ফ্রি বাংলা ই বুক ডাউনলোড - ফ্রি ই বুক ডাউনলোড মোবাইল অ্যাপস

ফ্রি বাংলা ই বুক ডাউনলোড করে এখন ঘরে বসে বিনা খরচে নিজের পছন্দমত বই ডাউনলোড করা যায়। আজকের আর্টিকেল পড়ে জেনে নিন, বাংলা ই বুক ফ্রিতে ডাউনলোড করার জনপ্রিয় ১০টি সাইট ও ফ্রি ই বুক ডাউনলোড মোবাইল অ্যাপস সম্পর্কে। খুবই সহজ ও পরিষ্কারভাবে।

ফ্রি-বাংলা-ই-বুক-ডাউনলোড

বর্তমান ডিজিটাল যুগে ই-বুক মানুষের বই পড়াকে অনেক সহজ করেছে। এখন আপনার পছন্দের তালিকায় থাকা যে কোন বই না কিনেও অনলাইনে সার্চ দিয়ে পড়তে পারবেন। আর এই সুযোগটি তৈরি করে দিয়েছে অনলাইন ভিত্তিক কিছু বই পড়ার ফ্রি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস।

তাই আপনারা যারা ফ্রি বাংলা ই বুক ডাউনলোড, পিডিএফ বই ফ্রি ডাউনলোড, বাংলা বই PDF free download, বাংলা বই ডাউনলোড সাইট, বিনামূল্যে বই ডাউনলোড, বাংলা উপন্যাস pdf free download সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ দিয়ে থাকেন তাদের জন্য আজকের পোস্টটি উপকারে আসতে চলেছে।পোস্ট সূচিপত্রঃ

ই বুক কি

ই-বুক মূলতঃ একটি ইলেকট্রনিক বুক। অর্থাৎ ই-বুক হল ডিজিটাল ফরমেটে প্রকাশিত বই যেখানে লেখা, ছবি, চিত্রলেখা ও অন্যান্য তথ্য একই রকম থাকে। ই বুককে ই-বুক, ইলেকট্রনিক বুক, ডিজিটাল বুক, ই স্বয়ংক্রিয় বুক ইত্যাদি নামেও বলা যায়। ইলেকট্রনিক বুকের সংক্ষিপ্ত রূপকে ই-বুক বলে।

সাধারণত ই-বুক পাঠ করার জন্য বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস যেমনঃ মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপ, ট্যাবলেট ব্যবহার করা হয়।

ই-বুক ৫ ধরনের হয়ে থাকে, যেমনঃ
  • সাধারণ কোন বইয়ের হুবহু ইলেকট্রনিক ফরমেট ব্যবহার করে ই-বুক তৈরি করা হয়।
  • এইচটিএমএল কোড ব্যবহার করে শুধুমাত্র অনলাইনে বা ইন্টারনেটে পড়ার জন্য ই-বুক তৈরি করা হয়
  • মুদ্রিত বই এর হুবহু ইলেকট্রনিক ফরমেটে প্রকাশিত বই তবে আরো অনেক সুবিধা বিদ্যমান সহ এই ই বুক তৈরি করা হয়।
  • আরেক ধরনের ই-বুক রয়েছে যা সাধারণত চৌকস ই-বুক নামে পরিচিত
  • ই-বুকের অ্যাপস হলো আরেক ধরনের ই বুকের প্রকারভেদ।

ফ্রি বাংলা ই বুক ডাউনলোড

ফ্রি বাংলা ই বুক ডাউনলোড সম্পর্কে আর্টিকেলের প্রথমে জেনে নিন। ফ্রি বাংলা ই বুক ডাউনলোড করতে প্রয়োজন আপনার মোবাইলে ডাটা সংযোগ বা দ্রুতগতির ইন্টারনেট। তাহলেই আপনি সহজে ক্রোম ব্রাউজার বা গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে বাংলা ই-বুক ডাউনলোড করতে পারবেন। এখন আর টাকা খরচ করে দোকানে গিয়ে খুঁজে খুঁজে আপনার পছন্দের বইটি কিনতে হবে না।

আরো পড়ুনঃ ছবি এডিট করার সফটওয়্যার ডাউনলোড সেরা ১০টি

নিজের পছন্দমত বই ডাউনলোড করে যেকোনো জায়গায় ও যে কোন সময় বই পড়ুন জনপ্রিয় ও সেরা কয়েকটি সাইট থেকে। এছাড়া অনেক পুরনো মৌলিক বই রয়েছে যেগুলো হয়তো বাজারে খুঁজলে পাওয়া যায় না। আপনি যদি এই সকল সাইটে একটু খোঁজ করেন তাহলে সহজেই পেয়ে যাবেন।

ই-বুক ডাউনলোড করে শুধু পড়াই নয়, আপনার দৈনন্দিন কাজ করার সাথে সাথে আপনি বাছাইকৃত বইয়ের অডিও শুনতে পাবেন। আর এই সুযোগটি তৈরি করে দিয়েছে অনলাইনে কিছু নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।

নিচে ফ্রি বাংলা ই বুক ডাউনলোড করার জনপ্রিয় ও নির্ভরযোগ্য ১০টি সাইট এর তালিকা সম্পর্কে জেনে নিনঃ

  • BengalieBook
  • Allbanglaboi.com
  • Allboi.com
  • Freepdfhouse.com
  • Amarboi.com
  • BDebooks.com
  • BanglaBook.org
  • Boierpathsala
  • Bangla Library
  • Academic and Admission Pathshala

BengalieBook

অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে বাংলা বই পড়তে ও ডাউনলোড করতে পারেন এই সাইট থেকে। এই সাইটে রয়েছে বাংলা বইয়ের প্রচুর সংগ্রহ। এখানে পাবেন কাজী নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, মহাদেব সাহা, হুমায়ূন আহমেদ, হেলাল হাফিজ, মোঃ জাফর ইকবালসহ আরো অনেক বিখ্যাত ও প্রখ্যাত লেখকের সব ধরনের বই।

এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারেন।

Allbanglaboi.com

আপনি কি ধরনের বই পড়তে পছন্দ করেন- উপন্যাস, প্রেমের বই, ভৌতিক, মজার গল্প, হাসির বই, কমিক্স, সেবা প্রকাশনীর বই, সিরিজ ধরনের বই, সব ধরনের বইয়ের সংগ্রহ পাবেন এই সাইটে। এপার বাংলাসহ ওপার বাংলারও জনপ্রিয় ও বিখ্যাত লেখকের বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে এই সাইটে।

বিনামূল্যে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Allboi.com

BDebooks এর মত প্রায় একই ধরনের ইন্টারফেস পাবেন Allboi.com সাইটে। এই সাইটে রয়েছে জনপ্রিয় ও বিখ্যাত লেখকদের পুরানো ও বর্তমান সময়ের জনপ্রিয় বইয়ের একটি অসাধারণ লাইব্রেরী। এই সাইট থেকে আপনি বিনামূল্যে যেকোনো বইয়ের পিডিএফ ডাউনলোড করতে পারবেন।

বিনামূল্যে ই-বুকগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Freepdfhouse.com

গল্প, উপন্যাস, থ্রিলার, সাহিত্য, একাডেমিক ও ধর্মীয় বইয়ের এক বিশাল সংগ্রহের নাম Freepdfhouse.com। আপনার পছন্দের যেকোনো  বিদেশি ভাষার বইয়ের অনুবাদ আপনি এই সাইটে খুঁজলে পেয়ে যাবেন। এর সাথেও এখানে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের লেখকদের জনপ্রিয় সব বইসমূহ । সাইটে আপনি আপনার পছন্দের যে কোন বইয়ের পিডিএফ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

কোনরকম ঝামেলা ছাড়াই আপনি যদি আপনার পছন্দের বই ডাউনলোড করতে চান তাহলে এই সাইটটি তে আপনার পছন্দের বইটি খুঁজতে পারেন।

 ফ্রিতে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Amarboi.com

আপনার পছন্দের মধ্যে কি প্রবন্ধ, উপন্যাস, মুক্তিযুদ্ধ, ইতিহাস, কবিতা, ক্লাসিক এরকম সব ধারার বই রয়েছে? আমারবই সাইট থেকে বিশিষ্ট লেখকের এইসব ধারার বই আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তার থেকে বড় কথা, এসব প্রখ্যাত-বিখ্যাত কবি-সাহিত্যিকদের বই একেবারে বিনামূল্যে ডাউনলোড করা যায়।

এখানে পাবেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আজাদ, হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়সহ আরো অনেক জনপ্রিয় লেখকের বিখ্যাত সব বই।

ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

BDebooks.com

বাংলা বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে এই সাইটে। এই সাইটে ২০ হাজারের বেশি বাংলা বই থেকে আপনার পছন্দমত যে কোন বই pdf ডাউনলোড করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এখানে আপনি উপন্যাস, হরর কাহিনী, বাংলা কমেডি ডিটেকটিভ ফিকশন, থ্রিলার, প্রবন্ধ সহ আরো বিষয়ের বই পেয়ে যাবেন।

ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

BanglaBook.org

আপনি কি এমন কোন সাইট খুঁজছেন যেখানে বাংলা বইয়ের বিশাল কালেকশন রয়েছে? এসব কালেকশনের মধ্যে সাম্প্রতিক বইগুলোও রয়েছে? এরকম সাইট খুঁজে থাকলে আপনি নিশ্চিন্ত হয়ে যান যে আপনার আপাতত আর কষ্ট করা লাগবে না। কেননা বাংলা বুক সাইটে আপনি এসব সুবিধাসহ সম্পূর্ণ বিনামূল্যে ই-বুক গুলো ডাউনলোড করতে পারবেন।

হুমায়ূন আহমেদ, কাজী আনোয়ার হোসেন, মোহাম্মদ জাফর ইকবাল, হুমায়ুন আজাদ, ইমদাদুল হক মিলনসহ ওপার বাংলার বিখ্যাত লেখক বিমল কর, বুদ্ধদেব গুহ, মিনাল মৈত্র বাণী বসুসহ আরো অনেক বিখ্যাত কের জনপ্রিয় বইগুলো পেয়ে যাবেন।

ফ্রি ডাউনলোড করতে এখানে  ক্লিক করুন।

Boierpathsala

আপনি আপনার পছন্দের বিভিন্ন লেখকের উপন্যাস, গল্প, নাটক, প্রবন্ধ রহস্যমূলক বই, কবিতা, ছোট গল্প, অনুবাদ ইত্যাদি ধারার বইয়ের ফ্রি ই-বুক ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে।

এছাড়া প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, শিক্ষক সহায়িকা, ইফতেদায়ী মাদ্রাসা, কারিগরি পাঠ্য পুস্তকের পিডিএফ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে। অত্যন্ত সুন্দরভাবে বইয়ের ক্যাটাগরি সাজানো থাকায় এই সাইট থেকে বই খুঁজে পাওয়া ও ডাউনলোড করা খুব সহজ।

ফ্রী ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Bangla Library

বাংলা উপন্যাস, কাব্যগ্রন্থ বা কবিতা, ইতিহাসভিত্তিক, প্রবন্ধ, ইসলামিক বই, কিশোর সাহিত্য, এডভেঞ্চার, গোয়েন্দা কাহিনী, ভৌতিক কাহিনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, ভ্রমণ কাহিনীসহ আরো অনেক বিষয় ভিত্তিক বই এই সাইটে পাবেন। এই সাইটে আপনি ফ্রিতে যেকোনো ধরনের বই পড়তে পারবেন। বিদেশি বইয়ের অনুবাদ বইও এখানে পাবেন।

বিনামূল্যে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Academic and Admission Pathshala

একাডেমিক ও এডমিশন বাংলা ই-বুক এর জনপ্রিয় ও সেরা ই লাইব্রেরী এটি। এখানে আপনি একাডেমিক পড়ালেখার টেক্সট বুক ফ্রিতে পেয়ে যাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং মেডিকেল এডমিশনের যাবতীয় সার্কুলার, প্রশ্নব্যাংক ও গাইড বই এখানে আপনি পাবেন।

এই সাইট থেকে কোন বইয়ের পিডিএফ ডাউনলোড করতে চাইলে আপনাকে mulboi.com সাইটে প্রবেশ করে মূল বইয়ের নাম লিখে সার্চ দিতে হবে।

ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ফ্রি ই বুক ডাউনলোড করার জনপ্রিয় ১৫ টি সাইট

প্রিয় পাঠক, ফ্রি ই বুক ডাউনলোড করার জনপ্রিয় ১৫ টি সাইট এর তালিকা এখন আপনাদের জানাবো। সারা বিশ্বজুড়ে জনপ্রিয় লেখকদের সেরা সব বই এর ফ্রি ই বুক ডাউনলোড করার জন্য নিচে উল্লেখিত এই সাইট গুলো ব্যবহার করতে পারেন।

এমনিতে google এ সার্চ দিলে আপনি প্রচুর সাইট পেয়ে যাবেন যারা দাবি করে যে বিনামূল্যে ই-বুক ডাউনলোড করা যায়। তবে বেশিরভাগ সাইটে আপনি প্রবেশ করতে পারবেন না। তাই আপনার সময় ও শ্রম বাঁচিয়ে কাঙ্খিত পছন্দের বইটি যাতে সহজে খুজে পেতে পারেন এবং ফ্রিতে ডাউনলোড করতে পারেন, এজন্য সেরা ১৫টি সাইটের নাম নিচে দেওয়া হলঃ

  • Get free Books
  • Free Tech Books
  • Internet Archive
  • Any Book
  • PDFBooksWorld
  • PDF Drive
  • Library Genesis
  • BookBoon
  • Open Library
  • Digilibraries
  • B-ok cc
  • Project Gutenburg
  • O'Reilly Books
  • FeedBooks
  • Google Books (Free Section)

বাংলাদেশের জনপ্রিয় ফ্রি ই বুক পড়ার অ্যাপস/সাইট

আপনি যদি বাংলাদেশের জনপ্রিয় ফ্রি ই-বুক পড়ার ও ডাউনলোড করার বিশ্বস্ত অ্যাপস ও সাইট খুঁজে থাকেন, তাহলে আপনার কাঙ্খিত তথ্য এই অংশে পেয়ে যাবেন। বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি অ্যাপস ও ওয়েবসাইটস রয়েছে যেখান থেকে ই-বুক ডাউনলোড করার ও পড়ার সুযোগ রয়েছে।

প্রতিটি অ্যাপস ও সাইট ই-বুক এর বিশাল সংগ্রহশালা। আপনি সহজেই আপনার পছন্দের লেখকের যে কোন বই সহজে খুঁজে পেয়ে পড়তে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। যে কোন জায়গায় যে কোন সময় আনন্দের মুহূর্ত তৈরি করার সবচেয়ে সেরা উপায় তৈরি করে দিয়েছে ই-বুক।

নিচে বাংলাদেশের জনপ্রিয় ফ্রি ইবুক পড়ার ও ডাউনলোড করার অ্যাপস ও সাইটের তালিকা দেখে নিনঃ

  • Boighor- সাইন্স ফিকশন, শিশুতোষ, কবিতা, থ্রিলার, রোমান্স, মনোবিজ্ঞান ইত্যাদি বিষয়ে লেখা নানা ধারার অডিওবুকসহ পড়ার বইও এখানে পাওয়া যাবে। এটি অ্যাপ ও সাইট দুই ভাবে আপনি পেয়ে যাবেন।

  • BoiToi- এখানে রেসিপি ও রচনাসহ বিভিন্ন বিষয়ের বইয়ের সেক্টরে শত শত বই পাওয়া যায়।

  • KopyKitab- শিক্ষামূলক এবং একাডেমিক ফ্রি ই-বুক ডাউনলোডের জন্য সাইট।
  • Amazon Kindle- ফ্রি ই-বুক সেকশন থেকে বই ডাউনলোড করার সুযোগ রয়েছে।
  • NCERT Books- স্কুলের শিক্ষার্থীদের জন্য ফ্রি ই টেক্সটবুক ডাউনলোড সাইট।
  • Librivox- ফ্রি অডিও বুকস সংস্করণ।
  • DLI (Digital Library of India)- ভারতীয় জনপ্রিয় বই বইয়ের ই-বুক সংস্করণের বিশাল সংগ্রহশালা।
  • Satt Academy- এই সাইটটি বিশেষত বাংলা একাডেমী ও ওপেন কোর্সের জন্য বিশাল সংগ্রহ।
  • Bangla Books PDF- বাংলা লেখক, ইন্ডিয়ান লেখকের বইসহ বিভিন্ন ট্রান্সলেট করা বই পড়ার সুযোগ পাবেন এখানে।
  • Ananda Publishers- এখানে বিভিন্ন ধরনের বই এর উপর অফার বা ডিসকাউন্ট চলতেই থাকে যার ফলে আপনি বিভিন্ন ডিসকাউন্টে বিভিন্ন বই কিনতে পারবেন।
  • BengalieBook-  বিনামুল্যে বিভিন্ন বই ডাউনলোড করার সুযোগ এই সাইটে পাওয়া যাবে।
ফ্রি-বাংলা-ই-বুক-ডাউনলোড

ফ্রি ই বুক ডাউনলোড মোবাইল অ্যাপস

বর্তমান ডিজিটাল যুগে এখন ফ্রিতে মোবাইল অ্যাপস ব্যবহার করে ই-বুক  পড়া যায় ও ডাউনলোড করা যায়। আপনার অ্যান্ড্রয়েড ফোনে সহজে এই অ্যাপসগুলো ডাউনলোড করে পছন্দের বইটি পড়ার সুযোগ পাবেন। সম্পূর্ণ ফ্রিতে আপনি এই অ্যাপস গুলো ডাউনলোড করতে পারবেন।

নিচে ফ্রি ই বুক ডাউনলোড করার কয়েকটি সেরা মোবাইল অ্যাপসের তালিকা দেয়া হলোঃ

Google Play Books-  এখানে বইয়ের নাম সার্চ করে আপনার কাঙ্খিত বই পড়ার সুযোগ পাবেন, যেহেতু গুগল এখন একটি বিশ্বস্ত সার্চ ইঞ্জিন তাই আপনি এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন।

Books Downloader anybooks app- এই ফ্রি মোবাইল অ্যাপ থেকে আপনারা ইংরেজি উপন্যাস, স্টোরি বুক, ছোটদের বই, থ্রিলার, ক্লাসিক বই বিনামূল্যে পড়তে ও ডাউনলোড করতে পারবেন। ইংরেজি বই লাভারদের জন্য এটি একটি সেরা অ্যাপ।

Amazon Kindle- আপনার মোবাইলে সার্চ দিয়ে Amazon Kindle এর Free section থেকে ফ্রি ই-বুক ডাউনলোড করতে পারবেন।

Goodreads- আপনার মোবাইলে Goodreads অ্যাপসে প্রবেশ করে ফ্রি ই বুক সেকশন থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

Wattpad- আপনি এখানে বিভিন্ন বই পড়তে পারবেন। আবার, চাইলে লিখতেও পারবেন। তবে এখানকার ই-বুক গুলো বেশিরভাগেরই হার্ডকপি পাওয়া যায় না অর্থাৎ সফট কপি আপনাকে পড়তে হবে।

Boighor- এখানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ও অফার সবসময় চলতেই থাকে, এর জন্য আপনি যদি কম খরচে ভালো বই পড়তে চান এটি স্বাচ্ছন্দে বেছে নিতে পারেন।

SeiBoi- এই অ্যাপটি বিশ্বের সবচেয়ে বড় বাংলা ই-বুক স্টোর। অবশ্যই এখানে পড়ার সুযোগ রয়েছে। আর শর্তমতো আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন।

BoiToi- এই অ্যাপও আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, যেহেতু এখানে বিভিন্ন অফার দেওয়া হয় এবং বেশ কিছু বইয়ের মাঝে মাঝেই প্রাইস কমিয়ে দেওয়া হয়, তাই স্টুডেন্ট হলে আপনি এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন

Ketab-e Bengali eBook Library- এটি হলো বাংলা ভাষার প্রথম ই-বুক লাইব্রেরী। তাই আপনি চাইলে শখেই এই অ্যাপ ডাউনলোড করে ই-বুক ডাউনলোড করতে পারেন।

অডিও ফ্রি ই-বুক মোবাইল অ্যাপস

বর্তমানে আপনি শুধু এখন ই-বুক মোবাইল অ্যাপস ব্যবহার করে বই পড়তে পারবেন এমনটা নয়, আপনার বই পড়ার কাজকে সহজ করে দিতে google প্লে স্টোরে রয়েছে অডিও ফ্রি ই বুক মোবাইল অ্যাপস।

এই সকল অডিও ফ্রি মোবাইল অ্যাপস দিয়ে আপনার পছন্দের যে কোন বই অডিও আকারে শুনতে পারবেন। আপনার অবসর সময়ে, যানবাহনে থাকার সময় অথবা কাজের পাশাপাশি এই অডিও ই বুক অ্যাপস থেকে বইয়ের কাহিনী শোনা দারুণ উপভোগ্য একটি ব্যাপার।

আপনাদের সুবিধার্থে অডিও ফ্রি ই বুক এর সেরা ১০টি মোবাইল অ্যাপস এর তালিকায় নিচে দেয়া হলঃ

  • Puthika- play store app
  • Boighor
  • Librivox
  • Audible
  • Hoopla
  • Loyal Books
  • Kabbik
  • Libby
  • Boighor
  • Shunibangla

লেখকের মতামত

প্রিয় পাঠক, ফ্রি বাংলা ই বুক ডাউনলোড সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচলা করার চেষ্টা করেছি। আপনি যদি অনলাইনে ফ্রিতে বাংলা ই-বুক ডাউনলোড করতে চান তাহলে আর্টিকেলে উল্লেখিত সাইট গুলো নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

এছাড়া অনলাইনে বই পড়ার মোবাইল অ্যাপস সহ আরো অন্যান্য বিষয়ে আলোচনা করেছি। আপনারা যারা অনলাইনে ফ্রি ই বুক পড়তে চান ও ডাউনলোড করতে চান তাদের জন্য আজকের আর্টিকেলটি পোকারে আসবে আশা করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url