১২ই রবিউল আউয়াল কত তারিখ ২০২৫ - রবিউল আউয়াল মাসের ক্যালেন্ডার

১২ই রবিউল আউয়াল কত তারিখ ২০২৫ সম্পর্কে আপনি যদি জানতে চান, আজকের আর্টিকেল থেকে জানতে পারবেন। সাথে জানবেন, রবিউল আউয়াল মাসের ক্যালেন্ডার সম্পর্কে।
১২ই-রবিউল-আউয়াল-কত-তারিখ

রবিউল আউয়াল মাস আরবি ক্যালেন্ডার এর তৃতীয় ও তাৎপর্যপূর্ণ একটি মাস। রবিউল আউয়াল মাস মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। আমাদের নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্ম মাস রবিউল আউয়াল। এজন্য প্রতিটি মুসলমানের কাছে রবিউল আউয়াল মাস বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করে।পোস্ট সূচীপত্রঃ

১২ই রবিউল আউয়াল কত তারিখ ২০২৫

১২ই রবিউল আউয়াল কত তারিখ ২০২৫ এ সম্পর্কে আর্টিকেলের শুরুতে জেনে নিন। আরবি ক্যালেন্ডার এর প্রতিটি মাস চাঁদের হিসেবের উপর নির্ভর করে নির্ধারিত হয়ে থাকে। তবে আমরা সাধারণত বিশেষ তারিখ এবং দিন দেখতে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করে থাকি।

সেই হিসেবে আপনাদের অনেকের জানার আগ্রহ রয়েছে, ২০২৫ সালের ১২ই রবিউল আউয়াল কত তারিখ পড়বে।

তাহলে জেনে নিন, ইংরেজি ক্যালেন্ডার ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ রোজ শুক্রবার এবার ১২ই রবিউল আউয়াল পড়েছে। পবিত্র এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলা হয়ে থাকে। আরবি ক্যালেন্ডার (১৪৪৬ হিজরি) অনুযায়ী রবিউল আউয়াল মাসের ১২ তারিখ অর্থাৎ ইংরেজি ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ৫ তারিখ সরকারি ছুটি হিসেবে পালন করা হবে।

রবিউল আউয়াল এর অর্থ

আপনাদের অনেকের রবিউল আউয়াল এর অর্থ সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। এখন জেনে নিন রবিউল আউয়াল এর অর্থ সম্পর্কে। আরবিতে রবি অর্থ "বসন্তকে" বুঝানো হয়ে থাকে এবং আউয়াল "প্রথম" অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাই রবিউল আউয়াল এই শব্দটির বাংলা অর্থ হবে প্রথম বসন্ত বা বসন্তের শুরু।

রবিউল আউয়াল মাসে আমাদের নবীজির জন্ম তারিখ হওয়ায় এই মাসের তাৎপর্য এবং গুরুত্ব এতটাই বেশি যে, এই তারিখে বিশেষ আমল এবং নফল নামাজ, নফল রোজা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।

রবিউল আউল মাসের ক্যালেন্ডার

রবিউল আউয়াল মাসের ক্যালেন্ডার আর্টিকেলের এই পর্যায়ে দেখে নিন। মূলতঃ আরবি ক্যালেন্ডার এর প্রতিটি মাস চাঁদের চক্রের উপর ভিত্তি করে নির্ধারিত হওয়ায় কোন মাসের দৈর্ঘ্য ২৯ দিন এবং কোন মাসের দৈর্ঘ্য ৩০ দিন হয়ে থাকে।

এছাড়া চাঁদ দেখার অবস্থানের উপরও আরবি মাসের এই দৈর্ঘ্য নির্ধারিত হয়ে থাকে। চাঁদের চক্র অনুযায়ী ২০২৫ সালের ( ১৪৪৬ হিজরী) রবিউল আউয়াল মাসের দৈর্ঘ্য ৩০ দিন।

সাধারণত আমরা ইংরেজি ক্যালেন্ডার দেখে অভ্যস্ত এবং আরবি ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার এর সাথে মিলিয়ে দেখতে পছন্দ করি। তাই আরবি মাসের ক্যালেন্ডার ২০২৫ (হিজরী১৪৪৬) অনুযায়ী রবিউল আউয়াল মাস ইংরেজি আগস্ট মাসের ২৫ তারিখে শুরু হয়ে ইংরেজি সেপ্টেম্বর মাসের ২৩ তারিখে শেষ হবে।

নিচে রবিউল আউয়াল মাসের ক্যালেন্ডার ইংরেজি মাসের ক্যালেন্ডার সহ তুলে ধরা হলো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ইংরেজি মাস আগস্ট এবং সেপ্টেম্বর কোন তারিখে রবিউল আউয়াল মাসের কত তারিখ পড়েছে।

ইংরেজি আগস্ট মাসের তারিখ বারের নাম রবিউল আউয়াল মাসের তারিখ
০১                                                শুক্রবার ০৬ ( সফর )
০২ শনিবার ০৭
০৩ রবিবার ০৮
০৪ সোমবার ০৯
০৫ মঙ্গলবার ১০
০৬ বুধবার ১১
০৭ বৃহস্পতিবার ১২
০৮ শুক্রবার ১৩
০৯ শনিবার ১৪
১০ রবিবার ১৫
১১ সোমবার ১৬
১২মঙ্গলবার ১৭
১৩ বুধবার ১৮
১৪ বৃহস্পতিবার ১৯
১৫ শুক্রবার ২০
১৬ শনিবার ২১
১৭ রবিবার ২২
১৮ সোমবার ২৩
১৯মঙ্গলবার ২৪
২০ বুধবার ২৫
২১ বৃহস্পতিবার ২৬
২২ শুক্রবার ২৭
২৩ শনিবার ২৮
২৪ রবিবার ২৯
২৫ সোমবার ০১ রবিউল আউয়াল
২৬ মঙ্গলবার ০২
২৭ বুধবার ০৩
২৮ বৃহস্পতিবার ০৪
২৯ শুক্রবার ০৫
৩০ শনিবার ০৬
৩১ রবিবার ০৭
আরবি ক্যালেন্ডার অনুযায়ী রবিউল আউয়াল মাস আগস্ট মাসের ২৫ তারিখ সোমবার শুরু হয়েছে।

ইংরেজি সেপ্টেম্বর মাসের তারিখ বারের নাম রবিউল আউয়াল-রবিউস সানি মাসের তারিখ
০১ সোমবার ০৮
০২ মঙ্গলবার ০৯
০৩বুধবার১০
০৪ বৃহস্পতিবার ১১
০৫শুক্রবার ১২ ( ঈদে মিলাদুন্নবী )
০৬ শনিবার ১৩
০৭ রবিবার ১৪
০৮ সোমবার ১৫
০৯ মঙ্গলবার ১৬
১০ বুধবার১৭
১১ বৃহস্পতিবার ১৮
১২ শুক্রবার ১৯
১৩ শনিবার ২০
১৪ রবিবার ২১
১৫ সোমবার ২২
১৬ মঙ্গলবার ২৩
১৭ বুধবার ২৪
১৮ বৃহস্পতিবার ২৫
১৯ শুক্রবার ২৬
২০ শনিবার ২৭
২১ রবিবার ২৮
২২ সোমবার ২৯
২৩ মঙ্গলবার ৩০
২৪ বুধবার ০১ রবিউস সানি
২৫ বৃহস্পতিবার ০২
২৬ শুক্রবার ০৩
২৭ শনিবার ০৪
২৮ রবিবার ০৫
২৯ সোমবার ০৬
৩০ মঙ্গলবার ০৭



ইংরেজি সেপ্টেম্বর মাসের ৫ তারিখ অর্থাৎ ১২ ই রবিউল আউয়াল শুক্রবার আমাদের নবী হযরত মুহাম্মদ(সঃ) জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রতিটি মুসলমানের কাছে এই দিনের গুরুত্ব অনেক। ইংরেজি সেপ্টেম্বর মাসের ২৩ তারিখ মঙ্গলবার রবিউল আউয়াল মাসের শেষ দিন। ইংরেজি সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ থেকে রবিউস সানি মাসের শুরু।

রবিউল আউয়াল মাসের তাৎপর্য

প্রতিটি মুসলমানের কাছে রবিউল আউয়াল মাসের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ রবিউল আওয়াল মাসের ১২ তারিখ আমাদের নবী জন্মগ্রহণ করেছিলেন। যদিও এই তারিখ নিয়ে মতভেদ রয়েছে, তবে রবিউল আউয়াল মাসের সোমবার নবীজির জন্ম দিন এই এই নিয়ে কোন মতভেদ নেই। তাছাড়া রবিউল আউয়াল মাসের ১২ তারিখ হযরত মুহাম্মদ(সঃ) মৃত্যু বরণ করেন।

রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম এবং মৃত্যু হওয়ায় এই মাস মুসলমানের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। ১২ই রবিউল আউয়াল পবিত্র এই দিনকে "ঈদে মিলাদুন্নবী" বলা হয়ে থাকে। তাই রবিউল আউয়াল মাসে মুসলমানগন বিশেষ আমল সহ নফল রোজা এবং নফল নামাজ আদায় করতে পছন্দ করেন। এছাড়া এই মাসে অনেকে গরীব দুঃখীদের মাঝে খাবার, পোশাক বিতরণ করে থাকেন।

অনেক জায়গায় আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ এবং মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই দিন অনেকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে ভালোবাসেন এবং নবীজির নামে সালাম পাঠাতে পছন্দ করেন।
১২ই-রবিউল-আউয়াল-কত-তারিখ

রবিউল আউয়াল মাস সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর

প্রশ্নঃ 2025 সালে রবিউল আউয়াল মাস কোন মাসে?

উত্তরঃ 2025 সালে রবিউল আউয়াল মাস আগস্ট মাসের ২৫ তারিখ রোজ সোমবার শুরু হয়েছে।

প্রশ্নঃ ১২ই রবিউল আউয়াল কত তারিখ?

উত্তরঃ ১২ই রবিউল আউয়াল বা ঈদে মিলাদুন্নবী ২০২৫ সালে বাংলাদেশে সেপ্টেম্বর ৫ তারিখ রোজ শুক্রবার পালিত হবে।

প্রশ্নঃ রবিউল আউয়াল মাস কত দিনে?

উত্তরঃ চাঁদের হিসাব অনুযায়ী রবিউল আউয়াল মাস ২৯ দিন বা ৩০ দিনে হয়ে থাকে। তবে ২০২৫ সালে রবিউল আউয়াল মাস ৩০ দিনে।

প্রশ্নঃ আরবি কোন মাসকে বসন্তের মাস বলা হয়ে থাকে?

উত্তরঃ আরবি "রবি" অর্থ "বসন্ত" এবং "আল আউয়াল" অর্থ "প্রথম"। অর্থাৎ রবিউল আউয়াল অর্থ প্রথম বসন্ত। তবে চন্দ্র বর্ষপঞ্জি হওয়ার কারণে এই মাসটি সব সময় পরিবর্তন হওয়ায় এই মাসের যে মূল অর্থ তা এখন আর দেখা যায় না।

প্রশ্নঃ ১২ ই রবিউল আউয়াল কেন পালন করা হয়?

উত্তরঃ আরবি ক্যালেন্ডার অনুযায়ী ১২ই রবিউল আউয়াল মুসলমানদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম দিবস এবং মৃত্যু দিবস হওয়ায় অত্যন্ত গুরুত্ব এর সাথে এই দিনটি পালন করা হয়ে থাকে।

পরিশেষে

১২ই রবিউল আউয়াল কত তারিখ ২০২৫ এ সম্পর্কে আজকে আর্টিকেলে আলোচনা করার চেষ্টা করেছি। আপনি যদি ২০২৫ সালের রবিউল আউয়াল  মাসের ক্যালেন্ডার এবং রবিউল মাসের বিশেষ দিন সম্পর্কে খুঁজে থাকেন তাহলে এই আর্টিকেলে পেয়ে যাবেন আশা করি।

প্রতিটি মুসলমানের আরবি ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার সম্পর্কে ধারনা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমরা ইংরেজি ক্যালেন্ডার দেখতে অভ্যস্ত তবে আরবি মাসের বিশেষ দিন সম্পর্কে জানার জন্য আরবি ক্যালেন্ডার সম্পর্কেও ধারণা রাখা জরুরি। আপনাদের সুবিধার্থে এই পোস্টে আরবি বা হিজরী বছরের রবিউল আউয়াল  মাসের ক্যালেন্ডার সাথে ইংরেজি ক্যালেন্ডার তুলে ধরা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;

comment url