২৫টি জনপ্রিয় সাইট/অ্যাপসে ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নিন
আপনি যদি ডলার ইনকাম বিকাশ পেমেন্ট নিতে চান, তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। অনলাইনে যে সকল সাইট ও অ্যাপসে কাজ করে ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়া যায়, আজকের আর্টিকেলে এই বিষয়ে জানতে পারবেন। সাথে জানবেন, ফ্রি ডলার ইনকাম করে বিকাশ পেমেন্ট জনপ্রিয় উপায় সম্পর্কে।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা অনলাইন প্লাটফর্ম গুলোতে কাজ করে ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে চান। বিদেশি সব সাইটে পেমেন্ট গেটওয়ে হিসেবে পেপেল, পেওনেয়ার, ব্যাংক ট্রান্সফার, গিফট কার্ড বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হয়।
যেহেতু ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড, দেখা যায় অনেকেরই এই সকল পেমেন্ট মেথডে একাউন্ট থাকে না আবার অনেকে ঝামেলা মনে করেন। এজন্য যে সকল সাইট ও অ্যাপসে ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়া যায় এই সম্পর্কে জানতে চান। তাদের জন্য আজকের আর্টিকেলটি হেল্পফুল হবে আশা করি। পোস্ট সূচিপত্রঃ
ভূমিকাঃ ডলার ইনকাম বিকাশ পেমেন্ট
ডলার আয় করে বিকাশ পেমেন্ট বলতে মূলতঃ অনলাইনে সেই সকল প্লাটফর্ম গুলোকে বোঝায় যেখানে কাজ করার বিনিময়ে ডলার ইনকাম করা যায় এবং সেই ডলার পরবর্তীতে টাকায় রূপান্তর করে বিকাশে পেমেন্ট নেওয়া যায়।
এজন্য ডলার ইনকাম বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে অনলাইনে সেই সকল সাইটে কাজ করতে হবে যেখানে পারিশ্রমিক হিসেবে ডলার ইনকাম করতে পারবেন এবং আপনার উপার্জনকৃত ডলার পরবর্তীতে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
অনলাইনে যে সকল সাইট ও অ্যাপসে কাজ করে ডলার ইনকাম করা যায় সেগুলো মূলতঃ বিদেশি সাইট। বিভিন্ন সাইট বিভিন্ন ধরনের কাজগুলো অফার করে। এবং কাজের উপর ভিত্তি করে কমবেশি ডলার ইনকাম করা যায়। আপনার ডলার ইনকামের পরিমাণ নির্ভর করবে সাইটে থাকা কাজের ধরন এবং আপনার কাজের সময়ের উপর। অর্থাৎ আপনি কতটা সময় কাজ করছেন।
আরো পড়ুনঃ মোবাইলে ফ্রিল্যান্সিং করার সহজ ১৫ টি উপায়
যেহেতু সাইটগুলো বিদেশি এই কারণে আপনি সাইটগুলোতে কাজ করে ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু সরাসরি সব সাইট থেকে আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন না। যদিও কিছু সাইট থেকে সরাসরি বিকাশ পেমেন্ট নেওয়ার সুযোগ রয়েছে।
তবে যেসব সাইটে বিকাশ পেমেন্ট অপশন নেই সেখানে আপনাকে প্রথমে ডলার ইনকাম করে ব্যাংকের মাধ্যমে উইথড্রো করে তারপর বিকাশে পেমেন্ট নিতে হবে। অথবা সাইটে থাকা পেমেন্ট মেথডে উইথড্র করে পরবর্তীতে ডলার সেল করে বিকাশে নিতে পারবেন।
অর্থাৎ কিছু সাইট থেকে থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে ডলার উইথড্রো করতে হবে এবং পরে বিকাশ বা নগদে পেমেন্ট নিতে হবে। এই ধরনের কিছু অ্যাপস হলো, পেয়েওনিয়ার ( payoneer), স্ক্রিল ( skrill).
অনলাইনে কিছু সাইট/ অ্যাপস সহজ কাজ করার বিনিময়ে ডলার ইনকাম করার সুবিধা দিবে। এই সকল সাইটে কাজ করার জন্য আপনার খুব বেশি অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজন নেই। এ কারণে ইনকামও আপনার কম হবে।
আবার যে সকল সাইটে দক্ষতা ভিত্তিক কাজগুলো করে ইনকাম করা যায় সেখানে আপনি প্রচুর পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন। যেমনঃ ফ্রিল্যান্সিং সাইট।
তবে আপনাদের চিন্তার কোন কারণ নেই, আপনি দক্ষ বা অদক্ষ হন সব উপায়ে আপনি অনলাইন থেকে ডলার ইনকাম করতে পারবেন। আর অনলাইনে কোন কোন সাইট, অ্যাপস ও উপায়গুলো থেকে ডলার ইনকাম করা যায়, তা জানতে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
ডলার ইনকাম বিকাশ পেমেন্ট জনপ্রিয় ২৫টি সাইট/ অ্যাপস
ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট করার ২৫টি জনপ্রিয় সাইট ও অ্যাপস সম্পর্কে প্রথমে জেনে নিন। অনলাইনে বেশিরভাগ সাইট যেহেতু বিদেশি তাই এ সকল সাইটে গুলো ব্যবহারকারীদের কাজ করার জন্য ডলার প্রদান করে। প্রচুর সাইট আছে যেখানে মাইক্রো জব কাজ করে ডলার ইনকাম করার সুযোগ দিয়ে থাকে।
আবার কিছু সাইট রয়েছে যেখানে বড় বড় স্কিল্ড ভিত্তিক কাজ করে ডলার ইনকাম করা যায়। উদাহরণস্বরূপ ফ্রিল্যান্স প্রতিটি সাইট।
বেশিরভাগ সাইট/ অ্যাপস ব্যবহারকারী হিসেবে আপনার একটি অ্যাক্টিভ জিমেইল এড্রেস, পাসওয়ার্ড এবং সাধারণ মৌলিক কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন বা সাইনআপ করার প্রয়োজন হবে। সাইনআপ করার পর সাইটে থাকা কাজগুলো সম্পন্ন করে ডলার রোজগার করা যায়।
আরো পড়ুনঃ ফ্রি টাকা ইনকাম বিকাশ পেমেন্ট দৈনিক ৪০০ - ৫০০ টাকার ২০২৫
আবার অনলাইনে প্রচুর সাইট ও অ্যাপস আছে যারা ডলার ইনকাম করার কথা বললেও, স্ক্যাম বা ফেক। তাই আপনাদের বিশ্বস্ত ডলার ইনকাম সাইট ও অ্যাপস সম্পর্কে জানা জরুরী।
প্রথমে জেনে নিন ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার বর্তমান সময়ের জনপ্রিয় ১৫টি অ্যাপস সম্পর্কেঃ
- Swagbucks
- Rapid Wokers
- ClickWorker
- Jumptask
- Inboxdollar
- Clipclaps
- Freecash
- Ysense
- Neobux
- RewordXP
- PollFish
- Timebucks
- Earning Dollar
- RemoteTask
Swagbucks (সোয়াগবাক্স)
অনলাইনে ছোট ছোট বিভিন্ন ধরনের কাজ করে ডলার পেমেন্ট অ্যাপস হলো Swagbucks. আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করার বিশ্বস্ত কোন অ্যাপসে কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপসটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
এই অ্যাপসে আপনি ছোট ছোট নানা ধরনের কাজ করে ডলার ইনকাম করতে পারবেন। যেমন: সার্ভে করে, গেম খেলে, ভিডিও দেখে, অনলাইনে শপিং করে ডলার ইনকাম করে পরবর্তীতে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
এই অ্যাপসের নিয়ম অনুযায়ী প্রতিটি কাজ সম্পন্ন করার জন্য আপনি পয়েন্ট অর্জন করবেন। এছাড়া সার্ভে করার জন্য আপনি ফ্রি গিফট কার্ড ও ক্যাশ ভাউচার পাবেন। এই অ্যাপে থাকা পেমেন্ট মেথডে পয়েন্টগুলো ডলারে কনভার্ট করে পরবর্তীতে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। চাইলে এখান থেকে আপনি গিফট কার্ডও সংগ্রহ করতে পারবেন।
Rapid Workers ( র্যাপিড ওয়ার্কার্স)
আপনি যদি অনলাইনে কোন অ্যাপসে কাজ করে দ্রুত ডলার ইনকাম করতে চান তাহলে এই অ্যাপে অ্যাপস কাজ করতে পারেন। এই অ্যাপসে ছোট ছোট নানা ধরনের টাস্ক সম্পন্ন করে টাকা ইনকাম করা যায। অনলাইন ইনকামের এটিও একটি বিশ্বস্ত এবং জনপ্রিয় অ্যাপস।
এই অ্যাপসে আপনি যে সকল কাজ করে টাকা ইনকাম করতে পারবেন তা হল- সার্ভে করে, ওয়েবসাইট ভিজিট করে, সাইন আপ করে, লাইক দিয়ে, কমেন্ট করে শেয়ার ফলো করে ইনকাম করার সুযোগ রয়েছে।
এই অ্যাপে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন। এই সাইট থেকে অর্জিত ডলার সাইটে থাকা পেমেন্ট মেথড যেমনঃ পেপাল ও বিনান্স থেকে উত্তোলন করতে পারবে।
ClickWorker ( ক্লিক ওয়ার্কার)
মাইক্রো টাস্ক সম্পন্ন করে ডলার ইনকাম করার আরেকটি বেস্ট অ্যাপ্স হলো Click Worker. ব্যবহারকারীদের কাছে এই অ্যাপটি এতটাই জনপ্রিয় যে বর্তমানে ১ মিলিয়নের বেশি ডাউনলোড রয়েছে।
সারা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ Click Worker কমিউনিটিতে যোগ দিয়েছেন। শুধুমাত্র আপনার স্মার্টফোনে লগইন করে অ্যাপে থাকা কাজগুলো করে টাকা ইনকাম করতে পারবেন।
এই অ্যাপের কাজ গুলোর মধ্যে রয়েছে-
- সার্ভে করা
- অ্যাপ টেস্টিং
- অনলাইন রিসার্চ
- অডিও এবং ভিডিও রেকর্ডিং করা
- মিস্টেরিয়াস ফটোগ্রাফি বা স্টোর ভিজিট করে
- টেক্সট লেখা এবং প্রুফ করা
- ডাটা ক্যাটেরাইজ করা ইত্যাদি
Jumptask ( জাম্প টাস্ক)
আপনি যদি ডলার ইনকাম করে বিকাশ পেমেন্ট নিতে চান তাহলে আপনার জন্য আরেকটি বেস্ট অ্যাপ্স হলো Jumptask. আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপটি পেয়ে যাবেন। প্রথমে অ্যাপে সাইন আপ করে বিভিন্ন ধরনের কাজ করে রিওয়ার্ড বা ক্যাশ আর্ন করতে পারবেন।
এই অ্যাপের কাজগুলোর মধ্যে রয়েছে-
- গেম খেলা
- সার্ভে করা
- ওয়েবসাইট ও অ্যাপ টেস্ট করা
- ভিডিও দেখা
- ক্যাপচা পূরণ করার
- সোশ্যাল মিডিয়ার বিভিন্ন টাস্ক সম্পন্ন করা
- আর ইউজড ইন্টারনেট শেয়ার করা।
Inboxdollar ( ইনবক্স ডলার)
Swagbucks এর মত অনলাইন ইনকামের আরেকটি বিশ্বস্ত অ্যাপস Inboxdollar. এই অ্যাপসটিও ব্যবহারকারীদের কাছে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য অত্যন্ত জনপ্রিয়। আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপসটি পেয়ে যাবেন।
এই অ্যাপসে থাকা নানা ধরনের ছোট ছোট মাইক্রোটা সম্পন্ন করে ইনকাম করতে পারবেন। এর মধ্যে সার্ভে করে ইনকাম করার জন্য এটি একটি সেরা অ্যাপস। এছাড়া গেম খেলেও এই অ্যাপস থেকে ডলার ইনকাম করা যায়।
এই অ্যাপসে কাজ করার আগে একটি বিষয়ে আপনাদের নিশ্চিত হতে হবে, তা হল এখানে আপনারা ফ্রি সার্ভে করে যেমন ইনকাম করতে পারবেন তেমনি পেইড সার্ভে থেকেও ভালো পরিমান ইনকাম করা যায়।
তবে একটি বিশেষ সুবিধা হল অ্যাপসে অ্যাকাউন্ট খুলে যেহেতু ৫ ডলার বোনাস পাওয়া যায়, চাইলে বেশি ইনকামের জন্য এই বোনাস দিয়ে আপনারা পেইড সার্ভিসগুলো করতে পারেন। এই সাইট থেকে অর্জিত টাকা সাইটের পেমেন্ট মেথডে গ্রহণ করে পরবর্তীতে বিকাশে নিতে পারবেন।
Clipclaps ( ক্লিপক্ল্যাপ্স )
Clipclaps এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন যেখানে নানা ধরনের কাজ করে ডলার ইনকাম করার সুযোগ রয়েছে। অনলাইনে ব্যবহারকারীদের কাছে ছোট ছোট মাইক্রো টাস্ক সম্পূর্ণ করে টাকা ইনকাম করার জন্য এটি একটি জনপ্রিয় এবং বিশ্বস্ত সাই। এই সাইটে প্রতিদিন হাজার হাজার মানুষ টাস্কগুলো সম্পন্ন করে টাকা ইনকাম করছেন।
এই অ্যাপসের কাজ গুলোর মধ্যে রয়েছে- ভিডিও দেখে, অ্যাড দেখে, লাইক দিয়ে, ফ্রি লটারি খেলে ইনকাম অন্যতম। এই সাইটে যেহেতু ফ্রি লটারি খেলার সুযোগ রয়েছে তাই আপনি যদি অনলাইনে ফ্রি তে লটারি খেলে টাকা ইনকাম করতে চান তাহলে এই সাইটে একাউন্ট ক্রিয়েট করতে পারেন।
এই অ্যাপস থেকে অর্জিত টাকা ডলার হিসেবে পেমেন্ট নিতে পারবেন অথবা চাইলে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।
Freecash ( ফ্রিক্যাশ )
আপনি যদি অনলাইন থেকে প্রচুর টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপসে কাজ করুন। আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে সার্চ দিলে অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সাইটে থাকা নানা ধরনের কাজগুলো করে ইনকাম শুরু করতে পারবেন।
এই সাইটের কাজগুলোর মধ্যে রয়েছে প্রধানত গেম খেলা ও গেম ডাউনলোড করা। এখানে আপনি প্রতিটি গেম ডাউনলোড করা করে খেলার জন্য ১০ থেকে ১৫ ডলার পর্যন্ত উপার্জন করতে পারবেন।
গেম খেলা ও ডাউনলোড করা ছাড়াও এই সাইটে আপনি সার্ভে করেও ইনকাম করতে পারবেন। প্রতিটি সার্ভে সম্পন্ন করার জন্য আপনাকে ২ থেকে ৩ ডলার প্রদান করা হবে। বুঝতেই পারছেন এই সাইটটি ডলার ইনকাম করার জন্য একটি বেস্ট সাইট।
এই সাইট থেকে অর্জিত ডলার আপনি সরাসরি ডলার এ পেমেন্ট নিতে পারবেন অথবা পরবর্তীতে বিকাশে পেমেন্ট নেওয়ার সুযোগ রয়েছে।
Ysense ( ওয়াইসেন্স )
ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার আরেকটি নির্ভরযোগ্য এবং জনপ্রিয় অ্যাপস Ysense. সারা বিশ্ব থেকে লাখ লাখ ইউজার এই অ্যাপস থেকে নিয়মিত ডলার ইনকাম করছেন। চাইলে আপনিও এই অ্যাপসে একাউন্ট ক্রিয়েট করার মাধ্যমে ডলার ইনকাম করা শুরু করতে পারেন। আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে প্লে স্টোরে এপ্সটি পেয়ে যাবেন।
মূলতঃ এই এপ্সে আপনি ফ্রি পেড সার্ভেতে অংশ নিয়ে ডলার ইনকাম করতে পারবেন। এছাড়া সাইটে থাকা আরও কিছু টাস্ক সম্পন্ন করেও টাকা ইনকাম করতে পারবে। যেমন: অ্যাপ ডাউনলোড করে, ওয়েবসাইট সাইন আপ করে, ভিডিও দেখে, গেম খেলে, নতুন অ্যাপ এবং সার্ভিস টেস্ট করে, রেফারেল প্রোগ্রামে অংশ নিয়ে।
Neobux ( নিওবাক্স )
অনলাইনে যে সকল অ্যাপস থেকে ডলার ইনকাম করে বিকাশ পেমেন্ট নেওয়া যায় তার মধ্যে Neobux অন্যতম। ব্যবহারকারীদের কাছে এটিও একটি অন্যতম জনপ্রিয় সাইট। আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দিলে সাইটটি পেয়ে যাবেন।
এই অ্যাপসে নানা ধরনের ছোট ছোট কাজ করে ডলার ইনকাম করতে পারবেন, যেমন: অ্যাড দেখে, সার্ভে করে, গেম খেলে, সাইটে থাকা অফার গুলো পূরণ করে। এছাড়া রেফারেল প্রোগ্রামে অংশ নিয়েও আপনার ডলার ইনকাম বৃদ্ধি করতে পারবেন।
এই অ্যাপস থেকে অর্জিত ডলার পেপেল, পেয়ার, ব্যাংক ট্রান্সফার সহ ক্রিপটোকারেন্সিতে উইথড্র করতে পারবেন। এই সকল মাধ্যমে ডলার উইথড্র করার পর পরবর্তীতে সেল দিয়ে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
RewordXP ( রিওয়ার্ড এক্সপি )
অনলাইনে ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার আরেকটি সাইট হলো RewordXP. আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে সার্চ দিলে সাইটটি দেখতে পাবেন। এই সাইট থেকে ডলার ইনকাম করতে চাইলে এখনি আপনার মোবাইলের ডাউনলোড করে নিন।
এই সাইটে নানা ধরনের কাজ করে আপনি ক্যাশ আর্ন করতে পারবেন- সার্ভে করে, অফার , নতুন গেম ও অ্যাপসগুলো এক্সপ্লর করে আপনি ডলার, গিফট কার্ড বা ক্রিপ্ট কারেন্সি পেতে পারেন। এই সাইটের একটি বিশেষ সুবিধা হল এখানে আপনি লেভেল আপ করার সুযোগ পাবেন। লেভেল আপ করে স্পেশাল ফিচার আনলক করার মাধ্যমে আপনি বেশি আর্ন করতে পারবেন।
সাইটটি দাবি করে যে তারা অন্যান্য এভারেজ সাইটের চেয়ে সাইটের চেয়ে ২০% বেশি আর্ন অফার করে মোটামুটি একই রকম টাস্ক ও সার্ভে সম্পন্ন করার জন্য। এই সাইট থেকে অর্জিত ডলার পেপাল পেমেন্ট মেথডে উইথড্রো করতে পারবেন। চার ঘণ্টার মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন।
PollFish ( পোলফিশ )
আপনি যদি অনলাইনে শুধুমাত্র সার্ভে করার মত সহজ কাজ করে ডলার ইনকাম করতে চান তাহলে এই সাইটটি আপনার জন্য। সারা বিশ্ব থেকে ইউজাররা এই সাইটে সার্ভে অংশগ্রহণ করে ডলার ইনকাম করছেন।
এই সাইটটি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে লগইন করে সার্ভেতে অংশ নিতে পারবেন। সাইটটি ইউজার ফ্রেন্ডলি এবং দ্রুত আপনার সার্ভে অংশ নেওয়ার জন্য পেমেন্ট করে থাকে।
Timebucks ( টাইমবাক্স )
অনলাইনে ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে চাইলে Timebucks সাইটটি সাইন আপ করুন। সম্পূর্ণ ফ্রিতে সাইন আপ করতে পারবেন। আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ দিলে সাইটটি পেয়ে যাবেন।
এই সাইট নানা ধরনের কাজ করে ইউজারদের ডলার ইনকাম করার সুযোগ প্রদান করে, যেমন:
ওয়েবসাইট টেস্ট করে, অ্যাপ ইন্সটল করে, গেম খেলে, সাইটে থাকা মাইক্রো টাস্ক গুলো সম্পন্ন করে, ভিডিও দেখে, সার্ভে করে, রেফারে অংশ নিয়ে।
বুঝতে পারছেন এই সাইটটি আপনার মোবাইলে ইন্সটল করে ফ্রি সাইন আপ করার পর তৎক্ষণাৎ কাজ করে ডলার ইনকাম শুরু করতে পারবেন। আপনার পছন্দমত যে কোন কাজ করতে পারবেন। এছাড়া এই সাইটের উইকলি কম্পিটিশনে অংশ নিয়েও বোনাস পয়েন্ট জিততে পারবেন।
এই সাইটের একটি বিশেষ সুবিধা হল প্রতিদিনের পেমেন্ট আপনি প্রতিদিন নিতে পারবেন। সাইটে থাকা ছয়টি পেমেন্ট মেথডে পেমেন্ট নিতে পারবেন।
Earning Dollar ( আর্নিং ডলার )
এই অ্যাপে আপনি ৩ ভাবে ইনকাম করতে পারবেন। প্রথমত, এড দেখে। অনেক এড দেখলে আবার সাধারণের চেয়ে একটু বেশি পেমেন্ট করে থাকে এই অ্যাপ। এছাড়াও আপনি বিভিন্ন কম্পিটিশনের প্রশ্নের উত্তর দিয়ে প্রত্যেকটি উত্তরের জন্য টাকা পেয়ে যাব। আবার যদি একাধারে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন তাহলে বড় এমাউন্টের পেমেন্ট করে এই অ্যাপ।
আবার বেশিরভাগ অ্যাপের মতোই এখানেও রেফার করে ইনকাম করার সুযোগ রয়েছে। আপনার রেফার করা ব্যক্তিটির নির্দিষ্ট পরিমাণের পয়েন্ট একাউন্টে জমা হলে তারা আপনাকেও পেমেন্ট করবে। সাইটে থাকা পেমেন্ট মেথডে ডলার উইথড্র করে পরবর্তীতে বিকাশে নিতে পারবেন।
RemoteTask ( রিমোট টাস্ক )
রিমোট টাস্ক একটি জনপ্রিয় ডলার ইনকামের সাইট। বর্তমানে প্রায় ২ লক্ষ এর বেশি মানুষ রিমোট টাস্কে কাজ করার মাধ্যমে ইনকাম করছে। রিমোট টাসকে কাজ করার জন্য বিভিন্ন বিষয়ে দক্ষতা প্রয়োজন হয়। যেমনঃ আপনি যদি অডিও ট্রান্সক্রিপশন করে ইনকাম করতে চান তাহলে আপনাকে সে বিষয়ে দক্ষতা হতে হবে।
এরকম আরও টাস্ক আপনি পাবেন এই সাইটে অনুসন্ধান করলে। এই সাইটের সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনি যে বিষয় নিয়ে কাজ করতে চান সে বিষয়ে একটি অনলাইন কোর্স বা হাতে-কলমে ট্রেনিং নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।
পরবর্তীতে টাস্ক করার জন্য পেপালে বা এটিএমে টাকা উত্তোলন করতে পারবেন। তবে এই টাকার পরিমাণ নিয়ে নির্ভর করে আপনার কাজের কোয়ালিটি ও সংখ্যার উপর। যত কোয়ালিটি সম্পন্ন ও যত বেশি কাজ করা হবে ইনকাম ততই বেশি হবে।
আর্টিকেলের এই পর্যায়ে জেনে নিন ডলার ইনকাম বিকাশ পেমেন্ট ১০টি জনপ্রিয় সাইট সম্পর্কেঃ
ফ্রিতে ডলার ইনকাম করে বিকাশ পেমেন্ট নেওয়ার জন্য আপনারা যে সকল সাইটে নিশ্চিন্তে কাজ করতে পারেন এখন জানতে পারবেন। অনলাইনে কিছু প্লাটফর্ম রয়েছে যা ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এ সকল প্লাটফর্ম গুলো বিশ্বস্ততার সাথে ব্যবহারকারীদের দীর্ঘদিন যাবত ডলার পেমেন্ট করে আসছে।
তবে এই সকল সাইটে কাজ করে ডলার ইনকাম করার জন্য আপনাকে বিশেষ কোনো একটি কাজে দক্ষ এবং যোগ্য হতে হবে।
আরো পড়ুনঃ ফ্রী টাকা ইনকাম বিকাশ পেমেন্ট সাইট/ অ্যাপস সম্পর্কে জানুন
অনলাইনে এ সকল সাইটের মধ্যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যে সকল সাইট রয়েছে তা অন্তর্ভুক্ত। বিদেশি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে কাজ করার পাশাপাশি আপনারা চাইলে দেশের প্ল্যাটফর্ম গুলোতে কাজ করে টাকা ইনকাম করতে পারেন।
বিদেশি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে কাজ করে সরাসরি ডলার ইনকাম করা যায়। এই ডলার পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে উইথড্র দেখিয়ে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এছাড়া দেশীয় প্ল্যাটফর্ম গুলো থেকে সরাসরি আপনারা বিকাশে টাকা নিতে পারবেন।
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন: ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকেও ডলার ইনকাম করতে পারবেন। রয়েছে গুগল এডসেন্স থেকে ডলার ইনকাম করার সুযোগ।
নিচে আপনাদের জন্য ফ্রি ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট করার সেরা ১০টি সাইটের তালিকা দেয়া হলোঃ
- Freelancer.com: ফ্রিল্যান্সিং সাইটগুলোর মধ্যে ফ্রিল্যান্সার ডটকম অন্যতম জনপ্রিয় একটি সাইট। সারা বিশ্ব থেকে বায়ারদের কাজ করে এই সাইট থেকে আপনারা ডলার ইনকাম করতে পারবেন। আপনার যদি ফ্রিল্যান্সিং কোন কাজে দক্ষতা থাকে তাহলে সাইটে প্রোফাইল ক্রিয়েট করে বায়ার খুঁজতে পারেন। এই সাইট থেকে ডলার ইনকাম করে আপনারা বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
- Fiverr.com: ফ্রিল্যান্সিং কাজ করে ডলার ইনকাম করার আরেকটি সেরা এবং জনপ্রিয় সাইট ফাইবার। এখানে সারা বিশ্বের লাখ লাখ ফ্রিল্যান্সাররা কাজ করে টাকা আয় করছেন। ফ্রিল্যান্স কাজের সেবা প্রদান করে আপনিও এখান থেকে ডলার ইনকাম করতে পারেন, এবং পরবর্তীতে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
- Upwork.com: আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের ছোট বড় কাজ করে ডলার ইনকাম করতে চান তাহলে এই সাইটে প্রোফাইল তৈরি করতে পারেন। এখানে ছোট ছোট কাজ করে যেমন ডলার ইনকাম করা যায় তেমনি বড় বড় কাজ করেও প্রচুর টাকা ইনকাম করা যায়। এখানে আপনি বিভিন্ন দেশের ক্লাইন্টের সাথে কাজ করে ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
- Youtube.com: বর্তমান যুগে ডলার ইনকাম করার আরেকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হল ইউটিউব।চাইলে আপনিও ভিডিও কনটেন্ট তৈরি করে ইউটিউব থেকে ডলার ইনকাম করা শুরু করতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স এপ্রুভ করিয়ে ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
- Facebook.com: এখনকার সময়ে ডলার আয় করার আরেকটি জনপ্রিয় এবং সেরা প্ল্যাটফর্ম ফেসবুক। সোশ্যাল মিডিয়ার এ প্ল্যাটফর্ম কে ব্যবহার করে হাজার হাজার মানুষ এখন ডলার ইনকাম করছেন। ফেসবুক ভিডিও, রিলস, শর্টস, স্টোরি, টেক্সট বানিয়ে চাইলে আপনিও ফেসবুক মনিটাইজেশন এপ্রুভ করে ডলার আয় করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
- Google.com: ডলার ইনকাম করার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সাইট গুগল। এখানে আপনি নানা উপায়ে ডলার ইনকাম করতে পারেন। যেমনঃ ব্লগ ওয়েবসাইটে গুগল এডসেন্স অ্যাপ্রুভ করে, ইউটিউব চ্যানেলে এডসেন্স এপ্রুভ করিয়ে। এছাড়া হাজার হাজার দেশি ও বিদেশি সাইট ও অ্যাপস পাবেন গুগলে যেখানে কাজ করে আপনারা ডলার ইনকাম করতে পারবেন।
- Instragam.com: সোশ্যাল মিডিয়ার আরেকটি জনপ্রিয় প্লাটফর্ম ইনস্টাগ্রাম থেকেও এখন ডলার ইনকাম করা যায়। এই সাইটে আপনি অ্যানিমেশন ভিডিও ও ছবি বিক্রি করে, এফিলিয়েট মার্কেটিং করে, ড্রপ শিপিং করে, নিজের পণ্য বিক্রি করে ডলার ইনকাম করে আপনিও বিকাশে পেমেন্ট নিতে পারেন।
- Google adsense: ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার আরেকটি সেরা এবং জনপ্রিয় সাইট গুগল। আপনার যদি একটি ব্লগ ওয়েবসাইট থাকে তাহলে সেখানে গুগল এডসেন্স এপ্রুভ করিয়ে ডলার ইনকাম করতে পারেন।
- E- Commerce Site ( Amazon, Etsy, e bay): বিভিন্ন জনপ্রিয় ই-কমার সাইটগুলো থেকেও প্রচুর ডলার ইনকাম করা যায়। এই সকল সাইটে এফিলিয়েট লিংক তৈরি করে, আপনার নিজের কোন পণ্য বা পরিষেবা বিক্রি করে, ডিজাইন আপলোড করে ডলার ইনকাম করতে পারেন।
- Photography Income site: ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য আপনি কাজে লাগাতে পারেন বিভিন্ন ফটোগ্রাফি সাইটগুলো। এখানে আপনার শুধু ফটোগ্রাফি দক্ষতাকে কাজে লাগিয়ে প্রচুর ডলার ইনকাম করতে পারবেন। ফটোগ্রাফি সাইটগুলোতে আপনার তোলা ফটোগ্রাফ আপলোড করে বিক্রি করে ডলার ইনকাম করা যায়। যেমনঃ এলামি, এডোবি স্টক, শাটার স্টক ডট কম।
ফ্রি ডলার ইনকাম করে বিকাশ পেমেন্ট জনপ্রিয় উপায়
প্রিয় পাঠক, আপনি কি ফ্রি ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য অনলাইনে জনপ্রিয় উপায়গুলো সম্পর্কে খোঁজ করছেন, তাহলে আর্টিকেলের এই অংশটি আপনার জন্য। অনলাইন থেকে আপনি যদি ডলার ইনকাম করতে চান, ডলার ইনকাম করার কার্যকরী উপায় সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে।
অনলাইনে আপনি বিভিন্ন উপায় গুলো কাজে লাগিয়ে ডলার ইনকাম করতে পারবেন। এখানে আপনি মাইক্রো টাস্ক গুলো করে যেমন ইনকাম করতে পারবেন, তেমনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে আপনার দক্ষতা বিক্রি করেও ইনকাম করতে পারবেন। এছাড়া অনলাইন এমন একটি জায়গা যেখানে আপনি যেকোনো পণ্য ও পরিষেবা বিক্রি করেও ডলার ইনকাম করতে পারবেন।
নিচে দেখে নিন ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য ইতিমধ্যে জনপ্রিয় কিছু উপায়। যেমনঃ
Graphic Design: অনলাইনে ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার জন্য স্কিল্ড ভিত্তিক কাজের মধ্যে গ্রাফিক ডিজাইন অন্যতম। গ্রাফিক ডিজাইনের বিভিন্ন কাজ করে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে প্রচুর ডলার ইনকাম করা যায়। অবশ্যই ফ্রিল্যান্সিং সাইটের বাইরেও আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করে ইনকাম করতে পারবেন। গ্রাফিক ডিজাইনের কাজের মধ্যে রয়েছেঃ লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার পোস্টার ডিজাইন ইত্যাদি।
App Development: বর্তমান সময়ে আরেকটি চাহিদা সম্পন্ন জনপ্রিয় কাজ হল অ্যাপ ডেভেলপমেন্ট। আপনি চাইলে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ তৈরি করে ফ্রিল্যান্সিং সাইডগুলোতে বিক্রি করে ডলার ইনকাম করতে পারেন। এছাড়া ব্যক্তিগতভাবে গুগল প্লে স্টোরে অ্যাপ আপলোড করেও ইনকাম করতে পারেন।
Website Design: আপনার যদি কোডিং সম্পর্কে ধারণা থাকে তাহলে ওয়েবসাইট ডিজাইন এর কাজ করে ডলার ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে একজন ওয়েব ডেভলপারের চাহিদা অত্যন্ত বেশি। ফ্রিল্যান্সিং সাইট গুলোতে ওয়েব ডিজাইনের কাজ করে ইনকাম করতে পারেন।
এখানে আপনাকে ক্লাইন্টের চাহিদা মোতাবেক ওয়েবসাইট ডিজাইন তৈরি করে দিতে হবে। এছাড়া ব্যক্তিগতভাবে ওয়েবসাইট তৈরি করে কাজ করে বিক্রি করে ইনকাম করতে পারেন।
Affiliate Network: ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট নেওয়ার আরেকটি জনপ্রিয় উপায় এফিলিয়েট নেটওয়ার্কিং। এক্ষেত্রে বিভিন্ন ই-কমার্স সাইটের পণ্যের এফিলিয়েট লিংক তৈরি করে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে এফিলিয়েট মার্কেটিং করে ডলার ইনকাম করতে পারেন।
CPA Marketing: CPA ( cost per action) অর্থাৎ কোন কাজ কমপ্লিট করলে ইনকাম করা যায়। সাধারণত সিপিএ মার্কেটিং এ ছোট ছোট কাজ করিয়ে নেয়ার বিনিময়ে কমিশন পাওয়া যায়। এখানে আপনি আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে সিপিএ লিংক বসিয়ে ভিজিটর দিয়ে যতবার কাজ করাতে পারবেন তত আপনার ডলার ইনকাম হবে।
যেমনঃ ভিডিও দেখা, একাউন্ট খোলা, ফরম পূরণ করা ইত্যাদি ছোট ছোট কাজ সিপিএ মার্কেটিং এর অন্তর্ভুক্ত।
E-book marketplace: বর্তমান যুগে ডলার ইনকাম করার আরেকটি যে উপায়টি জনপ্রিয় হয়েছে সেটি হল ই-বুক তৈরি করে তা বিক্রি করা। এমাজনের মত বিশ্বসেরা ই-কমার্স সাইটে আপনি সহজেই ই-বুক পাবলিশ করে ডলার ইনকাম করতে পারেন।
Drop shipping: বর্তমান সময়ে টাকা ইনকাম করার আরেকটি জনপ্রিয় আইডিয়া ড্রপ শিপিং এর ব্যবসা। ড্রপ শিপিং ব্যবসায় আপনি একটি অনলাইন স্টোর বা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন যেখানে নানা ধরনের পণ্য সাজানো থাকবে কিন্তু আপনার কোন রেডি স্টক থাকবেনা।
কোন কাস্টমার যদি আপনার স্টোরে ঢুকে কোন পণ্য অর্ডার করে তখন আপনি সরাসরি উৎপাদনকারী বা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যটি কিনে কাস্টমারের কাছে পৌঁছে দিবেন। এই উপায়ে বর্তমানে অনেক মানুষ ডলার ইনকাম করছেন। চাইলে আপনিও ঝামেলা হীন এই ব্যবসাটি শুরু করে ডলার ইনকাম করতে পারেন।
মাইক্রো জব সাইট: অনলাইনে প্রচুর মাইক্রো জব সাইট রয়েছে যেখানে অল্প সময় কাজ করে ডলার ইনকাম করা যায়। এই সকল মাইক্রোসাইট গুলোতে ঘরে বসে স্মার্টফোনের সাহায্যে ছোট ছোট মাইক্রো টাস্ক সম্পন্ন করে অনলাইন ইনকাম করতে পারবেন।
প্রতিটি নিয়োগ সাইটের নিয়ম অনুযায়ী ছোট ছোট টাস্কগুলো সম্পন্ন করলে প্রতিদিন আপনি ডলার ইনকাম করতে পারবেন। এই ডলার পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে উইড্রো করে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। কোন কোন সাইট আবার সরাসরি বিকাশে পেমেন্ট নেওয়ার সুযোগ প্রদান করে। এই ধরনের মাইক্রোসাইট গুলোর মধ্যে রয়েছেঃ work up job, workupplace, Clickworker, Inboxdollar, Rapid works.
অনলাইন সার্ভে ইনকাম সাইট: অনলাইনে ছোট ছোট কাজ করে টাকা ইনকাম করার ব্যবহারকারীদের নিকট অত্যন্ত জনপ্রিয়। আবার এই সকল কাজের মধ্যে সার্ভে বা জরিপে অংশ নিয়ে আয় করা অনেকে পছন্দ করেন।
সার্ভে সাইট গুলো মূলতঃ কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে থার্ড পার্টি হয়ে পণ্য বা সেবা সংক্রান্ত জরিপ চালিয়ে টাকা ইনকাম করে। সাইটগুলো মতামত প্রদান করার বিনিময়ে এই টাকার কিছু অংশ ব্যবহারকারীদের প্রদান করে। মোবাইল ব্যবহারকারী বা ইউজাররা সার্ভে সাইটে বা এপ্স গুলোতে এই ধরনের জরিপে অংশ নিয়ে আয় করতে পারেন।
অনলাইনে সার্ভে করে ইনকাম করার জনপ্রিয় কিছু সাইট ও এপস এর মধ্যে রয়েছেঃ Survey junkie, Swagbucks, My Points, Future points, Opinion survey সহ আরো অন্যান্য সাইট ও এপস. আপনারা গুগলে সার্চ দিলে সার্ভে রিলেটেড আরো অনেক অ্যাপস ওয়েবসাইট পেয়ে যাবেন।
ক্যাপচা টাইপ করে ইনকাম সাইট: অনলাইনে খুজলে অনেক সাইট পাওয়া যাবে যেখানে ক্যাপচা টাইপ জব করে ডলার ইনকাম করা যায়। ক্যাপচার টাইপ বলতে মূলতঃ কতগুলো এলোমেলো অক্ষর বা সংখ্যা কে সঠিক ভাবে পূরণ করাকে বুঝায়।
অনলাইনে সস কাজগুলোর মধ্যে ক্যাপচা পূরণ করে আয় অন্যতম। অনেকেই আছেন যারা অনলাইনে শুধুমাত্র ক্যাপচা পূরণ করার কাজ করে প্রতিদিন ডলার ইনকাম করছেন। দিনে আপনি যদি দুই থেকে তিন ঘন্টা কাজ করতে পারেন তাহলে সহজেই চার থেকে পাঁচ ডলার ইনকাম করতে পারবেন।
ক্যাপচা পূরণ করে আয় করার সাইট ও অ্যাপস এর মধ্যে রয়েছে: 2 Captcha, Captcha Typers, Fast Typers, Pro Typers.
গেমিং সাইট: অনলাইন থেকে ডলার ইনকাম করার তরুণদের মধ্যে আরেকটি জনপ্রিয় উপায় হলো গেমিং প্ল্যাটফর্ম গুলো। অনলাইনে খুঁজলে প্রচুর গেম খেলার সাইট ও অ্যাপস পাবেন। যেখানে নিয়মিত গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন।
অনলাইনে যারা গেম খেলতে ভালোবাসে তাদের জন্য অনলাইনে ডলার ইনকাম করার এটি একটি ভালো সুযোগ। অনেক গেমিং সাইটে গেম খেলে ডলার ইনকাম করে পরবর্তীতে বিকাশে পেমেন্ট দেওয়া যায়।
গেম খেলে ডলার ইনকাম করার জনপ্রিয় কয়েকটি সাইট হল: Freecash, Ludo king, Royal Battle, pullplay, Bigcash, Ludo supreme, Winzoo.
অনলাইনে ট্রেডিং ইনকাম সাইট: অনলাইনে ডলার ইনকাম করার আরেকটি ট্রেন্ডি উপায়ে অনলাইন ট্রেডিং করে ইনকাম। অনলাইনে কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ট্রেডিং করে ডলার ইনকাম করা যায়। আমরা জানি অনলাইনে ট্রেডিং প্ল্যাটফর্ম গুলোতে টাকা দিয়ে ট্রেডিং করে টাকা ইনকাম করতে হয়।
যেমন: Binance, এখানে আপনি টাকা ইনভেস্ট করে বা ডিপোজিট দিয়ে ট্রেডিং করার মাধ্যমে অনলাইনে ডলার ইনকাম করতে পারবেন।
আপনার যদি অনলাইন ট্রেডিং সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে এই সাইটে একাউন্ট খুলে রেগুলার কাজ করে ডলার ইনকাম করতে পারেন। এছাড়া সাইটটি থেকে অন্যদের রেফার করে এবং সার্ভে করেও ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন। এই সাইটের আরেকটি বিশেষ সুবিধা হল ডিপোজিট জমা করে রাখলে ডেইলি নির্দিষ্ট পরিমাণ ফ্রী ইনকাম হবে।
কিছু প্লাটফর্ম রয়েছে যেখানে প্রথমে টাকা ইনভেস্ট করে ট্রেডিং করে টাকা ইনকাম করার পাশাপাশি রেফার করেও টাকা ইনকাম করা যায়। এছাড়া এফিলিয়েট লিংক ক্রিয়েট করেও টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।
এই ধরনের একটি প্লাটফর্ম হল wexopay.com. এই সাইটে একাউন্ট ক্রিয়েট করলেই বোনাস হিসেবে আপনি পাঁচ থেকে দশ ডলার পেয়ে যাবেন। চাইলে আর এই দশ ডলার দিয়েই আপনি ট্রেডিং শুরু করতে পারবেন। ট্রেডিং করে যে ডলার উপার্জন করবেন তা পরবর্তীতে ক্রিপ্টো কারেন্সি সহ অন্যান্য মেথডে পেমেন্ট নিতে পারবেন।
আরো কয়েকটি অনলাইন ট্রেডিং সাইটের নাম হলো:
- CoinBase
- RobinHood
- Charles Schwab
- TD Ameritrade
ফ্রি ডলার ইনকাম বিকাশ পেমেন্ট অ্যাপস
অনলাইনে প্রচুর ফ্রি অ্যাপ্স রয়েছে যেখানে কাজ করে ডলার ইনকাম করতে পারবেন। এই সকল অ্যাপস গুলো দক্ষতা বিহীন কাজ করে টাকা ইনকাম করার জন্য বেস্ট। আপনার যদি কোন কাজ করার দক্ষতা না থাকে কিন্তু আপনি অনলাইন থেকে ডলার ইনকাম করতে চান তাহলে এই অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে পারেন।
আরো পড়ুনঃ ২০২৫ সালে অনলাইনে টাকা ইনকাম করার সহজ উপায়
এই ফ্রি অ্যাপস গুলোতে আপনি বিনামূল্যে সাইনআপ করে অ্যাপে থাকা কাজগুলো সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন। যদিও এই সকল ফ্রি অ্যাপস গুলো খুব বেশি ডলার ইনকাম করা যায় না, তবে আপনি যদি দিনে ১ ২ ঘন্টা কাজ করে হাত খরচের মত টাকা ইনকাম করতে চান তাহলে এই ফ্রি অ্যাপস গুলোতে এখনই সাইনআপ করুন।
আপনাদের জন্য নিচে ডলার ইনকাম করে বিকাশ পেমেন্ট নেওয়ার সেরা কয়েকটি ফ্রি অ্যাপস এর তালিকা দেয়া হলোঃ
- Grab points
- Taskbucks
- Terabox
- Cashzine
- Green Panther
- Earn Bitcoin
- Gold coin
- Make Money: play & earn cash
- Online Earning App
- Honeygain
ভিডিও দেখে ডলার ইনকাম সাইট ও অ্যাপস
প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে ভিডিও দেখে ডলার ইনকাম করতে পারবেন। অনলাইনে অনেক সাইট ও এপস রয়েছে যে যেখানে ভিডিও দেখার মত সহজ কাজ করে ডলার ইনকাম করা যায়। এই সকল সাইট ও অ্যাপ ইউজারদের কাছে অত্যন্ত জনপ্রিয়, বিশ্বস্ততার সাথে পেমেন্ট করে আসছে।
দেখুন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে দিনের অনেকটা সময় আমরা নানা ধরনের ভিডিও দেখে ব্যয় করি। আপনি চাইলে ভিডিও দেখে বিনোদনের পাশাপাশি বাড়তি আয় করতে পারেন। এজন্য আপনাদের অনলাইনে যে সকল ওয়েবসাইট ও অ্যাপসগুলো ভিডিও, ট্রেলা্র, ভিডিও এড দেখার বিনিময়ে টাকা প্রদান করে সেই সকল প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে পারেন।
সবচেয়ে সুবিধার কথা হলো, এ সকল সাইট ও অ্যাপসে আপনি বিনামূল্যে সাইন আপ করার মাধ্যমে টাকা ইনকাম শুরু করতে পারবেন।
ভিডিও দেখে ডলার ইনকাম করার জনপ্রিয় কয়েকটি সাইট ও অ্যাপসের নাম নিচে দেওয়া হলঃ
- Earn-Tube
- Earn station
- Clipclaps
- Givvy Videos
- Vidcash
- Tube pay
- Earnebly
- Pocket Money
- iRazoo
- Rozdhan
- Viggle
- Creations Rewards
- Add wallet
ডলার ইনকাম বিকাশে পেমেন্ট সাইট Microworkers
- ইউটিউব ভিডিও দেখা
- ফেসবুক ভিডিও ও রিলস দেখা, লাইক করা
- ফেসবুক ভিডিও কমেন্ট ও শেয়ার করা
- টিক টক ভিডিও দেখা
- জিমেইল তৈরি করা
- অ্যাপ ডাউনলোড করা
- সার্ভে করা
- গেম খেলা
- রিভিউ দেওয়া
- আর্টিকেল লেখা
- ওয়েবসাইট ভিজিট করা
- রেজিস্ট্রেশন করা ইত্যাদি
ডলার ইনকাম করে বিকাশে পেমেন্ট কিভাবে করবেন
- প্রথমে আপনাকে আপনি যে সাইট ও অ্যাপসে কাজ করবেন সেটি নির্ধারণ করতে হবে।
- এরপর ওই সাইট ট ও অ্যাপস এর নিয়ম অনুসারে একাউন্ট ক্রিয়েট করে সাইন আপ করতে হবে।
- সাইন আপ করার পর আপনাকে নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করতে হবে।
- প্রতিটি সাইট ও অ্যাপসের শর্তাবলী অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।
- টাস্কগুলো সম্পন্ন করার পর আপনাকে পেমেন্ট গেটওয়ে সেট করতে হবে, প্রতিটি সাইট ও অ্যাপসে আলাদা আলাদা পেমেন্ট মেথড থাকায় সেই অনুসারে আপনাকে এই ধাপটি সম্পন্ন করতে হবে। সেটিংস অপশন থেকে পেমেন্ট গেটওয়ে সেট করতে পারবেন।
- সাইট ও অ্যাপস এর নির্ধারিত পরিমাণ ডলার বা পয়েন্ট জমা হলে আপনি উইথড্র করার জন্য রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন।
- রিকোয়েস্ট সেন্ড করার পর সাইট ও অ্যাপসে দেওয়া সময়ের মধ্যে আপনি পেমেন্ট উইথড্র করতে পারবেন।
- আপনি যদি বিকাশে পেমেন্ট নিতে চান তাহলে সাইট ও এপ্সে থাকা পেমেন্ট মেথডে উইথড্র করার পর তারপর বিকাশে নিতে পারবেন।
passiondrivefiona র নীতিমালা মেনে comment করুন। প্রতিটি comment রিভিউ করা হয়;
comment url