জেনেছেন। আশা করি আজকের আর্টিকেলটি পড়ে আপনাদের ফেসবুক ভিডিও ডাউনলোড সম্পর্কিত নানা সমস্যার সমাধান পেয়ে যাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url